WhatsApp-এ আপনাকে কে ব্লক করেছে? এই গোপন পদ্ধতিতে বের করে ফেলুন নিমেষেই

Blocking Tips: কাউকে ব্লক করা খুব সহজ। কিন্তু কে আপনাকে ব্লক করেছে তা খুঁজে পাবেন কীভাবে? ভাবছেন তো বিরাট ঝামেলার কোনও বিষয়। একেবারেই নয়। আপনি খুব সহজেই জেনে যেতে পারবেন, কে আপনাকে ব্লক করেছে।

WhatsApp-এ আপনাকে কে ব্লক করেছে? এই গোপন পদ্ধতিতে বের করে ফেলুন নিমেষেই
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2023 | 3:38 PM

WhatsApp Tips: বর্তমানে স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও চলা দায় হয়ে পড়েছে। প্রায় প্রতিটি কাজই খুব সহজেই স্মার্টফোনের হয়ে যায়। অনলাইন শপিং থেকে শুরু করে, ইলেকট্রিক বিল জমা দেওয়া, এমনকি কারও সঙ্গে মেসেজে কথা বলা, সবটাই ফোনেই হয়ে যায়। তাও ফোনে এমন অনেক অপশন রয়েছে, যা অনেকেই জানেন না। অনেক সময় যখন কেউ বার বার ফোন বা মেসেজ করে বিরক্ত করে, তখন সেই নম্বরটিকে ব্লক করে দেন। তেমনটা আপনার সঙ্গেও নিশ্চয়ই অনেকবার হয়েছে। আপনি কারও সঙ্গে যোগাযোগ করতে চেয়েও করতে পারেননি। তার কারণ হল সেই ব্যক্তি আপনাকে ব্লক করে রেখেছে। অথচ আপনি তা বুঝতেই পারছেন না। উল্টে যোগাযোগ করার চেষ্টা করেই চলেছেন। ফলে সেক্ষেত্রে আপনার জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়।

কাউকে ব্লক করা খুব সহজ। কিন্তু কে আপনাকে ব্লক করেছে তা খুঁজে পাবেন কীভাবে? ভাবছেন তো বিরাট ঝামেলার কোনও বিষয়। একেবারেই নয়। আপনি খুব সহজেই জেনে যেতে পারবেন, কে আপনাকে ব্লক করেছে। তবে আপনাকে চ্যাটিং প্ল্যাটফর্মের এই সব দিক মাথায় রাখতে হবে। তাহলেই আপনি জেনে যেতে পারবেন কোন ব্যক্তি আপনাকে ব্লক করেছে। চলুন দেখে নেওয়া যাক।

মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে হোয়াটসঅ্যাপ খুবই জনপ্রিয়। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ বোধ হয় হাতে গোনা। সেই হোয়াটসঅ্যাপেই কাউকে ক্রমাগত মেসেজ করে চলেছেন। কিন্তু অপর দিক থেকে কোনও উত্তর পাচ্ছেন না? তাহলে বুঝবেন কীভাবে সে আদৌ আপনাকে ব্লক করেছেন কি না। আপনি যখনই কোনও মেসেজ পাঠাবেন, তখন খেয়াল করুন যে সেটি একটি টিক হয়েছে, নাকি দু’টো টিক হয়েছে। আপনার মনে হতে পারে অপর জনের নেট বন্ধ থাকলেও এমনটা হয়। সেই ক্ষেত্রে সময় খেয়াল করুন। যদি দেখেন দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন ওভাবেই রয়েছে, তাহলে বুঝে নিতে হবে সেই ব্যক্তি আপনাকে ব্লক করেছেন।

কলিং প্যাটার্ন বোঝার চেষ্টা করুন:

যদি দেখেন Calling দেখাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে তার কাছে ফোনটি যাচ্ছে না। যদি Ringing লেখা দেখায়, তাহলে বুঝবেন তার কাছে আপনার কলটি ঢুকছে। সেক্ষেত্রে আপনাকে সেই বিষয়েও নজর রাখতে হবে।