WHAT INDIA THINKS TODAY: আমাদের সরকারের ১০ বছরে ৬৪০ বিলিয়ন ডলারের FDI এসেছে: নরেন্দ্র মোদী

WHAT INDIA THINKS TODAY: এই পরিবর্তনের কারণ হল আমাদের কর্ম সংস্কৃতিতে পরিবর্তন। অফিস, ফাইল, কর্মী একই রয়েছে। সরকারি দফতর আজ দেশবাসীর সমস্যা নয়, সমাধান হয়ে দাঁড়িয়েছে। আগে যে গিয়ারে ভারত চলছিল, তা বদলানো দরকার ছিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

WHAT INDIA THINKS TODAY: আমাদের সরকারের ১০ বছরে ৬৪০ বিলিয়ন ডলারের FDI এসেছে: নরেন্দ্র মোদী
| Edited By: | Updated on: Feb 26, 2024 | 10:11 PM

আজ দুনিয়া অবাক ভারতকে দেখে। গোটা বিশ্ব ভারতের সঙ্গে চলায় নিজের সুবিধা দেখছে। সবাই ভাবছে, ভারত এটাও করে ফেলল? এটাই বিশ্বের নিউ নর্মাল। ১০ বছরের এফডিআই দেখুন। গত সরকারের আমলে ১০ বছরে ৩০০ বিলিয়ন ডলারের এফডিআই এসেছিল। আমাদের সরকারের ১০ বছরে ৬৪০ বিলিয়ন ডলারের এফডিআই এসেছে। ১০ বছরে ডিজিটাল ক্রান্তি এসেছে। ভ্যাকসিনে বিপ্লব এসেছে। করোনাকালে করদাতার পরিমাণ দেখে বোঝা গিয়েছে, ভারতের জনগণের সরকারের উপরে ভরসা বাড়ছে… এই পরিবর্তনের কারণ হল আমাদের কর্ম সংস্কৃতিতে পরিবর্তন। অফিস, ফাইল, কর্মী একই রয়েছে। সরকারি দফতর আজ দেশবাসীর সমস্যা নয়, সমাধান হয়ে দাঁড়িয়েছে। আগে যে গিয়ারে ভারত চলছিল, তা বদলানো দরকার ছিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Follow Us: