গ্রুপে পাঠানো WhatsApp মেসেজ এবার ‘রিভিউ’ করবেন অ্যাডমিনরা, তারপরই তা দেখতে পাবেন অন্যান্য সদস্যরা
WhatsApp Latest Feature: একবার একটি মেসেজ রিপোর্ট করা হলে তার উপরে ভিত্তি করে অ্যাডমিনের কাছে সেই মেসেজটি মুছে ফেলার বা যথাযথ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকবে। WhatsApp গ্রুপ চ্যাটে একটি নিরাপদ এবং সম্মানজনক পরিবেশ বজায় রাখতে তার মধ্যে প্রেরককে গ্রুপ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে।

Meta-র ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp তার প্ল্যাটফর্মের নিরাপত্তা বজায় রাখতে একাধিক সুরক্ষা ফিচার নিয়ে আসছে। এবার গ্রুপ চ্যাটের জন্য একটি জরুরি ফিচার যোগ করল প্ল্যাটফর্মটি। নতুন সুরক্ষা বৈশিষ্ট্যটি গ্রুপ চ্যাট ম্যানেজমেন্ট সিস্টেমটিকে আগের থেকে আরও ভাল করবে। কী সেই ফিচার? এবার WhatsApp-এ গ্রুপ চ্যাটের ক্ষেত্রে একটি অ্যাডমিন রিভিউ বৈশিষ্ট্য নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ আপনি কোনও গ্রুপে চ্যাট করতে চাইলে, মেসেজ পাঠালে, তা অ্যাডমিনের বিচারযোগ্য বিষয় হবে। অ্যাডমিন তা রিভিউ করার পরই জানাবেন, সেই মেসেজ গ্রুপে রাখা যাবে কি না।
অ্যান্ড্রয়েড আপডেট ভার্সন 2.23.16.18 এর জন্য WhatsApp Beta-য় এই ফিচারটি ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। আপাতত এই ফিচারটি ব্যবহার করতে পারবেন বিটা পরীক্ষকদের বেশ কয়েকটি নির্দিষ্ট গ্রুপ। WhatsApp Beta-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওই বিটা পরীক্ষকদের ফার্স্ট-হ্যান্ড এক্সপিরিয়েন্স হিসেবেই ফিচারটি অফার করা হচ্ছে।
গ্রুপ সেটিংস স্ক্রিনে এই ফিচার একটি নতুন অপশন যোগ করেছে, যা একটি গ্রুপ চ্যাটে সমস্ত অংশগ্রহণকারীকে সরাসরি গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটরদের কাছে তাঁদের সম্পর্কিত বা অনুপযুক্ত মেসেজগুলি রিপোর্ট করতে দেয়। একবার একটি মেসেজ রিপোর্ট করা হলে তার উপরে ভিত্তি করে অ্যাডমিনের কাছে সেই মেসেজটি মুছে ফেলার বা যথাযথ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকবে। WhatsApp গ্রুপ চ্যাটে একটি নিরাপদ এবং সম্মানজনক পরিবেশ বজায় রাখতে তার মধ্যে প্রেরককে গ্রুপ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে।
অত্যন্ত শক্তিশালী এই টুলের সাহায্যে গ্রুপ অ্যাডমিনরা সেই গ্রুপে উপস্থিত না থেকেও যে কোনও কথোপকথন আদৌ যথাযথ কি না, কমিউনিটির সব নির্দেশিকা মেনে তা নিশ্চিত করতে পারেন। এখন যে সব মেসেজের অ্যাডমিন রিভিউর প্রয়োজন হবে, তা পর্যায়ক্রমে গ্রুপ ইনফো স্ক্রিনের একটি নতুন সেকশনে হাজির হবে। কোনও মেসেজ রিপোর্ট করতে সেই গ্রুপের যে কোনও সদস্য একটি চ্যাটে উপযুক্ত পদক্ষেপ করতে পারেন।
এদিকে হোয়াটসঅ্যাপ আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যা ইউজারদের তাঁদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে সাহায্য করবে খুব সহজে। বিকল্প লগইন পদ্ধতি হিসেবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি তার ব্যবহারকারীদের এখন একটি ইমেল অ্যাড্রেসও ব্যবহার করতে দেবে।
