Child Sacrifice Victim: পেরুতে 76 শিশুর কবরের সন্ধান, 1000 বছরের পুরনো, হৃৎপিণ্ড কেটে বলি দেওয়া হয়

Sacrifice Grave Of 76 Children: দক্ষিণ আমেরিকার পেরুতে কয়েক ডজন শিশু কঙ্কালের সন্ধান পেয়েছেন তাঁরা, যাদের বলি দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, ওই সাইট থেকে আরও অনেক কঙ্কাল খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Child Sacrifice Victim: পেরুতে 76 শিশুর কবরের সন্ধান, 1000 বছরের পুরনো, হৃৎপিণ্ড কেটে বলি দেওয়া হয়
পেরুর খননকার্যের সেই সাইট, যেখান থেকে 76 শিশুর কঙ্কাল উদ্ধার হয়েছে।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2022 | 6:41 PM

Peru Excavation: খননকার্যে ভয়ানক অভিজ্ঞতার সাক্ষী হলেন প্রত্নতাত্ত্বিকরা। দক্ষিণ আমেরিকার পেরুতে কয়েক ডজন শিশু কঙ্কালের সন্ধান পেয়েছেন তাঁরা, যাদের বলি দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, ওই সাইট থেকে আরও অনেক কঙ্কাল খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পেরুর জো হুয়ানচাকোর কাছে পাম্পা লা ক্রুজে খননকার্যের পরিচালনা করছেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের সহকারী অধ্যাপক গ্যাব্রিয়েল প্রিয়েটো। তিনি বলেন, কঙ্কালগুলি দেখে বোঝা গিয়েছে শিশুদের হৃদপিণ্ড বের করা হয়েছে। এখান থেকে মোট 76টি কঙ্কাল পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। তিনি জানিয়েছেন, 76টি কঙ্কালই খুব সুন্দরভাবে কাটা হয়েছে।

তাঁর কথায়, “দেখে মনে হচ্ছে, সম্ভবত বাচ্চাদের হৃৎপিণ্ডের কাছের হাড়গুলো কেটে হার্ট বের করে নেওয়া হয়েছে।” বিজ্ঞান-বিষয়ক সংবাদমাধ্যম লাইভ সায়েন্স-এর কাছে অধ্যাপক প্রিয়েটো বলেছেন, “পূর্ব দিক করে এই শিশুদের কবর দেওয়া হয়েছিল। একটি কৃত্রিম ঢিবির উপরে সমাহিত করা হয়। কিন্তু এরকম জায়গায় কেন কবর দেওয়া হয়েছিল, তা আমরা জানতে পারিনি। কারণ, আমরা মনে করতাম একমাত্র এই জায়গাগুলিতেই শিশুদের কবর দেওয়া যায় না।”

পাম্পা লা ক্রুজে বহু বছর ধরে খনন কাজ চলছে। এখনও পর্যন্ত এখানে 323টি শিশুর কঙ্কাল পাওয়া গিয়েছে, যাদের প্রত্যেককেই বলি দেওয়া হয়েছিল। 3 প্রাপ্তবয়স্ক সহ 137 জন বলিদানের শিকার, এমন কঙ্কাল পাওয়া গিয়েছে। আর এই কঙ্কালগুলি উদ্ধার করা হয়েছে লাস লামাস নামক একটি সাইট থেকে। এই অবশিষ্টাংশগুলি থেকেও দেখা গিয়েছে, শিশুদের হার্ট বের করে নেওয়া হয়েছিল।

প্রিয়েটো বলছেন, এখনও পর্যন্ত প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের ভিত্তিতে জানা গিয়েছে যে হুয়ানচাসার কাছে আরও অনেক শিশুর কঙ্কাল পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা সম্ভব যে এই শিকারের সংখ্যা 1000 এর বেশি।

ওই অধ্যাপক আরও যোগ করলেন, 76টি নতুন কঙ্কালের রেডিওকার্বন ডেটিং প্রয়োজন। 1100 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে এই স্থানে প্রথম বলির শিকার পাওয়া যায়। এই সময়ে আশপাশের এলাকায় চিমু জনগোষ্ঠীর উন্নতি ঘটে, যারা মূলত ধাতুর কাজের জন্য পরিচিত এবং জনপ্রিয়ও। কেন এত বড় পরিসরের বলি ও সর্বপরি কবর দেওয়ার কাজে চিমু জনগোষ্ঠীর লোকজন যুক্ত হবে, তা এখনও পরিষ্কার নয়। চিমু লোকেরা আশপাশের এলাকা এবং কাছাকাছি নতুন কৃষিক্ষেত্রে একটি কৃত্রিম সেচ ব্যবস্থা তৈরি করেছিল। এর মধ্যে কেউ কেউ হয়তো কৃষি ব্যবস্থার পবিত্রতার জন্য ত্যাগও স্বীকার করেছেন।