AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIM ছাড়াই ফোন কল! Vi-এর তাক লাগানো পরিষেবা এখন সারা বাংলায়

Vi বা Vodafone Idea-র ওয়াইফাই কলিং পরিষেবা ইতিমধ্যেই কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় চালু হয়ে গিয়েছে। বাংলার পাশাপাশি এই পরিষেবা এখন দিল্লি, গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশের একটা বড় অংশ, পঞ্জাব, মহারাষ্ট্র, গোয়া, মুম্বই, হরিয়ানা, কেরালা, কর্নাটক, তামিলনাড়ু, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানার Vi গ্রাহকরা ব্যবহার করতে পারবেন।

SIM ছাড়াই ফোন কল! Vi-এর তাক লাগানো পরিষেবা এখন সারা বাংলায়
5Gনেটওয়ার্কের থেকে WiFi কলিংয়ে বেশি জোর দিচ্ছে Vi।
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 1:23 PM
Share

ফোনে সিম কার্ড নেই। রিচার্জের ঝক্কি নেই। প্রতি মাসে নিয়ম করে খরচ করার বালাই নেই। তা-ও আপনি ফোন থেকে কল করতে পারছেন। এমনটা সম্ভব একমাত্র WiFi Calling Service-এর মাধ্যমেই। তবে আপনার ফোনে সেই সুবিধা থাকতে হবে এবং টেলিকম কোম্পানিকেও পরিষেবাটি অফার করতে হবে। সেই পরিষেবাই গ্রাহকদের কাছে পৌঁছে দিতে কাজ করছে দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর Vi বা ভোডাফোন আইডিয়া। দেশের বিভিন্ন প্রান্তে তারা WiFi কলিং পরিষেবা চালু করছে। পাশাপাশি সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে ভোডাফোন জানিয়েছে, 5G-র জন্য কোর নেটওয়ার্ক তৈরির কাজটিও সমানতালে চালিয়ে যাচ্ছে। এখন দেশের একটা বিস্তীর্ণ অংশের ব্যবহারকারীদের জন্য WiFi কলিং ফিচারটি রোলআউট করেছে সংস্থাটি। এর দ্বারা ব্যবহারকারীরা অত্যন্ত ভাল কলিং অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন।

Vi-এর WiFi কলিং পরিষেবা কোথায় পাওয়া যাবে

Vi বা Vodafone Idea-র ওয়াইফাই কলিং পরিষেবা ইতিমধ্যেই কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় চালু হয়ে গিয়েছে। বাংলার পাশাপাশি এই পরিষেবা এখন দিল্লি, গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশের একটা বড় অংশ, পঞ্জাব, মহারাষ্ট্র, গোয়া, মুম্বই, হরিয়ানা, কেরালা, কর্নাটক, তামিলনাড়ু, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানার Vi গ্রাহকরা ব্যবহার করতে পারবেন।

Vi WiFi Calling পরিষেবা ব্যবহারের সুবিধা

ভোডাফোন আইডিয়ার WiFi কলিং পরিষেবা ব্যবহার করলে ফোন কল চলাকালীন কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না আপনাকে। যে কোনও জায়গায় যেমন কভারেজ আপনি পাবেন, তেমনই আবার আপনার কাছে একটা ভাল ওয়াই-ফাই কানেকশন থাকলেই আপনি দুর্দান্ত কলিং অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন।

WiFi কলিংয়ের সবথেকে বড় সুবিধা হল, মোবাইল নেটওয়ার্কের তুলনায় অনেক ভাল ভয়েস কোয়ালিটি পাওয়া। ওয়াই-ফাই কানেকশন যদি শক্তিশালী হয়, তাহলে ভয়েস কলিংয়ের কোয়ালিটি আপনি সেরার সেরা উপভোগ করতে পারবেন।

Vi WiFi Calling পরিষেবার আরও অনেক সুবিধা রয়েছে। আপনাকে এর জন্য অতিরিক্ত এক টাকাও খরচ করতে হবে না। আবার কোনও অতিরিক্ত অ্যাপ ব্যবহারেরও প্রয়োজন হবে না। আপনার যা দরকার, তা হল একটি ভাল WiFi কানেকশন। যদিও অনেক ফোনেই এই ফিচার নেই। সাম্প্রতিকতম ফোনগুলিতে ওয়াইফাই কলিংয়ের সুবিধাটি দেওয়া হয়। আবার অনেক ফোনের সফটওয়্যার আপডেট করে নিলেও ফিচারটি পাওয়া যায়।