Aadhaar Card-এ ফোন নম্বর বদলানোর সবথেকে সহজ পদ্ধতি, এখনই শিখে নিন
Aadhaar Update: আপনি যদি আপনার ফোন নম্বরটা বদলান এবং আধার কার্ডে আপনার নতুন ফোন নম্বরটি আপডেট করাতে চান, তাহলে আপনাকে যেতে হবে আধার এনরোলমেন্ট সেন্টারে। সেখানে গিয়ে কীভাবে আপনার আধার কার্ডটি আপডেট করবেন, ধাপে ধাপে সেই পদ্ধতিটি দেখে নিন।

Aadhaar Card-এর সব তথ্য সময়ান্তরে আপডেট করা উচিত। ঠিকানা থেকে শুরু করে ফোন নম্বর, ফটো-সহ অন্যান্য সব খুঁটিনাটি Aadhaar তথ্য আপডেট করার পরামর্শ দেয় দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI। আধার কার্ডের সব তথ্য বদলানোর জন্য আধার কেন্দ্রে যাওয়ার দরকার পড়ে না। অনলাইনে খুবই কম সময়ে আপনি আধার তথ্য আপডেট করে নিতে পারবেন। তবে Aadhaar-এ আপনার ঠিকানা বা ফোন নম্বর সংক্রান্ত তথ্যগুলি আপনি অনলাইনেই বদলে নিতে পারেন। কিন্তু বায়োমেট্রিক্স সংক্রান্ত তথ্যগুলি বদলাতে গেলে আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।
Aadhaar Card-এর আপডেট নিয়ে UIDAI বলছে, “আপনার বা আপনার পরিবারের সদস্যদের আধার এনরোল করাতে গেলে আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। আপনার আধারে যদি ডেমোগ্রাফিক তথ্যাদি (নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর, ইমেল) যদি আপ টু ডেট না থাকে, তাহলে সেই কাজটা আপনি আধার এনরোলমেন্ট সেন্টার থেকেও করিয়ে নিতে পারেন।” তবে আধার তথ্য কিন্তু আপডেট করে নেওয়াটা বাধ্যতামূলক। বিশেষ করে যাদের বয়স 15 হয়েছে, তাদের তো বায়োমেট্রিক্স অতি অবশ্যই আপডেট করে নিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে আইরিস, ছবি সবকিছুই তাদের আপগ্রেড করাতে হবে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে।
সম্প্রতি UIDAI ঘোষণা করেছে যে, 2023 সালের 14 জুন পর্যন্ত আধার কার্ডের সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করা যাবে। অনলাইনেই মানুষজন তাঁদের আইডেন্টিটি প্রুফ এবং ঠিকানা বদলে নিতে পারবেন। তবে অনলাইনে কিন্তু মোবাইল নম্বর আপডেট করতে পারবেন না। তার জন্য আপনাকে যেতে হবে আধার এনরোলমেন্ট সেন্টারে। কোনও প্রতারক যাতে ফেক নম্বর দিয়ে আপনার আধার অ্যাক্সেস করতে না পারে, সেই জন্যই এই আধারে মোবাইল নম্বর আপগ্রেড করার কাজটি করতে হয় এনরোলমেন্ট সেন্টার থেকে।
এখন আপনি যদি আপনার ফোন নম্বরটা বদলান এবং আধার কার্ডে আপনার নতুন ফোন নম্বরটি আপডেট করাতে চান, তাহলে আপনাকে যেতে হবে আধার এনরোলমেন্ট সেন্টারে। সেখানে গিয়ে কীভাবে আপনার আধার কার্ডটি আপডেট করবেন, ধাপে ধাপে সেই পদ্ধতিটি দেখে নিন।
Aadhaar-এ ফোন নম্বর বদলাবেন কীভাবে?
1) প্রথমে চলে যান আপনার বাড়ির কাছাকাছি আধার সেবা কেন্দ্র বা আধার কার্ড সেন্টারে। সেই সেন্টার খুঁজে পেতে যদি আপনার সমস্যা হয়, তাহলে uidai.gov.in-এ গিয়ে ‘লোকেট এনরোলমেন্ট সেন্টার’ অপশনে ক্লিক করুন।
2) মোবাইল নম্বর বদলানোর জন্য আধার হেল্প এগজ়িকিউটিভ আপনাকে একটি ফর্ম দেবে, যা আপনাকে ফিল করতে হবে। Aadhaar Update/Correction ফর্মটি ফিলআপ করে দিন।
3) রিচেক করুন এবং আপনার ফর্মটি আধার এগজ়িকিউটিভের কাজে জমা দিয়ে দিন।
4) আপডেটের জন্য আপনার কাছে অন্তত 50 টাকা চার্জ করা হবে। আধার এগজ়িকিউটিভকে সেই টাকা দিয়ে দিন। (চলতি বছরের 14 জুন পর্যন্ত ফ্রি-তেই আপগ্রেডেশন। )
5) ট্রানজ়াকশনের পরে আধার এগজ়িকিউটিভ আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে, যেখানে একটি আপডেট রিকোয়েস্ট নম্বর বা URN দেওয়া থাকবে।
6) এবার আপনার আধারে নতুন ফোন নম্বরটি আদৌ আদৌ আপডেটেড হল কি না, তার স্টেটাস চেক করতে আপনাকে myaadhaar.uidai.gov.in-এ যেতে হবে এবং চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্টেটাস অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনার URN নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে দিন।
90 দিনের মধ্যে UIDAI ডেটাবেসে আপনার মোবাইল নম্বরটি আপডেটেড হয়ে যাবে।
