Sreerampore Fraud News: শ্রীরামপুরে স্পেশাল ২৬!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 22, 2023 | 5:07 PM

বলিউড সিনেমা স্পেশাল ২৬ এর কায়দায় সোনা গলানোর দোকানে লুট! আয়কর আধিকারীক পরিচয় দিয়ে শ্রীরামপুর কুমিরজলা রোডে একটি সোনা গলানোর দোকানে নকল অভিযান চালায় চারজন। ঠিক যেমন বলিউড ছবি স্পেশাল ২৬ এ অক্ষয় কুমার অনুপম খেররা করেছিলেন।

বলিউড সিনেমা স্পেশাল ২৬ এর কায়দায় সোনা গলানোর দোকানে লুট! আয়কর আধিকারীক পরিচয় দিয়ে শ্রীরামপুর কুমিরজলা রোডে একটি সোনা গলানোর দোকানে নকল অভিযান চালায় চারজন। ঠিক যেমন বলিউড ছবি স্পেশাল ২৬ এ অক্ষয় কুমার অনুপম খেররা করেছিলেন। গতকাল রাত আট টা নাগাদ হঠাৎ শুট বুট পরে চারজন কুমিরজলা রোডের ওই দোকানে হাজির হয়।

প্রত্যেকের গলায় আইটি অফিসার পরিচয়ের আই কার্ড ঝোলানো ছিল।তারা পরিচয় দিয়ে তল্লাশী শুরু করে।ওই দোকান মালিক মহারাষ্ট্রের যুবক অজয়।তার মত আরও কয়েকটি দোকান রয়েছে কুমিরজলা রোডে।যারা মূলত সোনা গালাই এর কাজ করে।স্বর্ণ ব্যবসায়ীরা সোনার বার দিয়ে যায় গলানোর জন্য।সেখানে কোনো কাগজ থাকে না।সেই সুযোগ নিয়ে অজয়কে ভয় দেখায়।নগদ টাকা ও সোনা নিয়ে যায় নকল আই টি অফিসাররা।যাওয়ার সময় অজয়কে গাড়িতে তুলে নিয়ে যায়।

পরে দিল্লী রোডের কাছে নামিয়ে দিয়ে চলে যায়,বলে আয়কর অফিসে যোগাযোগ করতে।স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে জানায় বিষয়টি।শ্রীরামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।আয়কর অফিসার পরিচয় দেওয়া ব্যক্তিরা আসলে কারা তা খতিয়ে দেখছে পুলিশ।এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি থেকে পাওয়া ফুটেজে নকল রেডের ছবি ধরা পড়েছে। ঘটনায় তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় স্থানীয় ব্যবসায়ীরা। পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন,সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে তিনজন ছিল। সন্দেহ এই গ্যাং আগেও এই ধরনের অপরাধ করেছে। ধরা পরে যাবে।।