Shah Rukh Khan: ৯ বছর পর কার সঙ্গে ছবি করতে চলেছেন বাদশা?

Shah Rukh Khan: ৯ বছর পর কার সঙ্গে ছবি করতে চলেছেন বাদশা?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 08, 2023 | 9:08 PM

Dunki: ৯ বছর পর আবারও এক হতে চলেছেন বলিপাড়ার দুই বন্ধু শাহরুখ খান ও পরিচালক ফারহা খান। একটা সময় তাঁদের মধ্যে বচসা তুঙ্গে থাকলেও এবার শোনা যাচ্ছে ‘ডানকি’র পর এই জুটি ছবি নিয়ে মাঠে নামতে চলেছেন। যদিও এই প্রসঙ্গে দুজনের কেউ-ই এখনও মুখ খোলেননি।

কটাক্ষের শিকার জিতু
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পদাতিক’ বছরের প্রথম থেকেই চর্চায়। এবার তারই একটি ক্লিপিং নেটপাড়ায় ভাইরাল। যেখানে দেখা গেল পরিচালক মৃণাল সেনরূপী চঞ্চল চৌধুরী ও সত্যজিৎ রায়রূপী জিতু কামালের কথোপকথন। তবে ভিডিয়ো সামনে আসতেই বিপত্তি, চঞ্চল চৌধুরী প্রশংসিত হলেও কণ্ঠস্বরের জন্য ট্রোলের শিকার জিতু। নেটপাড়া কটাক্ষ করে বলল, ‘কণ্ঠ কি সৃজিত দিয়েছেন’?

ফের ধারাবাহিকে অর্জুন চক্রবর্তী
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে এক ডাক্তারের চরিত্রে থাকতে চলেছেন অর্জুন চক্রবর্তী। প্রথম অভিনয় ‘গানের ওপারে’ সিরিয়ালে হলেও বড়পর্দা এবং ওয়েব সিরিজ়েই কাজ করেন অভিনেতা। প্রযোজনা সংস্থার সঙ্গে সুসম্পর্ক এবং TRP LIST-এ টানা ১১ মাস থাকার কারণে ‘অনুরাগের ছোঁয়া’-য় অভিনয় করতে চলেছেন অর্জুন।

ফিরছে জুটি
৯ বছর পর আবারও এক হতে চলেছেন বলিপাড়ার দুই বন্ধু শাহরুখ খান ও পরিচালক ফারহা খান। একটা সময় তাঁদের মধ্যে বচসা তুঙ্গে থাকলেও এবার শোনা যাচ্ছে ‘ডানকি’র পর এই জুটি ছবি নিয়ে মাঠে নামতে চলেছেন। যদিও এই প্রসঙ্গে দুজনের কেউ-ই এখনও মুখ খোলেননি।

ইচ্ছেপূরণ মিমির
সদ্য গিয়েছে পুজোর মুক্তির চাপ। এবার ভ্যাকেশন মুডে সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। বেশ কিছুদিন ধরেই তিনি ঠাঁই নিয়েছেন দুবাইয়ে। সেখানেই একের পর এক ইচ্ছেপূরণ করছেন অভিনেত্রী। এবার স্কাইডাইভ করে তাক লাগালেন তিনি। মাঝ আকাশে ঝাঁপ দিয়ে শেয়ার করলেন ছবি ভিডিয়ো। লিখলেন, ‘সেলিব্রেটিং লাইফ’।

সুস্মিতার জীবনে ফের রহমান
আইপিএল চেয়ারপার্সন ললিত মোদীর সঙ্গে সুস্মিতার রিউমরড প্রেম-পর্ব নিয়ে টানটান আলোচনার মাঝেই চলে আসেন তাঁর প্রাক্তন প্রেমিক রহমান শল। ললিত নয়, নানা জায়গায় রহমানের সঙ্গেই দেখা যায় সুস্মিতাকে। এবার ফের দীপাবলির পার্টিতে হাজির হলেন সুস্মিতা-রহমান। নেটমহলে ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে সুস্মিতার অনুরাগীরা বললেন, “একেই বলে ‘আসল কাপল।” তাহলে কি রহমানেই থিতু হলেন সুস্মিতা?

বিপদ এড়ালেন সইফ
সেলেবদের দেখামাত্রই পাপারাৎজিরা ক্যামেরা নিয়ে পিছু নেন, এ ছবি নতুন নয়। তবে সেই ব্যস্ততার মাঝেই যদি ভিড় ঠেলে ঢুকে পড়েন ভক্তরা, তবে তো বিপত্তি। এমনই অবস্থা ঘটল এবার সইফ আলি খানের। ভিড়ের ঠেলায় তিনি উঠে পড়লেন এক ভক্তের পায়ের উপর। তবে রেগে না-গিয়ে নিজেই তাঁর গায়ে হাত দিয়ে জানালেন প্রণাম। ভিডিয়ো দেখামাত্রই নেটিজ়েনদের মত, এঁদের একটু একা ছেড়ে দিন।

রশ্মিকার পাশে গায়িকা চিন্ময়ী
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য়ে তৈরি রশ্মিকা মন্দানার ভয়ানক এবং কুরুচিকর ডিপফেক ভিডিয়ো নিয়ে তোলপাড় নেটপাড়া। অভিনেত্রীর পাশে অমিতাভ বচ্চনও। এবার সরব হলেন গায়িকা চিন্ময়ী শ্রীপদা। লিখেছেন, “বিভিন্ন লোন অ্যাপ থেকে যে মহিলারা টাকা ধার করেছেন, তাঁদের ইতিমধ্যেই হুমকি দেওয়া হচ্ছে এবং ব্ল্যাকমেইল করা হচ্ছে। বলা হচ্ছে, তাঁদের ছবি মর্ফ করে পর্নোগ্রাফি সাইটে ছেড়ে দেওয়া হবে।”

আবেগঘন অঙ্কিতা
একদা সুশান্ত সিং রাজপুত প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে এবার ‘বিগ বস সিজ়ন ১৭’-র প্রতিযোগী। স্বামী ভিকি জৈনের সঙ্গে গিয়েছেন রিয়্যালিটি শো খেলতে। তবে সেখানে গিয়ে প্রয়াত অভিনেতা সুশান্তকে নিয়ে আবেগঘন অভিনেত্রী। বলেছেন, “সুশান্তকে নিয়ে আমি যেখানে খুশি কথা বলতে পারি, ও আমার পরিবার।”

ডিভোর্স হল হানি সিংয়ের
১২ বছরের দাম্পত্যজীবনের ইতি গায়ক হানি সিংয়ের। স্ত্রী শালিনী তলোয়ারের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটেছে তাঁর। গত বছর থেকে চলছিল ডিভোর্সের মামলা। বুধবার দিল্লি হাইকোর্ট ডিভোর্স দিয়েছে গায়ককে। এর আগে হানির বিরুদ্ধে গার্হস্থ্য় হিংসার অভিযোগ এনেছিলেন শালিনী।