Kalna Account Fraud: মাইক্রোওভেন সারাতে ফোন, গায়েব ২০ হাজার!

Kalna Account Fraud: মাইক্রোওভেন সারাতে ফোন, গায়েব ২০ হাজার!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 26, 2023 | 8:07 PM

প্রতারকদের ফাঁদে পড়ে ২০ হাজার টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা নিখিল বঙ্গ শিক্ষক সমিতির নেতা সঞ্জিব ব্যানার্জি। কালনা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জিববাবু কালনা থানা, সংশ্লিষ্ট এসবিআই ব্যাঙ্ক এবং সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ জানিয়েছেন। 

প্রতারকদের ফাঁদে পড়ে ২০ হাজার টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা নিখিল বঙ্গ শিক্ষক সমিতির নেতা সঞ্জিব ব্যানার্জি। কালনা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জিববাবু কালনা থানা, সংশ্লিষ্ট এসবিআই ব্যাঙ্ক এবং সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ জানিয়েছেন।  বাড়ির মাইক্রোওভেন বিগড়ে যাওয়ার জন্য সঞ্জীব বাবু রবিবার কোম্পানির সার্ভিস সেন্টারে ফোন করেন। কিন্তু কোন উত্তর পাননি। কিছুক্ষণ পরে কোম্পানির নাম করে সঞ্জীব বাবুর কাছে ফোন আসে। তারা বলে কিছু টাকা পাঠান আমাদের একাউন্টে। সেই মতো সঞ্জীব বাবু ফোনপের মাধ্যমে সংশ্লিষ্ট একাউন্টে টাকা পাঠাতে ব্যর্থ হন। এরপর ফোনে প্রতারকরা তার টাকা কোন ব্যাংকে আছে এবং একাউন্টের সাথে কোন ফোন নম্বর দেওয়া আছে সেটা জানতে চায়। এসব  জানার পরেই বারে বারে সঞ্জীব বাবুর ফোনে মেসেজ আসতে শুরু করে। সন্দেহ হওয়ায় তিনি এটিএম কাউন্টারে গিয়ে অ্যাকাউন্ট চেক করেন। তাতে দেখা যায় তার একাউন্ট থেকে কুড়ি হাজার টাকা ট্রান্সফার করা হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি একাউন্ট ব্লক করে দিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলিতে অভিযোগ জানাতে যান।