ISRO Heaviest Rocket: আন্তর্জাতিক বাজারে ISRO-র সবথেকে ভারী রকেট, 23 অক্টোবর 36 স্যাটেলাইট লঞ্চ
Rocket Launch: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বিশ্বব্যাপী বাণিজ্যিক উৎক্ষেপণ পরিষেবার বাজারে প্রবেশ করেছে। OneWeb নামে একটি ব্রিটিশ স্টার্ট আপ কোম্পানির 36টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ISRO।
ISRO OneWeb Launch: মহাকাশ বিজ্ঞানের জগতে ভারত প্রতিদিনই একাধিক নতুন মাত্রা তৈরি করছে। এবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বিশ্বব্যাপী বাণিজ্যিক উৎক্ষেপণ পরিষেবার বাজারে প্রবেশ করেছে। OneWeb নামে একটি ব্রিটিশ স্টার্ট আপ কোম্পানির 36টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ISRO। এই উৎক্ষেপণে ISRO-র LVM-3 রকেট ব্যবহার করা হবে। জেনে রাখা জরুরি যে, ISRO-র সমস্ত রকেটের তুলনায় LVM-3 কে সবচেয়ে ভারী রকেট হিসেবে বিবেচনা করা হয়।
ওয়ানওয়েব ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইটের এই 36টি উপগ্রহ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ বন্দর থেকে উৎক্ষেপণ করা হবে। শুক্রবার বেঙ্গালুরুতে ISRO তাদের সদর দফতর থেকে বলেছে, LVM-3-M2/OneWeb India-1 Mission (LVM3 – M2/OneWeb India-1 Mission) 23 অক্টোবর মধ্যরাতে 12:07 নাগাদ চালু হবে।
LVM3 – M2/OneWeb India-1 Mission: Launch scheduled at 0007 hrs. IST on October 23, 2022. Cryo stage, equipment bay (EB) assembly completed. Satellites are encapsulated and assembled in the vehicle. Final vehicle checks are in progress. @NSIL_India @OneWeb pic.twitter.com/pPbqjDjFmS
— ISRO (@isro) October 14, 2022
ISRO আরও জানিয়েছে যে, ক্রাইও স্টেজ এবং ইকুইপমেন্ট বে সংযোগের কাজ শেষ হয়েছে। স্যাটেলাইটগুলোকে তাদের জায়গায় ক্যাপসুলে বসিয়ে রকেটে বসানো হয়েছে। এরই সঙ্গে এখন ভেহিকলটি চালু করার চূড়ান্ত স্ক্রিনিং প্রক্রিয়া চলছে।
ISRO-র তরফে দাবি করা হয়েছে, OneWeb-এর সঙ্গে এই চুক্তি NSIL (NewSpace India Limited) এবং ISRO-এর জন্য একটি মাইলফলক। কারণ এর মাধ্যমে LVM-3 রকেট বিশ্বব্যাপী বাণিজ্যিক লঞ্চ পরিষেবা বাজারে প্রবেশ করতে চলেছে।
এদিকে এই LVM-3 হল একটি তিন-পর্যায়ের লঞ্চিং সিস্টেম, যাতে দুটি কঠিন মোটর স্ট্র্যাপ-অন, একটি তরল প্রোপেলান্ট পর্যায় এবং একটি ক্রায়োজেনিক পর্যায় রয়েছে। এই রকেটটি জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে (GTO) চার টন ওজনের স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম। উল্লেখযোগ্যভাবে, দেশের ভারতী এন্টারপ্রাইজও ওয়ানওয়েবের একটি প্রধান বিনিয়োগকারী এবং শেয়ারহোল্ডার।