WhatsApp Kept Messages: কেউ অস্বীকার করতে পারবে না, আপনার এই সব মেসেজ ‘রেখে’ দেবে WhatsApp
WhatsApp Features 2023: ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি 'Kept Messages' নামক একটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। এই ফিচারের মাধ্যমে WhatsApp ব্যবহারকারীরা 'Disappearing Meassges' সেভ করে রাখতে পারবেন।

WhatsApp Latest Feature: নতুন বছরটা শুরু হতেই একাধিক নতুন ফিচার নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে WhatsApp। সম্প্রতি দেখা গিয়েছে, ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি ‘Kept’ মেসেজেস নামক একটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। এই ফিচারের মাধ্যমে WhatsApp ব্যবহারকারীরা ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’গুলি সেভ করে রাখতে পারবেন। জানা গিয়েছে, আপাতত এই ফিচারটি ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। বিটা পরীক্ষকদের জন্য এখনও এটি রোল আউট করা হয়নি।
WhatsApp-এর ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস ফিচারটি সম্পর্কে সকলেই অল্প-বিস্তর অবগত। এই ফিচারে কোনও একটি মেসেজ নির্দিষ্ট কিছু সময়ের জন্য চ্যাট উইন্ডোতে উপস্থিত থাকে। তারপরই সেটি গায়েব হয়ে যায়। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এত দিন জানিয়ে আসছিলেন যে, অনেক সময় Disappearing Message গোপনীয়র থেকেও বেশি গুরুত্বের হতে পারে। তাই, সেটি একবার দেখার পর গায়েব হয়ে গেলে অনেকের কাছেই তা সমস্যার হয়ে দাঁড়াচ্ছিল। জরুরি কিছু ক্ষেত্রে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ সেভ করে রাখতে পারলে অনেকের জন্য তা সুবিধাজনক হতে পারে।
অনেক সময় দেখবেন, আপনাকে কেউ কোনও মেসেজ পাঠালে ডিসঅ্যাপিয়ারিং ফর্মে। এদিকে পরক্ষণে তিনি যা লিখেছিলেন তা অস্বীকার করছেন। তারই একটা প্রমাণ হাতের সামনে থাকলে WhatsApp ব্যবহারকারীদের জন্য তা সুবিধার হয়। সেই দিকটা মাথায় রেখেই এবার ‘Kept Messages’ নামক ফিচার নিয়ে আসতে চলেছে WhatsApp। ফিচার্স ট্র্যাকার Wabetainfo সর্বপ্রথম এই ফিচারটি লক্ষ্য করে।
কী সুবিধা হবে এই ফিচারে
Wabetainfo-র রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা কোনও ডিসঅ্যাপিয়ারিং মেসেজ কিছু সময়ের জন্য সেভ করে রাখতে পারবেন। অর্থাৎ, চ্যাটটি প্রেরক এবং পাঠক দুজনেরই পড়ার পরে অটোমেটিক্যালি ডিলিট হবে না। যদিও, ইউজাররা চাইলে সেই মেসেজগুলি ‘un-keep’ করেও রাখতে পারেন। আর যখনই তাঁরা un-keep অপশনটি সিলেক্ট করবেন, তখনই চ্যাটটি ফের গায়েব হয়ে যাবে। অর্থাৎ, ডিসঅ্যাপিয়ারিং মেসেজের মতোই কাজ করবে।

WhatsApp-এর ফিচার্স ট্র্যাকারটি তাদের রিপোর্টে লিখছে, “একটি আইকন থাকছে। ডিসঅ্যাপিয়ারিং মেসেজ যে গায়েব হবে না এবং সেটি Kept হিসেবে থাকবে, তারই ভিজ়ুয়াল ইন্ডিকেটর হল আইকনটি। এমনকি যদি ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি টার্ন অন করা থাকে এবং মেসেজটি এক্সপায়ার করে গেলেও কাজ করবে Kept Messages।”
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, “এই ফিচার আসলে চ্যাটের মধ্যে কেপ্ট মেসেজ এবং রেগুলার ডিসঅ্যাপিয়ারিং মেসেজের মধ্যে ব্যবহারকারীদের পার্থক্য করতে সাহায্য করবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে, ওই কথোপকথনে অংশগ্রহণকারী প্রত্যেকেই যে কোনও সময় মেসেজটি ডিলিট করতে পারবেন।”
Wabetainfo-র রিপোর্টে যোগ করা হয়েছে, চ্যাটের মধ্যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ কিছুক্ষণ রেখে দেওয়ার এই ফিচারটি ডেভেলপ করছে WhatsApp। ভবিষ্যতের কোনও আপডেটে সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে ফিচারটি পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। যদিও কবে নাগাদ WhatsApp Kept Messages ফিচারটি রোল আউট করা হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
