Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Solar And Lunar Eclipse: চলতি মাসেই সূর্যগ্রহণ-চন্দ্রগ্রহণ; ভারতে কবে ও কখন দেখবেন, জেনে নিন বিস্তারিত

Solar Eclipse 2023: আপনার মনে হচ্ছে সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, এসব কোথা থেকে দেখা যাবে? আর কবেই বা দেখা যাবে? চলুন জেনে নেওয়া যাক আপনি এই মহাজাগতিক ঘটনা কবে, কোথায় ও কখন দেখতে পাবেন। আবার আপনি যদি ঘটনারগুলির লাইভ দেখতে চান মোবাইলে, তাও দেখতে পারবেন।

Solar And Lunar Eclipse: চলতি মাসেই সূর্যগ্রহণ-চন্দ্রগ্রহণ; ভারতে কবে ও কখন দেখবেন, জেনে নিন বিস্তারিত
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2023 | 6:07 PM

চলতি বছরে আকাশে ঘটে যাওয়া অনেক অবিশ্বাস্যকর ঘটনার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। তার মধ্যে অনেক কিছুই ভারত থেকে দেখা যায়নি। তবে চলতি অক্টোবর আপনাকে একটুও হতাশ করবে না। এই মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দু’টোই দেখা যাবে। এই দু’টি গ্রহণই ভারতে দৃশ্য। শুধু নির্ধারিত সময় অনুযায়ী আপনাকে আকাশের দিকে চোখ রাখতে হবে। এবার নিশ্চয়ই এত কিছু জানার পরে আপনার মনে হচ্ছে সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, এসব কোথা থেকে দেখা যাবে? আর কবেই বা দেখা যাবে? চলুন জেনে নেওয়া যাক আপনি এই মহাজাগতিক ঘটনা কবে, কোথায় ও কখন দেখতে পাবেন। আবার আপনি যদি ঘটনারগুলির লাইভ দেখতে চান মোবাইলে, তাও দেখতে পারবেন। তার জন্য আপনাকে নাসার 2023 অ্যানুলার সোলার ইক্লিপস ব্রডকাস্ট ওয়েবসাইটে (2023 Annular Solar Eclipse Broadcast) যেতে হবে। সেখানেই আপনি প্রতি মুহূর্তের আপডেট পেয়ে যাবেন।

অক্টোবরে কখন সূর্যগ্রহণ হবে?

14 অক্টোবর আপনি বৃত্তাকার সূর্যগ্রহণ দেখতে পাবেন। এই সময়ে, সূর্যের চারপাশে আগুনের বলয় তৈরি হবে। যখন চাঁদ সূর্যের সামনে দিয়ে যায়, তখন সূর্যগ্রহণ হয়। যখন চাঁদ সূর্যের চেয়ে ছোট দেখায়, তখন সূর্যের আলোর অধিকাংশই ঢাকা পড়ে যায় এবং সূর্যকে একটি বলয়ের মতো দেখায়। একে বলা হয় বৃত্তাকার সূর্যগ্রহণ। পৃথিবীতে হাজার হাজার কিলোমিটার বা মাইল এই বৃত্তাকার সূর্যগ্রহণ দেখা যাবে। সূর্যগ্রহণ 14 অক্টোবর 2023-এ দেখতে পাবেন।

চন্দ্রগ্রহণ কবে দেখা যাবে?

28 অক্টোবর রাতে চন্দ্রগ্রহণ দেখা যাবে। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে থাকে, তখন চাঁদের পৃষ্ঠে পড়ে। আর তাকেই চন্দ্রগ্রহণ বলে। এশিয়া, রাশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, অ্যান্টার্কটিকা এবং ওশিয়ানিয়া সহ দিগন্তের উপরে চাঁদ যেখানেই থাকবে সেখানেই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারতে, সর্বোচ্চ গ্রহণ ঘটবে দুপুর 1.45 মিনিটে। 28 অক্টোবর 2023-এ আপনি চন্দ্রগ্রহণ দেখতে পারবেন।