Solar Eclipse On Mars: মঙ্গলগ্রহে সূর্যগ্রহণ, অবিশ্বাস্য ছবি প্রকাশ নাসার মার্স রোভার পারসিভের‍্যান্সের

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Apr 21, 2022 | 8:14 PM

Solar Eclipse On Mars: রোভার পারসিভের‍্যান্সের নেক্সট জেনারেশন Mastcam-Z ক্যামেরা দিয়ে এই গ্রহণের ছবি তোলা হয়েছিল ৩৯৭তম মার্সিয়ান ডে- তে।

Solar Eclipse On Mars: মঙ্গলগ্রহে সূর্যগ্রহণ, অবিশ্বাস্য ছবি প্রকাশ নাসার মার্স রোভার পারসিভের‍্যান্সের
মঙ্গলগ্রহে সূর্যগ্রহণ।

Follow Us

মঙ্গলগ্রহে (Mars) রয়েছে নাসার রোভার পারসিভের‍্যান্স (Rover Perseverance)। সেই রোভার এবার মঙ্গলগ্রহে সূর্যগ্রহণের (Solar Eclipse) ছবি লেন্সবন্দি করেছে। কয়েকদিন আগেই মঙ্গলগ্রহ থেকে সূর্যোদয় কেমন দেখতে লাগে সেই ছবি প্রকাশ হয়েছিল। এবার প্রকাশ্যে এল মঙ্গলগ্রহ থেকে সূর্যগ্রহণ দেখতে কেমন লাগে তার ছবি। লালগ্রহে এই ছবি তুলেছে পারসিভের‍্যান্স রোভারে থাকা ক্যামেরা। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) এমনটাই জানিয়েছেন। এসইউভি সাইজের এই রোভারে যে ক্যামেরা রয়েছে তার সাহায্যে Phobos- মঙ্গলগ্রহের potato shaped moon- এর ছবি তোলা হয়েছে। যখন সূর্যকে অতিক্রম করে এই potato shaped moon এগোচ্ছিল সেই মুহূর্তের ছবি তোলা হয়েছে রোভার পারসিভের‍্যান্সের ক্যামেরায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পর্যবেক্ষণ তাঁদের চাঁদের কক্ষপথ এবং চাঁদের আকর্ষণ বল মঙ্গলগ্রহের পৃষ্ঠদেশে কীভাবে কাজ করে তা বুঝতে সাহায্য করবে। মূলত চাঁদের আকর্ষণ বলের সাহায্যে মঙ্গলগ্রহের ক্রাস্ট এবং ম্যান্টেল কীভাবে আকার-আকৃতি পরিবর্তন করবে সেটাই বোঝার চেষ্টা করবেন বিজ্ঞানীরা।

রোভার পারসিভের‍্যান্সের নেক্সট জেনারেশন Mastcam-Z ক্যামেরা দিয়ে এই গ্রহণের ছবি তোলা হয়েছিল ৩৯৭তম মার্সিয়ান ডে- তে। নাসা জানিয়েছে, নতুন ছবির শটে এই ইভেন্ট অর্থাৎ সোলার ইক্লিপসের ছবি আরও ভাল ভাবে উঠেছে। নাসার জেপিএল ল্যাবরেটরির তরফে জানানো হয়েছে এই গ্রহণ ৪০ সেকেন্ডের একটু বেশি সময় স্থায়ী হয়েছিল। একটি সাধারণ সূর্যগ্রহণের থেকে অনেক কম সময় স্থায়ী হয়েছিল এই গ্রহণ। এর ফলে Phobos পৃথিবীর চাঁদের তুলনায় অনেকটাই ছোট (157 times smaller)। এরপর এই পর্যবেক্ষণ থেকে মঙ্গলগ্রহের গঠন বর্ণনা করতে গিয়ে নাসার জেপিএল ল্যাব জানিয়েছে Phobos মঙ্গলগ্রহকে প্রদক্ষিণ করেছে। এর আকর্ষণ বল লালগ্রহের অভ্যন্তরে সামান্য জোয়ারের শক্তির সৃষ্টি করেছে। এই শক্তি সামান্য হলের Phobos- এর কক্ষপথও পরিবর্তন করেছে। এছাড়াও মঙ্গলগ্রহের ক্রাস্ট এবং ম্যান্টেলে থাকা পাথরের গঠন পরিবর্তন করেছে।

মঙ্গলগ্রহে একবছর মানে ৬৮৭ দিন। ইতিমধ্যেই সেই সময়সীমা লালগ্রহে পার করেছে নাসার ইনসাইট ল্যান্ডার। তাই প্রাথমিক অভিযান শেষ হয়েছে এই ল্যান্ডারের। এই ইনসাইট ল্যান্ডারের সাহায্যেই মঙ্গলগ্রহ থেকে সূর্যোদয় কেমন দেখতে লাগে সেই ছবি প্রকাশ হয়েছে। ২০১৮ সাল থেকে নাসার ইনসাইট ল্যান্ডার রয়েছে মঙ্গলগ্রহে। সেখানকার কম্পনের মাত্রা পর্যবেক্ষণ করে এই ল্যান্ডার। মঙ্গলগ্রহের পৃষ্ঠদেশে এবং অভ্যন্তরে কম্পনের তীব্রতা পরিমাপ করে এই ইনসাইট ল্যান্ডার। মঙ্গলগ্রহের Elysium Planitia এলাকায় ২০১৮ সালের নভেম্বর মাসে অবতরণ করেছিল নাসার এই ইনসাইট মার্স ল্যান্ডার।

আরও পড়ুন- Alien’s Footprints on Mars: এলিয়েনের পায়ের ছাপ মঙ্গলগ্রহের বুকে! নাসার ছবি নিয়ে হইচই

আরও পড়ুন- Alien Attack: এলিয়েনরা পৃথিবী আক্রমণ করতে পারে! আশঙ্কা প্রকাশ বিজ্ঞানীদের

আরও পড়ুন- Kebab into Space: কাবাবের মহাকাশযাত্রা! বেলুনে বেঁধে মহাকাশে কাবাব পাঠালো তুরস্কের রেস্তোরাঁ

Next Article