AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Call Recording: ফোনের ওপারের ব্যক্তি কি আপনার কল রেকর্ড করছেন? হাতেনাতে ধরুন সহজ এই টোটকায়

Call being Recorded: কেউ আপনার কল রেকর্ড করলে যেমন প্রাইভেসি বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ায়, তেমনই আবার সরকারও কিন্তু আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে। তাই, এখন আপনার জেনে নেওয়া উচিত, কেউ ফোন কল রেকর্ড করলে কীভাবে তা বুঝবেন।

Call Recording: ফোনের ওপারের ব্যক্তি কি আপনার কল রেকর্ড করছেন? হাতেনাতে ধরুন সহজ এই টোটকায়
কেউ আপনার ফোন কল রেকর্ড করলেই এবার ধরে ফেলুন। প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Dec 13, 2022 | 12:05 PM
Share

Phone Call Recording: ফোনে কথা বলছেন। এদিকে অপর প্রান্তের ব্যক্তি আপনার অজান্তেই ফোন কল রেকর্ড করছেন। কিন্তু সেই কল রেকর্ড কিন্তু আর ভারতে বৈধ নয়, তা সে যত প্রিয়জনই হোক না কেন। আপনার ফোন কল কেউ রেকর্ড করুক আর আপনি কারও ফোন কল রেকর্ড করুন— সমস্যা কিন্তু উভয় ক্ষেত্রেই। কেউ আপনার কল রেকর্ড করলে যেমন প্রাইভেসি বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ায়, তেমনই আবার সরকারও কিন্তু আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে। তাই, এখন আপনার জেনে নেওয়া উচিত, কেউ ফোন কল রেকর্ড করলে কীভাবে তা বুঝবেন।

কল রেকর্ড হলে যে ভাবে বুঝবেন

ফোন কল চলাকালীন যদি আপনি একটানা বিপ শব্দ শুনতে পান, তাহলে বুঝতে হবে আপনার সেই কলটি রেকর্ড করা হচ্ছে। ফোন কল রেকর্ড করা হচ্ছে কি না, তা বোঝার সবথেকে বড় উপায় হল ফোন কলের সময় লাগাতার বিপ শব্দ হতেই থাকবে।

যদি সত্যিই রেকর্ড করা হয়, তাহলে কী করবেন

এই উপায়ে যদি আপনি ধরে ফেলতে পারেন যে, আপনার কল কেউ রেকর্ড করছে তাহলে তা ভয়ঙ্কর ব্যাপার। ভারতে যেহেতু কল রেকর্ডিং এখন আর বৈধ নয়, আপনি চাইলেই সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। পাশাপাশি আপনি তার কাছ থেকে ক্ষতিপূরণও দাবি করতে পারেন।

সমস্ত কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করেছে Google

যাঁরা বিষয়টি নিয়ে এখনও অবগত নন, তাঁদের জেনে রাখা উচিত Google তার প্লে স্টোর থেকে সমস্ত কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করেছে। অর্থাৎ প্লে স্টোরে কেউ আর কখনও এমন অ্যাপ পাবেন না, যেগুলি গ্রাহকের ফোন কল রেকর্ড করতে পারে।

ইনবিল্ট কল রেকর্ডিং

গুগল তার প্লে স্টোর থেকে সমস্ত কল রেকর্ডিং অ্যাপগুলি নিষিদ্ধ করেছে ঠিকই। কিন্তু কিছু কিছু এমন স্মার্টফোন রয়েছে, যেগুলিতে ইনবিল্ট কল রেকর্ডিং অপশন থাকে। তাই, ফোনের সেই সব কল রেকর্ডিং ফিচারগুলি থাকার ফলে আপনার এখনও কিন্তু প্রভূত বিপদের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে দেখবেন, কল রেকর্ড হলেই যিনি তা করবেন, তাঁর ফোনে বেজে উঠবে, ‘ফোন কল রেকর্ড হচ্ছে।’ সেই আওয়াজ শুনেই আপনি সতর্ক থাকতে পারবেন।

Google বরাবরই কল রেকর্ডিংয়ের বিরুদ্ধে

তারা যে এই কল রেকর্ডিং ব্যবস্থার বিরুদ্ধে, তা বিগত কয়েক বছর ধরেই বোঝানোর চেষ্টা করেছে গুগল। সার্চ ইঞ্জিন জায়ান্টটি জানিয়েছে, কল রেকর্ডিং মানেই ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘন। সেই কারণেই যে সব ফোনে ইনবিল্ট কল রেকর্ডার থাকে, তারা ডায়ালার অ্যাপ থেকে সেটি অন করলেই স্পষ্ট বার্তাটি শোনা যায়। যিনি কল করছেন এবং যিনি সেই কল রিসিভ করছেন, দুজনেই তা শুনতে পান।