রোদে বা তীব্র আলোতেও ব্যবহার করতে পারবেন Tecno-র নয়া ফোন, 2000 টাকার ছাড়

Tecno Pova 6 Pro 5G: Tecno Pova 6 Pro 5G নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা হচ্ছিল। তবে অবেশেষে ফোনটি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল। টেকনো এই ফোনটি মিডরেঞ্জ প্রাইস সেগমেন্টে লঞ্চ করেছে। দেখে নেওয়া যাক এই ফোনের দাম। আর এতে কী কী বিশেষত্ব রয়েছে।

রোদে বা তীব্র আলোতেও ব্যবহার করতে পারবেন Tecno-র নয়া ফোন, 2000 টাকার ছাড়
Follow Us:
| Updated on: Mar 30, 2024 | 9:30 AM

Tecno Pova 6 Pro 5G নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা হচ্ছিল। তবে অবেশেষে ফোনটি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল। টেকনো এই ফোনটি মিডরেঞ্জ প্রাইস সেগমেন্টে লঞ্চ করেছে। দেখে নেওয়া যাক এই ফোনের দাম। আর এতে কী কী বিশেষত্ব রয়েছে।

এই টেকনো ফোনটির ডিজাইন অনেকটা Infinix GT 10 Pro-এর মতোই করে ফেলেছে। তবে এতে সামান্য পার্থক্য রয়েছে। টেকনো এই ফোনটির ডিজাইনের নাম দিয়েছে আর্ক ইন্টারফেস, যার পিছনের প্যানেলে রয়েছে 200 টিরও বেশি এলইডি। এই লাইট 100 টিরও বেশি কাস্টমাইজড সেটিংসের সঙ্গে বাজারে এসেছে। এই ফোনের পিছনের ডিজাইন সাধারণ স্মার্টফোনের থেকে একেবারেই আলাদা।

এই ফোনটিতে একটি 6.78 ইঞ্চি পাঞ্চ-হোল AMOLED ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজোলিউশন এবং 120Hz উচ্চ রিফ্রেশ রেট সহ আসে। কোম্পানি এই ফোনের স্ক্রিনে 1300 nit এর পিক ব্রাইটনেস দিয়েছে। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরার সেটআপ রয়েছে, যার মূল ক্যামেরা সেন্সরটি 108MP, দ্বিতীয় সেন্সরটি একটি 2MP সেন্সর এবং একটি অক্সিলারি লেন্সও দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক ক্যামেরা 30fps এ 1440p ভিডিয়ো রেকর্ড করতে পারে। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনটিতে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

দাম কত রাখা হয়েছে?

এই ফোনের প্রথম ভ্যারিয়েন্টটি 8GB + 256GB, যার দাম 19,999 টাকা। এই ফোনের দ্বিতীয় ভ্যারিয়েন্ট হল 12GB + 256GB, যার দাম 21,999 টাকা। তবে ফোনটি যদি নির্বাচিত ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে 2000 টাকার ছাড় পেয়ে যাবেন। Amazon এবং Techno অফলাইন স্টোরগুলিতে 4 এপ্রিল দুপুর 12টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।