Realme Book Slim: রিয়েলমির প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক স্লিম’ আসছে ভারতে, কবে লঞ্চ?
রিয়েলমির প্রথম ল্যাপটপ রিয়েলমি স্লিম বুকের পাশাপাশি ভারতে লঞ্চ হবে রিয়েলমি জিটি সিরিজের দু'টি ফোন, রিয়েলমি জিটি ৫জি এবং রিয়েলমি জিটি মাস্টার এক্সপ্লোরার এডিশন।
রিয়েলমি জিটি ৫জি এবং রিয়েলমি জিটি মাস্টার এডিশন- এই দু’টি ফোনের সঙ্গেই আগামী ১৮ অগস্ট রিয়েলমি বুক স্লিম লঞ্চ হতে চলেছে ভারতে। জানা গিয়েছে, ১৮ অগস্ট ভারতীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে লঞ্চ হবে রিয়েলমি বুক স্লিম। ভারতে এই প্রথম লঞ্চ হতে চলেছে রিয়েলমির ল্যাপটপ। আবার এই একই দিনে অর্থাৎ ১৮ অগস্ট চিনে লঞ্চ হতে চলেছে রিয়েলমির আর একটি ল্যাপটপ রিয়েলমি বুক। বিশেষজ্ঞদের অনুমান, রিয়েলমি বুক স্লিম এবং রিয়েলমি বুক আসলে একই প্রোডাক্ট। তবে যেহেতু রিয়েলমি কর্তৃপক্ষ এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেননি, তাই নিশ্চিত ভাবে কিছুই বলা সম্ভব নয়।
জানা গিয়েছে, ১৮ অগস্ট যে ভার্চুয়াল লাইভ ইভেন্টের মাধ্যমে রিয়েলমি বুক স্লিম লঞ্চ হবে, সংস্থার অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সেটা দেখানো হবে। শোনা যাচ্ছে, রিয়েলমি বুক স্লিম- ল্যাপটপের দাম ৫৫ হাজার টাকার বেশি থেকে শুরু হতে পারে। তবে ভারতে লঞ্চ হতে চলা রিয়েলমি স্লিম বুক সম্পর্কে কোনও তথ্যই প্রকাশ করেনি সংস্থা। এই ল্যাপটপের দাম বা ফিচার সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।
অন্যদিকে, ১৮ অগস্ট রিয়েলমির প্রথম ল্যাপটপ রিয়েলমি স্লিম বুকের পাশাপাশি ভারতে লঞ্চ হবে রিয়েলমি জিটি সিরিজের দু’টি ফোন, রিয়েলমি জিটি ৫জি এবং রিয়েলমি জিটি মাস্টার এডিশন। মাস্টার এডিশনের ক্ষেত্রে রিয়েলমি জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশন লঞ্চ হবে দেশে। রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই দু’টি ফোন। রিয়েলমি জিটি সিরিজের ফোনের জন্য ফ্লিপকার্টে একটি ডেডিকেটেড টিজার পেজও তৈরি হয়েছে ইতিমধ্যেই। গত মার্চ মাসে চিনে লঞ্চের পর জুন মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৫জি ফোন। এবার ভারতে আসছে এই ফোন। শোনা যাচ্ছে, রিয়েলমি জিটি ৫জি ফোনের দাম ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে হতে পারে। তবে রিয়েলমি জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশনের দাম সম্পর্কে কোনও আভাস পাওয়া যায়নি।
আরও পড়ুন- OnePlus Nord 2 Blast News Update: নিজের টুইটার অ্যাকাউন্ট উড়িয়ে দিলেন ভুয়ো প্রচারকারী