AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডায়াবেটিস

ডায়াবেটিস

বিশ্বজুড়ে ক্রমশই বাড়ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। ভারতের মতো উন্নয়নশীল দেশে এই রোগের প্রকোপ সবথেকে বেশি। এখানে প্রতি পাড়ার প্রায় প্রতি বাড়িতেই মিলবে একজন করে ডায়াবেটিসে আক্রান্তের খোঁজ। ২০২১ সালের একটি গবেষণা বলছে, ভারতে এই মুহূর্তে ১০ কোটিরও বেশি মানুষ ভুগছেন ডায়াবেটিসে। ডায়াবেটিস কখনওই সম্পূর্ণ সারিয়ে তোলা যায় না। একে নিয়ন্ত্রণে রাখা যায় মাত্র। শুধু তাই-ই নয়, ঠিক কী-কী কারণে ডায়াবেটিস হয়, তা-ও স্পষ্ট করে জানা যায়নি এখনও পর্যন্ত। অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হয় ইনসুলিন হরমোন। এই হরমোন যদি খুব কম ক্ষরিত হয় বা একেবারেই না হয়, তখন রক্তে চড়চড়িয়ে বাড়তে থাকে শর্করা বা গ্লুকোজ়ের মাত্রা। ডায়াবেটিস মূলত দু’প্রকার: টাইপ ১ এবং টাইপ ২। টাইপ ১ ডায়াবেটিস বংশগত। পারিবারিক ইতিহাসে সুগার থাকলে সেখান থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই সুগার নিয়ন্ত্রণে রাখাও বেশ কঠিন। যদিও এখন অধিকাংশই টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত। এক জায়গায় বসে দীর্ঘক্ষণ কাজ করা, অতিরিক্ত ক্যালোরির খাবার খাওয়া, কোনও রকম শরীরচর্চা না করা এর প্রধান কারণ। ৮-৮০ এখন আক্রান্ত হচ্ছে এই টাইপ ২ ডায়াবেটিসে। অনেকসময় গর্ভধারণের আগে ডায়াবেটিস না থাকলেও গর্ভধারণের পর মায়েরা ডায়াবেটিসে আক্রান্ত হন। এই সমস্যাকে বলা হয় ‘জেস্টেশনাল ডায়াবেটিস’। গর্ভাবস্থায় রক্তে শর্করার পরিমাণ এতটাই বেড়ে যায় যে, প্রত্যহ ইনসুলিন নিতে হয়। তবে সন্তানের জন্মের পর তা ধীরে-ধীরে স্বাভাবিক হয়ে যেতে থাকে। এক্ষেত্রে গর্ভস্থ সন্তানের উপর বিরূপ প্রভাবের সম্ভাবনা থেকে যায়। দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমেস্টারে এই ডায়াবেটিসে আক্রান্তের সম্ভাবনা থাকে সবথেকে বেশি। চিকিৎসক এবং ডায়াবেটোলজিস্টদের অনুমান, ভারতে টাইপ ১ ডায়াবেটিস আগামিদিনে কিশোর-কিশোরীদের মধ্যে ভায়াবহ আকার নেবে।

Read More

Health News: দিবারাত্র বাজার থেকে কিনে খাচ্ছেন জিভে জল আনা খাবার? বড় বিপদ ডেকে আনছেন অজান্তে!

India's Diabetes Epidemic: ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর তথ্য অনুযায়ী, প্রতিবছর ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বেড়ে চলার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ফ্যাক্টরিজাত এই সমস্ত খাবার। খেতে সুস্বাদু, সহজেই পাওয়া যায় বলে অনেকের ব্যস্ত জীবনে হয়তো একটু সময় বাঁচে। কিন্তু স্বাস্থ্যের বড় ক্ষতি হয়।

Yoga For Diabetes: রোজ এই ৪ আসন প্র্যাক্টিস করলেই বশে থাকে সুগার লেভেল, আজ থেকেই শুরু করুন যোগব্যায়াম

International Yoga Day 2024: বেশিরভাগ ক্ষেত্রে লাইফস্টাইলের মাধ্যমে বশে রাখতে হয় সুগারকে। সচেতন থাকতে হয় খাওয়া-দাওয়া নিয়ে। আর রোজ নিয়ম করে যোগব্যায়াম করতে হয়। অনেকেই হয়তো জানেন না যে, শুধু যোগাসনের মাধ্যমে আপনি ডায়াবেটিসকে পরাজয় করতে পারেন।

Diabetes Drinks: সকালবেলা সুগার লেভেল হাই থাকে? এই ৬ পানীয়ে চুমুক দিলে এক নিমেষে কমবে শর্করার মাত্রা

Diabetes Drinks for Health: টাইপ-২ ডায়াবেটিসে ভুগলে সারাক্ষণ মাথার ভিতর চলতে থাকে কী খাবো আর কী খাবো না। রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে গেলে ডায়েট নিয়ে ভাবতেই হয়। স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি এই ৬ পানীয়ও পান করতে পারেন। এতে সুগার নিয়ে ভাবতে পারবেন না।

Butter Side Effects: এই ৫ খাবার মাখন দিয়ে খেলেই হবে হিতে বিপরীত! সচেতন হন আজ থেকেই

Foods with butter: পাও ভাজি অত্যন্ত সুস্বাদু একটি খাবার। আর পাওভাজির পাও মাখনেই টোস্ট করে নেওয়া হয়। শুধু তাই নয়। সবজির স্বাদ বাড়াতেও কড়াইতে মাখন দিয়ে তা রান্না করা হয়। মাখন বেশি খেলে সেখান থেকে একাধিক সমস্যা হতে পারে

Healthy pudding recipe: সকালে এককাপ খেলেই ওজন-প্রেশার-সুগার সব নিয়ন্ত্রণে থাকবে, পাবেন ভরপুর এনার্জিও

Easy Breakfast: এবার এতে আমন্ড কুচি, স্যাফরন, ভালভাবে মিশিয়ে ফ্রিজে ৬ ঘন্টা রেখে দিন। সবজা সিড ফুলে উঠলে ওর মধ্যে দারচিনি গুঁড়ো, এক চামচ মধু মিশিয়ে দিতে হবে

Type 2 Diabetes Causes: WHO-এর এই বিবৃতি মেনে চললে শুধু ডায়াবেটিস নয় সঙ্গে এই ৫ রোগেরও ঝুঁকি কমবে

Quitting-Smoking effect: ধূমপান ফুসফুসের ক্যানসারের অন্যতম কারণ। আর ফুসফুসের ক্যানসারে অনেক মানুষ প্রাণ হারান। ফুসফুস ক্যানসারের ক্ষেত্রে ৯০ শতাংশ ক্ষেত্রে এই ধূমপানই দায়ী