1 জানুয়ারি থেকে SIM কার্ডের নতুন নিয়ম, না মানলে 3 বছর জেল আর ₹50 লাখ জরিমানা
নতুন টেলিকমিউনিকেশন বিলে পরিষ্কার করে বলা হয়েছে, ভুয়ো সিম কার্ড ক্রয় করবেন যে সব কাস্টমাররা, তাঁদের কঠিন শাস্তি দেওয়া হবে। বিলে বলা হয়েছে, নিয়ম না মানলে 3 বছর পর্যন্ত জেল এবং 50 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

নতুন বছরের প্রথম দিন থেকে এ দেশের একাধিক নিয়ম বদলে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হল সিম কার্ড ক্রয় ও বিক্রয় সংক্রান্ত নিয়মটি। বিগত কয়েক বছরে দেশে স্প্যাম ও স্ক্যাম কল থেকে অনলাইনে আর্থিক জালিয়াতির কাণ্ড এতটাই বেড়ে গিয়েছে যে, তার বিরুদ্ধে মোকাবিলা করার জন্য সরকারের তরফে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখন সিম কার্ড যাঁরা কিনবেন তাঁদেরও যেমন নতুন নিয়ম মানতে হবে, তেমনই আবার সিম কার্ড যাঁরা বিক্রি করবেন, নতুন নিয়ম থেকে রেহাই নেই তাঁদেরও। 2024 সালের 1 জানুয়ারি থেকেই সিম কার্ড সংক্রান্ত নতুন নিয়মগুলি কার্যকর হবে।
জালিয়াতি এড়াতে নতুন সিম কার্ড নিয়ম
বিগত কিছু বছরে দেশে স্মার্টফোনের ব্যবহার ব্যাপক ভাবে বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন জালিয়াতির পরিমাণও। সেই জালিয়াতি রুখতেই সিম কার্ড ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নিয়মগুলি নিয়ে আসা হচ্ছে।
বায়োমেট্রিক বাধ্যতামূলক
নতুন সিম কার্ড যাঁরা ক্রয় করবেন, সেই সব কাস্টমারের বায়োমেট্রিক তথ্য এবার থেকে টেলিকম কোম্পানিগুলিকে সংগ্রহ করতে হবে। বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতি ভুয়ো সিম কার্ড থেকে ট্রানজ়াকশনের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে।
ডিজিটাল KYC
আবার 1 জানুয়ারি, 2024 থেকে যে কোনও সিম কার্ডের জন্য ডিজিটাল KYC প্রক্রিয়াটিও বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলেও ভেরিফিকেশন পদ্ধতি আরও জোরদার হবে। পাশাপাশি অযাচিত সিম কার্ড ট্রানজ়াকশনও রোখা যাবে।
ভেরিফিকেশন সিস্টেম
নতুন যে নিয়মগুলি নিয়ে আসা হয়েছে, তার বেশির ভাগই ভেরিফিকেশন সংক্রান্ত। ফলে, সিম ভেন্ডারদের একটা লম্বা ভেরিফিকেশন পদ্ধতির মধ্যে দিয়েও যেতে হবে। এর দ্বারা প্রতারণা এড়ানোর কাজটা আরও সহজ হবে। কারণ, কারণ একবারে একটা ব্যক্তিকে গুচ্ছ সিম কার্ড দেওয়া আর সম্ভব হবে না।
রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
টেলিকম ফ্রাঞ্চাইজ়ি, পয়েন্ট অব সেল এজেন্ট এবং সিম ডিস্ট্রিবিউটরদের জন্যও রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম না মানলে নতুন টেলিকম আইনের আওতায় মোটা টাকার জরিমানা করা হতে পারে। জানা গিয়েছে, ডিলারদের ক্ষেত্রে সেই জরিমানার অঙ্কটা 10 লাখ টাকা।
না মানলে বিরাট শাস্তি
নতুন টেলিকমিউনিকেশন বিলে পরিষ্কার করে বলা হয়েছে, ভুয়ো সিম কার্ড ক্রয় করবেন যে সব কাস্টমাররা, তাঁদের কঠিন শাস্তি দেওয়া হবে। বিলে বলা হয়েছে, নিয়ম না মানলে 3 বছর পর্যন্ত জেল এবং 50 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
