AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SEBI on Gold: এইভাবে বিনিয়োগ, সাবধান করছে দেশের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড!

Securities and Exchange Board Of India on Gold: সবচেয়ে ভাল উপায় হল সোভেরেইন গোল্ড বন্ড বা এসজিবি। এই বন্ড ইস্যু করে কেন্দ্রীয় সরকার। ফলে, তা একেবারেই নিরাপদ। এর পর রয়েছে গোল্ড ইটিএফ। এই সোনা শেয়ার বাজারে নথিভুক্ত। অর্থাৎ, এই সোনা সেবির আওতায় থাকে। আর এর পর আসে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকা ‘ডিজিটাল গোল্ড’।

| Updated on: Nov 22, 2025 | 5:05 PM
Share

ইদানিং কালে বেশ জনপ্রিয় হচ্ছে ডিজিটাল সোনায় বিনিয়োগ। আর সেই কাজের সবচেয়ে ভাল উপায় হল সোভেরেইন গোল্ড বন্ড বা এসজিবি। এই বন্ড ইস্যু করে কেন্দ্রীয় সরকার। ফলে, তা একেবারেই নিরাপদ। এর পর রয়েছে গোল্ড ইটিএফ। এই সোনা শেয়ার বাজারে নথিভুক্ত। অর্থাৎ, এই সোনা সেবির আওতায় থাকে। আর এর পর আসে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকা ‘ডিজিটাল গোল্ড’। ডিজিটাল গোল্ডের জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে। আর সেই কারণে কারণে টাটা গ্রুপের ক্যারেটলেন বা ফোনপে, গুগল পে ও পেটিএমের মতো প্ল্যাটফর্মে এখন ডিজিটাল সোনা বিক্রি হয়। এর মাধ্যমে মানুষ নিজেদের ফোন থেকেও সোনা কিনতে পারে। আর এখানেই মানুষকে সতর্ক করছে সেবি।