Maha Kumbh Mela: মহাকাশে গ্রহের প্যারেড! মহাকুম্ভের শেষদিনে ঘটতে চলেছে মহাবিরল ঘটনা, দেখা যাবে খালি চোখেই
Maha Kumbh Mela: তবে এবারের ঘটনাটি সেটির থেকেও বিরল। কারণ, গগণে এবার ছয় নয়, একই সারিতে দেখা যাবে সাত গ্রহকে। গতবারের প্য়ারেডে যোগ দেয়নি বুধ। তবে এবারে সে থাকছে।

কলকাতা: হাতে আর দিন ছয়েক। তারপরই শেষ হবে মহাকুম্ভ। ইতিমধ্যে ১৪৪ বছর পর আগত এই পুণ্যতিথিকে কেন্দ্র করে বয়ে গিয়েছে প্রচুর জল। কখনও পদপিষ্ট, কখনও অগ্নিকাণ্ড, মহাকুম্ভ ঘিরে বিপত্তির শেষ থাকেনি। হয়েছে বিতর্ক। তবু তার মাঝেও থামেনি পুণ্যার্থীদের ভিড়।
প্রশাসনিক সূত্রে খবর, এখনও পর্যন্ত এই এক মাস ব্যাপী অনুষ্ঠান ঘিরে পুণ্যস্নান করে ফেলেছেন ৫০ কোটিরও অধিক পুণ্যার্থী। এই সংখ্যা যে শেষ দিন অর্থাৎ ২৬ তারিখের আগে ৭০ কোটি ছুঁয়ে ফেলতে পারে বলেও মনে করছেন অনেকেই। শিবরাত্রির দিনেই শেষ হচ্ছে মহাকুম্ভ। ফলত শেষ শুভ দিনে ভিড় যে আগের থেকে তিন গুণ অবধি হতে চলেছে, তা আগাম টের পাচ্ছে উত্তরপ্রদেশ প্রশাসন।
তবে মহাকুম্ভের এই শেষ দিনেই আরও একটি চমৎকার ঘটনা ঘটতে চলেছে মহাকাশে, জানাচ্ছে বৈজ্ঞানিক মহল। যা আবার দেখা যাবে ভারত থেকেই। এর আগে জানুয়ারি মাসের শেষে মহাকাশে ঘটেছিল এমন বিরল ঘটনা। একই সারিতে প্য়ারেড করে দাঁড়িয়েছিল সৌরজগতের ছয় গ্রহ।
তবে এবারের ঘটনাটি সেটির থেকেও বিরল। কারণ, গগণে এবার ছয় নয়, একই সারিতে দেখা যাবে সাত গ্রহকে। গতবারের প্য়ারেডে যোগ দেয়নি বুধ। তবে এবারে সে থাকছে। বৈজ্ঞানিক মহল জানাচ্ছে, সেদিন একই সারিতে খালি চোখেই মহাকাশে দেখা যাবে, মঙ্গল-বুধ-বৃহস্পতি-শুক্র-ইউরেনাস-নেপচুনকে। সেই ঘটনার দু’দিন পর অর্থাৎ ২৮ তারিখ একেবারে সূর্যের একপাশে এসে রীতিমতো প্যারেড করবে এই সাত গ্রহ। যাও দেখা যাবে ভারত থেকেই।

