Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Data Update: ভুল নাম-ঠিকানা থেকে আবছা ছবি, কতবার Aadhaar তথ্য বদলাতে পারেন?

Aadhaar Card কতবার আপনি Update করতে পারেন? নিরাপত্তজনিত কারণে আধার কার্ড আপডেট করা নিয়ে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। একটা নির্দিষ্ট সময়ের পর আপনি আর আধার কার্ড আপডেট করতে পারবেন না।

Aadhaar Data Update: ভুল নাম-ঠিকানা থেকে আবছা ছবি, কতবার Aadhaar তথ্য বদলাতে পারেন?
কত বার আপনার আধার কার্ড আপডেট করতে পারেন?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2023 | 11:42 AM

Aadhaar Card এই মুহূর্তে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। 12 ডিজিটের এই ইউনিক আইডেন্টিফিকেশন নম্বরটি দেশের সমস্ত নাগরিকদের জন্য দেয় ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া বা UIDAI। এখন ইনকাম ট্যাক্স রিটার্ন থেকে শুরু করে একাধিক জরুরি কাজের জন্য Aadhaar PAN লিঙ্কিং বাধ্যতামূলক করা হয়েছে। তার থেকেও বড় কথা, আপনার আধার কার্ড যদি পুরনো হয়, তাহলে তা আপডেট করিয়ে নেওয়াও জরুরি। পাশাপাশি আপনার আধার কার্ডে যদি ছবি আবছা থাকে, বা নামের বানান ভুল থাকে, সে ক্ষেত্রেও তা আপডেট করিয়ে নেওয়া জরুরি। তবে একটা বড় প্রশ্ন হল, কতবার আপনি আপনার Aadhaar Card Update করতে পারেন? নিরাপত্তজনিত কারণে আধার কার্ড আপডেট করা নিয়ে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। একটা নির্দিষ্ট সময়ের পর আপনি আর আধার কার্ড আপডেট করতে পারবেন না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া-র নির্দেশিকা অনুযায়ী, একজন ব্যক্তির দু’বারের বেশি তাঁর আধার আপডেট করতে পারবেন না।

Aadhaar তথ্য কতবার আপডেট করতে পারবেন?

নাম: Aadhaar Card-এ একজন ব্যবহারকারীর নাম দু’বার বদলাতে পারবেন।

জন্মতারিখ: আধার কার্জে ডেট অফ বার্থ বা জন্মতারিখ কখনই পরিবর্তন করা যাবে না। ডেটা এন্ট্রি প্রসেসের সময় কোনও ভুলচুক হলেই একমাত্র তা সম্ভব।

ঠিকানা এবং লিঙ্গের পরিবর্তন: ঠিকানা এবং লিঙ্গের পরিবর্তন আধার কার্ডে একবারই করা যায়।

আধারের নাম, লিঙ্গ, জন্মতারিখ ইত্যাদি বিষয়গুলি পরিবর্তন বা আপডেট করা যাবে স্থানীয় UIDAI অফিস থেকে।

ব্যতিক্রমী ক্ষেত্রে কীভাবে Aadhaar-এ পরিবর্তন করবেন?

* ব্যবহারকারীদের Aadhaar এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে এবং নাম, জন্মতারিখের মতো জরুরি তথ্যগুলি আপডেট করিয়ে নিতে হবে।

* আপনি যদি দু’বার আধার আপডেট করে থাকেন, তাহলে পরবর্তীতে যে কোনও পরিবর্তনের জন্য আপনাকে UIDAI স্থানীয় অফিসে ইমেল করতে হবে।

* কী কারণে ইউজাররা দুই বারেরও বেশি বার আধার আপডেট করাতে চাইছেন, তার কারণ উল্লেখ করতে হবে। সেই সঙ্গেই একটি ডকুমেন্ট, যা আপনার দাবিকে সাপোর্ট করছে, Aadhaar তথ্য এবং URN স্লিপ ইত্যাদি জমা দিতে হবে।

* একটি ইমেল করতে হবে help@uidai.gov.in আইডিতে।

* এই আপগ্রেডেশনের প্রক্রিয়াটির জন্য যতক্ষণ না পর্যন্ত UIDAI অফিসে যেতে বলা হচ্ছে, ততক্ষণ ব্যবহারকারীর যাওয়ার প্রয়োজন নেই।

* ব্যক্তি কেন দুই বারে বেশি আধারে পরিবর্তন করাতে চাইছেন, তার তদন্ত করবে স্থানীয় UIDAI অফিস।

* স্থানীয় অফিস ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করলেই প্রসেসিং এবং রিপ্রসেসিংয়ের রিকোয়েস্ট পাঠানো হবে।

Aadhaar তথ্য আপডেট করতে কী-কী ডকুমেন্ট লাগবে?

1) পাসপোর্ট

2) ব্যাঙ্ক স্টেটমেন্ট

3) অ্যাকাউন্ট স্টেটমেন্ট/পোস্ট অফিসের পাসবুক

4) রেশন কার্ড

5) ড্রাইভিং লাইসেন্স

6) ভোটার আইডি

7) সরকারি ফটো আইডি

8) PSU দ্বারা ইস্যু করা সার্ভিস ফটো আইডেন্টিফিকেশন কার্ড

9) গত তিন মাসের ইলেকট্রিসিটি বিল

10) তিন মাসের টেলিফোন ল্যান্ডলাইন বিল

11) প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, যা 12 বছরের পুরনো হলে চলবে না।