Chandra Grahan 2023: আজ এক অন্যরকম চন্দ্রগ্রহণ, কলকাতায় কখন দেখা যাবে সেই বিরল দৃশ্য?
Lunar eclipse 2023 live Update: গ্রহণের সময় সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসবে পৃথিবী, যার কারণে চাঁদের পৃষ্ঠে বড় ছায়া পড়বে। ক্রমশ অদৃশ্য যাবে চাঁদ। সুতরাং পূর্ণিমার রাতও অন্ধকার হয়ে যাবে।
Chandra Grahan 2023 Update: পূর্ণগ্রাস সূর্যগ্রহণের রেশ কাটতে না কাটতেই বেশ কয়েকদিন ধরেই আলোচনার বিষয়ে উঠে এসেছে চন্দ্রগ্রহণ। এই দুই গ্রহণ দেখতে অপেক্ষা করেন বিশ্ববাসী। অবশেষে সেই দিন চলেই এল। আজ অর্থাৎ 5 মে চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। তবে এই গ্রহণও বিশেষ হতে চলেছে। রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। তার কারণ হল আজ সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় থাকবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। চাঁদ, পৃথিবী ও সূর্যের কক্ষপথের আকৃতির জন্যই এই গ্ৰহণ অন্যরকম হতে চলেছে। গ্রহণের সময় সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসবে পৃথিবী, যার কারণে চাঁদের পৃষ্ঠে বড় ছায়া পড়বে। ক্রমশ অদৃশ্য যাবে চাঁদ। সুতরাং পূর্ণিমার রাতও অন্ধকার হয়ে যাবে। পৃথিবীর বেশিরভাগ অংশেই দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ঠিক সেই সময় চাঁদ দিগন্তের উপরে থাকবে। ইন দ্য স্কাই-এর রিপোর্ট অনুসারে, এর মধ্যে অ্যান্টার্কটিকা, এশিয়া, রাশিয়া, আফ্রিকা এবং ওশিয়ানিয়া অন্তর্ভুক্ত রয়েছে। রাতের আকাশে এক অন্য অবতারে দেখা যাবে চাঁদকে। বুদ্ধপূর্ণিমার মতো দিনে চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে গোটা দেশ। তাহলে আর দেরি কেন, জেনে নিন আরও বিশদে।
পেনামব্রাল চন্দ্রগ্রহণ কী?
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৌঁছায়, তখন তা একটি সরলরেখায় চলে আসে। একে চন্দ্রগ্রহণ বলে। এর মধ্যেও যদি পৃথিবীর ছায়া চাঁদের উপর না পড়ে, তবে এই ঘটনাটিকে পেনামব্রাল চন্দ্রগ্রহণ বলা হয়। আজ অর্থাৎ 5 মে চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এর 15 দিন আগে, 20 এপ্রিল এই বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল। যদিও ভারতে তা দেখা যায়নি। তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বৈশাখ মাসের পূর্ণিমা তিথি, যা বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত। আজ চন্দ্রগ্রহণ ভারতের অনেক জায়গায় দেখা যাবে। এটি একটি পেনামব্রাল চন্দ্রগ্রহণ হতে চলেছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই চন্দ্রগ্রহণ পরিষ্কার দেখা যাবে ইউরোপ, এশিয়ার বেশির ভাগ এলাকা, ভারত, প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিকা, আটলান্টিক, অস্ট্রেলিয়া ও আফ্রিকায়। তবে ভারতে এই গ্রহণ স্পষ্ট নাও দেখা যেতে পারে।
কখন হতে চলেছে এই গ্রহণ?
এই পেনামব্রাল চন্দ্রগ্রহণ 5 মে ভারতীয় সময় সন্ধে 8টা 45 মিনিট থেকে পরের দিন অর্থাৎ 6 মে রাত 1টা 02 সময়কালে চাঁদ পৃথিবীর ছায়ার মধ্য দিয়ে যাবে। এই সময়ের মধ্যেই গ্রহণ পরিষ্কারভাবে দেখা যাবে।
এখন প্রশ্ন হল এই পেনামব্রাল চন্দ্রগ্রহণ দেখবেন কীভাবে?
এই পেনামব্রাল চন্দ্রগ্রহণ দেখার জন্য গভীর মনোযোগের প্রয়োজন। তবে আগে থেকেই জেনে নিন, এই চন্দ্রগ্রহণ কিন্তু সূর্যগ্রহণের মতো নয়। এটি আপনি সরাসরি খালি চোখে দেখতে পারবেন। আপনি দুরবীন বা টেলিস্কোপের মত অপটিক্যাল যন্ত্র ব্যবহার করে চাঁদের দিকে তাকালেই সহজেই গ্রহণ দেখতে পারবেন।