AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Verification: এখন Aadhaar ভেরিফাই বাধ্যতামূলক, খুব সহজে যাচাই করে নিন এই উপায়ে

Tips To Verify Aadhaar: আধার কার্ড এখন ভেরিফাই করে রাখতেই হবে। তা না হলে পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে না। তাই, আধার কার্ড ভেরিফাই করার সহজ কয়েকটি পদ্ধতি জেনে নিন।

Aadhaar Verification: এখন Aadhaar ভেরিফাই বাধ্যতামূলক, খুব সহজে যাচাই করে নিন এই উপায়ে
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 7:45 PM
Share

Aadhaar Card এখন আর করলেই হবে না। তা যাচাইও করে নিতে হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র তরফে রাজ্য ও সংস্থাগুলিকে যে কোনও মানুষের আধার নম্বর পরিচয়ের প্রমাণ হিসেবে গ্রহণ করার আগে তা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক জানিয়েছে, অনলাইন এবং অফলাইন দুই মোডেই Aadhaar Card Verify করা যাবে।

QR কোডের মাধ্যমে আধার কার্ড ভেরিফাই করা যেতে পারে যে কোনও ধরনের Aadhaar থেকে। আধার লেটার থেকে শুরু করে ই-আধার, Aadhaar PVC কার্ড এবং m-Aadhaar এসবে যে QR কোড স্ক্যানার থাকে, সেগুলির মাধ্যমে ভেরিফাই করা যায় আধার কার্ড। পাশাপাশি mAadhaar App বা Aadhaar QR Code স্ক্যানারের মাধ্যমেও আপনি যাচাই করে নিতে পারেন আপনার পরিচয়পত্র সঠিক কি না। এই QR কোড স্ক্যানারটি আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন Android এবং iOS মোবাইল ফোনগুলিতে। পাশাপাশি Windows বেসড অ্যাপ্লিকেশনগুলিতেও এটি পাওয়া যাবে।

UIDAI টুইট করে বলছে, “পরিচয়ের প্রমাণ হিসাবে গ্রহণ করার আগে Aadhaar যাচাই করুন। এটি আধারের অফলাইন ব্যবহারের সমস্ত মোডের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন, আধার লেটার (বা তার অনুলিপি) / e-Aadhaar/ m-Aadhaar বা আধার পেপারলেস অফলাইন e-KYC (এক্সএমএল)-তে QR কোড দ্বারা যাচাই করে সুরক্ষিত রাখুন।”

Aadhaar Verification: অনলাইনে কীভাবে যাচাই করবেন

* অনলাইনে আধার ভেরিফাই করতে প্রথমেই আপনাকে myaadhaar.uidai.gov.in সাইটে যেতে হবে।

* আপনার Aadhaar নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে দিন।

* এবার ‘Proceed and Verify Aadhaar’ অপশনে ক্লিক করুন।

Aadhaar Verification: অফলাইনে কীভাবে যাচাই করবেন

* প্রথমে mAadhaar অ্যাপটি ডাউনলোড করে নিন।

* অ্যাপটি খুলুন এবং QR Code Scanner লঞ্চ করুন।

* এবার আপনার কাছে প্রেজ়েন্টেড আধারে QR Code স্ক্যান করে নিন।

* যে ফিজ়িক্যাল কপিটি আপনাকে দেওয়া হয়েছে, সেটাও ভেরিফাই করে নিন।

গত বৃহস্পতিবার কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরণ রিজিজু রাজ্যসভায় বলেছিলেন, ভোটার তালিকা শুদ্ধ করার উদ্দেশ্যে অথেন্টিকেশন এবং আইডেন্টিফিকেশনের জন্য Aadhaar হল একাধিক জরুরি ডকুমেন্টের একটি। তাই, এখন আধার কার্ড ভেরিফাই করে রাখা সত্যিই খুব জরুরি।