SIM Card New Rules: 1 ডিসেম্বর থেকে SIM কার্ডে কড়া কেন্দ্র, এই নিয়ম না মানলে ₹10 লাখ জরিমানা
SIM Card Latest News: ভুয়ো সিম ও বিশেষ করে সেই ভুয়ো সিম ব্যবহার করে প্রতারণার মাত্রা কমাতে সিম সংক্রান্ত নতুন নিয়মগুলি কার্যকর করা হচ্ছে। দেশের মাত্রাতিরিক্ত প্রতারণার মাত্রা ঠেকাতে SIM কার্ড কেনা ও বিক্রি করার ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস নতুন নিয়মগুলি লাগু করতে চলেছে। জাল সিম থেকে সৃষ্ট কেলেঙ্কারির তীব্রতা বিবেচনা করেই সরকার এহেন পদক্ষেপ নিয়েছে। নিয়ম ভঙ্গ করলেই জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তিগুলি হতে পারে।

মোবাইল ফোন আমরা প্রায় সকলেই ব্যবহার করি। প্রয়োজনে-অপ্রয়োজনে, সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমোতে যাওয়া ইস্তক, প্রতিটা মুহূর্তেই মোবাইলের স্ক্রিনে আমাদের নজর রাখতে হয়। তাই, যাঁরা ফোন ব্যবহার করেন, 1 ডিসেম্বর থেকে অনেক কিছুই পরিবর্তিত হতে চলেছে তাঁদের মোবাইল-নির্ভর জীবনে। 2023 সালের 1 ডিসেম্বর থেকে SIM Card সংক্রান্ত একাধিক নতুন নিয়ম দেশে কার্যকর হতে চলেছে। প্রথমে কথা ছিল নতুন নিয়মগুলি চলতি বছরের 1 অক্টোবর থেকেই কার্যকর হবে। কিন্তু সরকার তা আরও দুই মাসের জন্য পিছিয়ে দেয়। আর সেই মোতাবেক 1 ডিসেম্বর থেকে লাগু হতে চলেছে সিম কার্ডের নতুন নিয়মাবলী। আপনি যদি সিম কার্ড ক্রয় করেন বা বিক্রয় করেন, দুই ক্ষেত্রেই নতুন নিয়মগুলি আপনার জেনে নেওয়া উচিত।
ভুয়ো সিম ও বিশেষ করে সেই ভুয়ো সিম ব্যবহার করে প্রতারণার মাত্রা কমাতে সিম সংক্রান্ত নতুন নিয়মগুলি কার্যকর করা হচ্ছে। দেশের মাত্রাতিরিক্ত প্রতারণার মাত্রা ঠেকাতে SIM কার্ড কেনা ও বিক্রি করার ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস নতুন নিয়মগুলি লাগু করতে চলেছে। জাল সিম থেকে সৃষ্ট কেলেঙ্কারির তীব্রতা বিবেচনা করেই সরকার এহেন পদক্ষেপ নিয়েছে। নিয়ম ভঙ্গ করলেই জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তিগুলি হতে পারে। সিম কার্ড সংক্রান্ত দেশের নতুন নিয়মগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
সিম কার্ডের নতুন নিয়ম
* সিম কার্ড ডিলার বা সিম কার্ড বিক্রয় করবেন যাঁরা, তাঁদের একটি ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সিম কার্ড বিক্রয় করার আগে তাঁদের সেগুলিকে রেজিস্টার্ড করিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব থাকবে টেলিকম সংস্থাগুলির উপরে। কেউ যদি জরুরি এই কাজ না করিয়ে সিম কার্ড বিক্রি করেন, তাহলে তাঁদের 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
* চালু নম্বরের জন্যও যদি কেউ সিম কার্ড ক্রয় করতে চান, তাহলে তাঁদের আধার ও ডেমোগ্রাফিক তথ্য সাবমিট করতে হবে।
* কতগুলি পর্যন্ত সিম কার্ড একজনকে ইস্যু করা যেতে পারে, সেই সংখ্যাটা সরকারের তরফে বেঁধে দেওয়া হবে। একজন ব্যক্তি একমাত্র বিজ়নেস কানেকশনের ক্ষেত্রেই একাধিক সিম কার্ড নিতে পারেন। অন্য দিকে সাধারণ একজন মানুষ এমনিতে নয়টি পর্যন্ত সিম কার্ড নিতে পারেন একটি আইডি ব্যবহার করে।
* যেমনটা আমরা আগেই বললাম, সিম কার্ড আগের মতো আর বেশি পরিমাণে ইস্যু করা হবে না। একটি সিম কার্ড বন্ধ করার 90 দিন পরেই তা অন্য ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
* সিম বিক্রেতারা 30 নভেম্বরের মধ্যে রেজিস্টার না করলে তাঁদের 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। কিছু ক্ষেত্রে জরিমানার পরিবর্তে কারাদণ্ডের মতো চূড়ান্ত শাস্তি পর্যন্ত হতে পারে।
