Aditya L1: মহাকাশে পৌঁছেছে ISRO-র সৌরযান আদিত্য-L1, কীভাবে এগোচ্ছে পৃথিবীর কক্ষপথে?
Aditya L1 Launch Update: 1 হাজার 480 কিলোগ্রাম ওজনের মহাকাশযানটি উৎক্ষেপণের পর সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছে বলে আগেই জানিয়েছে ইসরো। এই মিশনটিও চন্দ্রযান-3-এর মতো পৃথিবীর চারপাশে ঘুরবে এবং তারপরে এটি দ্রুত সূর্যের দিকে উড়ে যাবে।
সূর্যের রহস্য উন্মোচনে পাড়ি দিয়েছে আদিত্য-L1। শনিবার অর্থাৎ 2 সেপ্টেম্বর ISRO সফলভাবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করেছে PSLV রকেটটি। তারপরে আজ অর্থাৎ 3 সেপ্টেম্বর ISRO জানিয়েছে যে, তাদের সৌরযান আদিত্য-L1 তার প্রথম কক্ষপথ পরিবর্তন করবে। রবিবার সকাল 11.45 মিনিটে ইসরো প্রথম আর্থ-বাউন্ড ফায়ারিং করেছে। যানটি পৃথিবীর প্রথম কক্ষপথ ছেড়ে দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করেছে। 1 হাজার 480 কিলোগ্রাম ওজনের মহাকাশযানটি উৎক্ষেপণের পর সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছে বলে আগেই জানিয়েছে ইসরো। এই মিশনটিও চন্দ্রযান-3-এর মতো পৃথিবীর চারপাশে ঘুরবে এবং তারপরে এটি দ্রুত সূর্যের দিকে উড়ে যাবে।
পৃথিবীকে 235 কিলোমিটার X 19500 কিলোমিটার ডিম্বাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে ইসরোর আদিত্য-L1। তারপর এটি নিজের গন্তব্য ল্যাগ্রেঞ্জ পয়েন্ট-1-এর দিকে রওনা দেবে। গন্তব্যে পৌঁছাতে যানটির সময় লাগবে প্রায় চার মাস। ইতিমধ্যেই মহাকাশে PSLV রকেটের থেকে আলাদা হয়ে গিয়েছে আদিত্য-L1 কৃত্রিম উপগ্রহটি। তবে এখন এটি কয়েক দিন পৃথিবীকে ঘিরে চক্কর কাটবে। তারপর যেতে শুরু করবে সূর্যের দিকে।
Aditya-L1 Mission: The satellite is healthy and operating nominally.
The first Earth-bound maneuvre (EBN#1) is performed successfully from ISTRAC, Bengaluru. The new orbit attained is 245km x 22459 km.
The next maneuvre (EBN#2) is scheduled for September 5, 2023, around 03:00… pic.twitter.com/sYxFzJF5Oq
— ISRO (@isro) September 3, 2023
আর্থ বাউন্ড ম্যানুভার্সের সাহায্যে আদিত্য-L1 তার কক্ষপথ পরিবর্তন করে পরবর্তী কক্ষপথে প্রবেশ করবে। আদিত্য-L1 পৃথিবীর কক্ষপথে 16 দিন কাটাবে। এই সময়ে, পাঁচবার তার কক্ষপথ পরিবর্তন করতে আর্থ বাউন্ড ফায়ারিং করা হবে।
আদিত্য-L1 ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টে পৌঁছাবে 125 দিন পর:
Lagrangian-1 পয়েন্টে পৌঁছানোর পরে আদিত্য L1-এ আরেকটি কৌশল করা হবে। আর সেই কৌশলের সাহায্যে আদিত্য-L1 যানটি L1 পয়েন্টের হ্যালো কক্ষপথে যাবে। এখান থেকে আদিত্য-L1 সূর্যকে পরীক্ষা করবে। এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টটি পৃথিবী থেকে 1.5 মিলিয়ন অর্থাৎ 15 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। আদিত্য-L1-এ সাতটি পেলোড পাঠানো হয়েছে, যা সূর্যকে বিশদভাবে পরীক্ষা করবে। এই পেলোডগুলির মধ্যে চারটি সূর্যালোক অধ্যয়ন করবে। বাকি তিনটি সূর্যের প্লাজমা এবং চৌম্বকক্ষেত্র পরীক্ষা-নিরীক্ষা করবে।