AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WhatsApp-এ আসা ছবি-ভিডিয়োতেই ফোন টইটম্বুর, এক ক্লিকে খালি করার সহজ কৌশল

WhatsApp Storage Cleaning: হোয়াটসঅ্যাপে আসা প্রতিটি মিডিয়া ফাইল যে অকেজো তা নয়। তবে দেখতে হবে কোন মিডিয়া ফাইলের সাইজ বড়, আর কোন মিডিয়া ফাইল কাজে লাগবে না। সেই সব ফাইলগুলিকে ফোন থেকে মুছে ফেলুন।

WhatsApp-এ আসা ছবি-ভিডিয়োতেই ফোন টইটম্বুর, এক ক্লিকে খালি করার সহজ কৌশল
| Edited By: | Updated on: Apr 04, 2023 | 1:31 PM
Share

WhatsApp Tips: হোয়াটসঅ্যাপের মতো দরকারি ম্যাসেজিং অ্যাপে প্রতিদিনই কেউ না কেউ ম্যাসেজ, ভিডিয়ো, ফটো পাঠায়। ফলে কয়েকদিন পরেই হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসতে শুরু করে, যে ‘স্টোরেজ ফুল (Storage Full)’ হয়ে গিয়েছে। এর অর্থ অনেকেই জানেন না। হোয়াটসঅ্যাপে Storage Full হয়ে যাওয়া মানেই তা আপনার ফোনের মেমরিকেও ভর্তি করছে। কখনও কখনও তো হোয়াটসঅ্যাপে আসা ছবি-ভিডিয়ো আপনার ফোনকে স্লোও করে দেয়। আর তখন দরকারেও ফোন ব্যবহার করতে অনেক অসুবিধা হয়। তবে এই থেকে আপনি সহজেই নিস্তার পেতে পারেন। কারণ ফোনের স্টোরেজ খালি রাখা খুবই গুরুত্বপূর্ণ। নাহলে আপনার ফোন যখন তখন খারাপ হয়ে যেতে পারে। হোয়াটসঅ্যাপে আসা প্রতিটি মিডিয়া ফাইল যে অকেজো তা নয়। তবে দেখতে হবে কোন মিডিয়া ফাইলের সাইজ বড়, আর কোন মিডিয়া ফাইল কাজে লাগবে না। সেই সব ফাইলগুলিকে ফোন থেকে মুছে ফেলুন।

কীভাবে হোয়াটসঅ্যাপ ডেটা রিভিউ এবং রিমুভ করবেন?

  1. এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপর ম্যানেজ স্টোরেজ-এ যেতে হবে।
  2. এর পরে আপনাকে 5 এমবি এর চেয়ে বেশি ফাইলগুলিতে ট্যাপ করতে হবে।
  3. আপনি ডিলিট করতে চান এমন যে কোনও মিডিয়া ফাইল সিলেক্ট করতে পারেন এবং Remove-এ ক্লিক করতে পারেন।
  4. আপনি চাইলে একবারে একাধিক ফাইল ডিলিট করতে পারবেন। তবে Remove করার আগে অবশ্য়ই দেখে নেবেন এই ফাইলটি আপনার দরকারী কি না।

কীভাবে হোয়াটসঅ্যাপ মিডিয়া ডিলিট করবেন?

  1. হোয়াটসঅ্যাপ চ্যাট ট্যাব খুলুন এবং তারপরে Search-এ ক্লিক করুন।
  2. এবার আপনি যে মিডিয়াটি ডিলিট করতে চান সেটিতে ক্লিক করুন।
  3. তারপরে স্ক্রিনে ডিলিট অপশনটি আসবে, তাতে ট্যাপ করুন।

হোয়াটসঅ্যাপে আপলোড কোয়ালিটি লিমিড কীভাবে সেট করবেন?

অনেকেই হয়তো জানেন না, হোয়াটসঅ্যাপে যে সব ছবি-ভিডিয়োগুলি আসে সেগুলির Upload Quality Limit থাকে। অর্থাৎ আপনি ঠিক করতে পারবেন যে, ছবিগুলি অটো আপলোড হবে নাকি, সবথেকে ভাল কোয়ালিটির সেভ হবে, নাকি ডেটা সেভার মোডে হবে। আপনি এই তিনটি অপশনের মধ্য়ে আপনার প্রয়োজন মতো একটি সিলেক্ট করে রাখতে পারেন।

  1. প্রথমে আপনাকে WhatsApp সেটিংসে যেতে হবে।
  2. তারপরে আপনাকে স্টোরেজ এবং ডেটাতে ট্যাপ করতে হবে।
  3. এবার Media Upload Quality-র মধ্য়ে তিনটি অপশন দেখতে পাবেন।
  4. Set Auto, Best Quality আর Data Saver-এই তিনটি অপশনের মধ্যে যে কোনও একটিকে সিলেক্ট করে রাখতে হবে।