AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nigar Shaji: আদিত্য-L1 সৌরযানকে সূর্যে পাঠানোর মূল কারিগর, কে এই নিগর শাজি?

Aditya-L1 Project Director: শনিবার অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সৌরযান আদিত্য-L1 লঞ্চ করে অনন্য নজির সৃষ্টি করল ISRO। এই সৌরমিশনে অগ্রণী ভূমিকা যিনি নিয়েছেন, তিনি হলেন আদিত্য-L1 মিশনের প্রজেক্ট ডিরেক্টর নিগর শাজি।

Nigar Shaji: আদিত্য-L1 সৌরযানকে সূর্যে পাঠানোর মূল কারিগর, কে এই নিগর শাজি?
সৌরমিশন সাজিয়েছেন যিনি...
| Edited By: | Updated on: Sep 03, 2023 | 11:41 AM
Share

Aditya-L1: এই মাত্র সপ্তাহ দুয়েক আগে চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে চন্দ্রযান-3 অবতরণ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে ISRO। দুই সপ্তাহ অতিক্রান্ত হতে না হতেই আর এক সাফল্যের মুখ দেখল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। শনিবার অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সৌরযান আদিত্য-L1 লঞ্চ করে অনন্য নজির সৃষ্টি করল ISRO। এই সৌরমিশনে অগ্রণী ভূমিকা যিনি নিয়েছেন, তিনি হলেন আদিত্য-L1 মিশনের প্রজেক্ট ডিরেক্টর নিগর শাজি। শনিবারের এই মিশন লঞ্চের কেন্দ্রস্থলে ছিলেন নিগর ও তাঁর দল। কে এই নিগর শাজি, তাঁর যাত্রা সম্পর্কিত সব তথ্য একনজরে দেখে নিন-

আদিত্য-L1 মিশনের প্রজেক্ট ডিরেক্টর নিগর শাজি, কে তিনি?

1) বয়স তাঁর 59 বছর। তামিলনাড়ু তেনকাসি জেলার কৃষক পরিবার থেকে উঠে এসেছে এই বিজ্ঞানী। রাজ্যের সেনগোট্টাই শহরে জন্মগ্রহণ করেছিলেন নিগর। তাঁর বাবা ছিলেন এক কৃষক এবং মা গৃহকর্ত্রী।

2) তিরুনেলভেলি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন। পরবর্তীতে রাঁচির বিড়লা ইনস্টটিউট অফ টেকনোলজি থেকে মাস্টার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনসে মাস্টার্স করেন শাজি।

3) 1987 সালে তিনি সতীশ ধাওয়াল স্পেস সেন্টারে কাজে যোগ দেন। বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারেও কাজ করেন দীর্ঘ দিন। একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছিলেন সেখানে। আদিত্য-L1 এর প্রজেক্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হওয়ার আগে এই কাজই করতেন তিনি। এছাড়াও ISRO-র স্যাটেলাইট টেলিমেট্রি সেন্টারেও প্রধান হিসেবে বেশ কিছু দিন কাজ করেছিলেন তিনি।

4) মা এবং কন্যার সঙ্গে বেঙ্গালুরুতে বসবাস করেন শাজি। তাঁর স্বামী মধ্যপ্রাচ্যে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন এবং পুত্র নেদারল্যান্ডসের একজন বিজ্ঞানী।

সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে শাজির ভাই এস শেখ সালিম বলেছেন, “তিরুনেলভেলি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্নাতক পাশ করে 1987 সালে ISRO-তে যোগদান করে। এখন তিনি বেঙ্গালুরুতেই থাকেন এবং পরিবারিক অনুষ্ঠানের সময় শেনগোট্টাইতে যান।” তিনি আরও যোগ করে বলেন, “শাজির স্বামী পেশায় একজন ইঞ্জিনিয়ার, গাল্ফ কান্ট্রিতে কাজ করেন। তাঁর পুত্র নেদারল্যান্ডসে বিজ্ঞানী হিসেবে কাজ করছেন। বেঙ্গালুরুতে মা এবং কন্যাকে নিয়ে থাকেন শাজি। 30 বছর আগে আমরা আমাদের বাবাকে হারিয়েছি।”

আদিত্য-L1 এর প্রজেক্ট ডিরেক্টর হওয়ার আগে ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট ‘রিসোর্স্যাট-2A’-র অ্যাসোসিয়েট প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন নিগর শাজি।