Weather Update Today: দীপাবলির ফুলঝুরি নিভবে ভারী বর্ষণে?

Weather Update Today: দীপাবলির ফুলঝুরি নিভবে ভারী বর্ষণে?

আসাদ মল্লিক

|

Updated on: Oct 16, 2022 | 5:34 PM

Weather Forecast: পুজোর আনন্দ অর্ধেক করে দিয়ে সপ্তমী থেকে দশমী পর্যন্ত দফায় দফায় বাংলার জেলাগুলিতে বৃষ্টি হয়। আবহবিদদের মতে, কালীপুজোতেও জেলায় জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে।

কলকাতা: দুর্গাপুজোয় বৃষ্টি নিয়ে হাজির হয়েছিল নিম্নচাপ। এবার কালীপুজোতেও নিম্নচাপের কাঁটা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে কালিপুজোর মুখে গভীর নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তাহলে কি দীপাবলির আলোর রোশনাই ঢাকা পড়বে বৃষ্টির চাদরে? প্রশ্ন বাঙালিদের মনে।

দুর্গাপুজোয় দক্ষিণ চিন সাগর থেকে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে এসে পৌঁছছিল। পরবর্তীকালে তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছিল। পুজোর আনন্দ অর্ধেক করে দিয়ে সপ্তমী থেকে দশমী পর্যন্ত দফায় দফায় বাংলার জেলাগুলিতে বৃষ্টি হয়। আবহবিদদের মতে, কালীপুজোতেও জেলায় জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী ১৮ অক্টোবর দক্ষিণ চিন সাগর থেকেই আরও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে আসবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। ২০ অক্টোবর নাগাদ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণাবর্ত। এই ক্ষেত্রে গভীর নিম্নচাপ তৈরি হলে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

Published on: Oct 16, 2022 05:26 PM