Twitter-এ নতুন ফিচার, কতজন দেখছে আপনার টুইট? জেনে নিন এই উপায়ে
Twitter Latest Feature: টুইটারে 'ভিউ কাউন্ট' ফিচার চালু করা হচ্ছে। এখন ব্যবহারকারীরা দেখতে পাবেন যে তাদের টুইটটি কতবার দেখা হয়েছে।

Twitter New Feature: ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে এই মাইক্রোব্লগিং সাইটে বেশ কয়েকটি পরিবর্তন এনেছেন। ফের টুইটার তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার নিয়ে এসেছে। এবার থেকে ব্যবহারকারীরা ইউটিউবের মতো টুইটারেও ভিউ কাউন্ট (আপনার আপলোড করা ভিডিয়োটি কতজন দেখেছেন) দেখতে পাবেন। টুইটার ঘোষণা করেছে যে, আইওএস (IOS) এবং অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীরা টুইটারে ভিউয়ের সংখ্যা দেখতে পাবেন। খুব শীঘ্রই এই নতুন ফিচারটি ওয়েবেও দেখা যাবে। এর সাহায্যে ব্যবহারকারীরা জানতে পারবেন, তাঁদের টুইট কতবার দেখা হয়েছে। ইলন মাস্ক 2022 সালের 1 লা ডিসেম্বর একটি টুইটের মাধ্য়মে ফিচারটি চালু করার কথা জানিয়েছিলেন। তিনি টুইট করেছিলেন যে টুইটার শীঘ্রই সমস্ত টুইটের জন্য ‘ভিউ কাউন্ট’ দেখাবে।
ইলন মাস্ক নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে এই নতুন ফিচারের কথা ঘোষণা করেছেন। টুইটে তিনি লিখেছেন, ‘ভিউ কাউন্ট’ ফিচার চালু করা হচ্ছে। এখন ব্যবহারকারীরা দেখতে পাবেন যে তাদের টুইটটি কতবার দেখা হয়েছে। ভিডিয়োর জন্য এটা স্বাভাবিকই থাকবে।
এই জনপ্রিয় মাইক্রো-ব্লগিং অ্যাপের ভিউ কাউন্ট আইকনটিতে টুইটের কমেন্ট, লাইক দেখাবে। টুইটার FAQ অনুযায়ী, সব টুইটেই ভিউ দেখা যাবে না। যেমন এই ফিচারটি কোনও সম্প্রদায়ের টুইট, টুইটার সার্কেল টুইট এবং পুরনো টুইটগুলির জন্য উপলব্ধ হবে না। এই মুহূর্তে খুব কম সংখ্যক মানুষই এটি দেখতে পাচ্ছেন। আশা করা হচ্ছে যে, কিছু সময়ের মধ্যেই এই ফিচারটি সমস্ত ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।
