AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নকশা বদলাচ্ছে WhatsApp, নতুন রূপ দেখে চিনতে পারবেন না

WhatsApp UI Design Change: WaBetaInfo -র তরফে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। সেখানেই স্পষ্ট হয়েছে, মেসেজিং অ্যাপের UI বদলানো হচ্ছে। স্ক্রিনশটটিতে দেখা গিয়েছে, হোয়াটসঅ্যাপের স্টেটাস, চ্যাটের মতো নেভিগেশন বারগুলি এবং অন্যান্য ট্যাবগুলি নিচের দিকে নিয়ে আসা হচ্ছে।

নকশা বদলাচ্ছে WhatsApp, নতুন রূপ দেখে চিনতে পারবেন না
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 12:29 PM
Share

WhatsApp খুব শীঘ্রই তার অ্যাপের ইউজ়ার ইন্টারফেস বদলাতে চলেছে। সেই পরিবর্তনগুলি একবার করা হলেই ব্যবহারকারীরা চিনতে পারবেন না অ্যাপটি। তরুণ প্রজন্মের এতে কোনও সমস্যা না হলেও যে সব মানুষজন অ্যাপ বা স্মার্টফোনের ব্যবহার নিয়ে ততটাও সরগর নন, তাঁদের জন্য নতুন ভাবে ডিজ়াইন করা WhatsApp UI এর সঙ্গে অভ্যস্ত হতে সামান্য হলেও সময় লেগে যাবে। পরবর্তিত হোয়াটসঅ্যাপ ইউজ়ার ইন্টারফেসের বিটা ভার্সনের একটি ছবিও প্রকাশ্যে এসেছে। সেখানই দেখা গিয়েছে, সবুজ রংটি সরিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন এরিয়ায় বেশ কিছু উপাদান পরিবর্তন করা হয়েছে।

WaBetaInfo -র তরফে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। সেখানেই স্পষ্ট হয়েছে, মেসেজিং অ্যাপের UI বদলানো হচ্ছে। স্ক্রিনশটটিতে দেখা গিয়েছে, হোয়াটসঅ্যাপের স্টেটাস, চ্যাটের মতো নেভিগেশন বারগুলি এবং অন্যান্য ট্যাবগুলি নিচের দিকে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি কমিউনিটি ট্যাবের জন্যও একটি নতুন স্পেস দিয়েছে হোয়াটসঅ্যাপ। এছাড়া, হোয়াটসঅ্যাপ অ্যাপের উপরের অংশ থেকে সবুজ রংটি সরানো হচ্ছে। স্ক্রিনশটটি দেখলে এই বিষয়গুলি পরিষ্কার হবে আপনার কাছে।

তবে হোয়াটসঅ্যাপে সবুজ রংটা থাকছেই। যদিও সেই সবুজ রংয়ের পরিমাণটি আগের থেকে অনেকটাই কমিয়ে দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ লোগো আগের মতো একই থাকছে। নিচের ডান দিকের মেসেজ বাটনটি সবুজ থাকছে, সেই একই শেড দেওয়া হচ্ছে আবার নিচের ডান দিকের কর্নারে। চ্যাটের ঠিক উপরের দিকে আপনি এখন তিনটি নতুন ফিল্টার অপশন দেখতে পাবেন। তার মধ্যে রয়েছে, অল, আনরিড, পার্সোনাল এবং বিজ়নেস। এই ফিল্টারগুলি আসলে ব্যবহারকারীদের মেসেজ খোঁজার কাজটি আরও সহজ করে তুলবে।

WhatsApp Design Change

আপনি যখনই একটি নির্দিষ্ট ফিল্টার বেছে নেবেন, তখনই সেটি সবুজ হয়ে যাবে। তাছাড়া হোয়াটসঅ্যাপ একটি প্রোফাইল আইকনও যোগ করছে, যা অ্যাপের ঠিক উপরের দিকে দেখা গিয়েছে। সার্চ বার আইকনটি আগের মতো একই থাকছে এবং ক্যামেরা আইকনও থাকছে ঠিক উপরের দিকে। অ্যাপটি পুরোদস্তুর সাদা রঙের হতে চলেছে। চ্যাটের মধ্যে পার্থক্য ধরার মতো কোনও আলাদা লাইন থাকছে না।

রিডিজ়াইন করা এই ভার্সনটি দেখা গিয়েছে, Android 2.23.13.16 আপডেটের জন্য হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে। নতুন UI ফিচারটি Material Design 3 UI ডিজ়াইন আপডেট করতে চলেছে এবং রিভ্যাম্প করা ডিজাইনটি এখনও ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ আগামীতে তার ইউজার ইন্টারফেসে আরও একাধিক পরিবর্তন করবে, যাতে অ্যাপটিকে আরও আধুনিক ভাবে নিয়ে আসা যায়।