AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WhatsApp-এ আপনার ‘ডিজিটাল অবতার’ কীভাবে তৈরি করবেন, DP-তে ব্যবহারের পদ্ধতি?

WhatsApp Avatar As Profile Pic: প্রোফাইল পিকচার হিসেবে WhatsApp Avatar সেট করার আগে আপনাকে জানতে হবে, কীভাবে আপনার সেই ডিজিটাল অবতার তৈরি করবেন। ধাপে-ধাপে সেই সব পদ্ধতিগুলি রইল আপনার জন্য।

WhatsApp-এ আপনার 'ডিজিটাল অবতার' কীভাবে তৈরি করবেন, DP-তে ব্যবহারের পদ্ধতি?
আপনার স্টাইল, ইমোশন সবকিছু নিয়েই ধরা দেবে আপনার ডিজিটাল অবতার। Image Credit: Meta-Facebook
| Edited By: | Updated on: Dec 11, 2022 | 7:22 PM
Share

WhatsApp সম্প্রতি তার ব্যবহারকারীদের সঙ্গে ‘Avatar’ ফিচারের পরিচয় করিয়েছে। আপনি যেমন দেখতে, আপনার তেমনই একটা অবতার আপনির এবার WhatsApp-এও বিভিন্ন কাজে লাগাতে পারেন। না, এই ফিচার যে বিশেষ জরুরি তা নয়। কিন্তু নিজের একটি WhatsApp Avatar তৈরি হলে অসুবিধাটাই বা কোথায়! খুব স্বাভাবিক ভাবেই এই বৈশিষ্ট্য জেন-জ়েডের নজর কাড়বে। আপনার হোয়াটসঅ্যাপ অবতার তথা নিজের ডিজিটাল ভার্সনটি বিভিন্ন রকম ভাবে সাজাতে পারেন। হেয়ার স্টাইল বদলে দিতে পারে, ফেসিয়াল ফিচারও করতে পারেন নজরকাড়া।

শুধু তাই নয়। মেটা-র ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি তার ব্যবহারকারীদের একটি পার্সোনালাইজ়ড অবতার প্রোফাইল পিকচার হিসেবে সেট করে রাখার সুযোগ দেবে। তার থেকেও বড় কথা হল, আপনার বিভিন্ন ইমোশনের কথা মাথায় রেখে, WhatsApp আপনাকে মোট 36টি কাস্টম স্টিকার ব্যবহার করার সুযোগ দেবে। সেই স্টিকারগুলি আপনি পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বন্ধুবান্ধব, পরিবার-পরিজনের সঙ্গে শেয়ারও করতে পারেন।

ডিজিটাল অবতার এমনই একটা জিনিস, যার সাহায্যে আপনি নিজের সত্যিকারের ছবি শেয়ার না করে নিজেকে রিপ্রেজ়েন্ট করতে পারেন। বৈশিষ্ট্যটি সর্বপ্রথম বিটায় টেস্ট করা হয়েছিল। এখন তা সমস্ত WhatsApp ব্যবহারকারীর জন্য লাইভ হয়ে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজার নিজের WhatsApp Avatar তৈরি করতে পারবেন। এখন আপনি ভাবতেই পারেন, কীভাবে নিজের একটা হোয়াটসঅ্যাপ অবতার তৈরি করে সেটিকে প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করবেন। আসুন, সেই পদ্ধতিটিই জেনে নেওয়া যাক।

প্রোফাইল পিকচার হিসেবে WhatsApp Avatar সেট করার আগে আপনাকে জানতে হবে, কীভাবে আপনার সেই ডিজিটাল অবতার তৈরি করবেন। ধাপে-ধাপে সেই সব পদ্ধতিগুলি রইল আপনার জন্য।

WhatsApp Avatar: কীভাবে তৈরি করবেন

1) প্রথমে WhatsApp খুলে Settings অপশনে চলে যান।

2) নতুন ‘Avatar’ অপশনে ট্যাপ করুন (দেখতে না পেলে আর কয়েকটা দিন অপেক্ষা করে যেতে হবে)।

3) এবার ‘Create Avatar’ অপশনে ট্যাপ করুন।

4) সেখানে যেভাবে-যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে, ঠিক সেভাবেই আপনার হোয়াটসঅ্যাপ অবতারটি তৈরি করে নিন।

5) এই কাজটি করে ফেলার পর আপনার অবতারের মধ্যে যে সব ফিচারগুলি আপনি দেখতে চান, সেগুলি এক-এক করে সিলেক্ট করে ‘Done’ অপশনে ট্যাপ করুন।

WhatsApp Avatar: কীভাবে প্রোফাইল পিকচার হিসেবে সেট করবেন

1) হোয়াটসঅ্যাপ খুলে অ্যাপ থেকে সেটিংস অপশনে চলে যান।

2) আপনার প্রোফাইল ফটোতে ট্যাপ করুন এবং ‘Edit’ অপশনে ক্লিক করুন।

3) এবার Use Avatar অপশনে ট্যাপ করুন।

4) আপনার WhatsApp Profile Picture-এ আপনারই অবতারটি এবার দেখতে পাবেন।