জমজমাট বিয়েবাড়ি। মঞ্চে হাজির বর কনে। শুরু হবে মালাবদল (Garland Ceremony)। কনের গলায় মালা পরিয়েও দিয়েছেন ভির। তারপরেই ঘটল এক আজব কাণ্ড। বরকে সকলের সামনে ঠাসঠাস করে দুটো চড় মারলেন কনে। এমন কাণ্ড দেখে ততক্ষণে হতভম্ব সকলেই। মালাবদলের অনুষ্ঠান দেখবেন বলে তখন মঞ্চের কাছে ভিড় জমিয়েছিলেন অনেকেই। তাই বেশ লোক সমাগম ছিল । তার মাঝেই কিনা বরকে সপাটে চড় কষিয়েছেন কনে। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। সেখানে দেখা গিয়েছে, কনে কিন্তু দিব্যি চুপচাপ দাঁড়িয়েছিল সে। কিন্তু যেই না বর তাঁর গলায় মালা পরিয়েছেন ওমনি যেন ক্ষেপে উঠেছেন তিনি। এক ঝটকায় মালা ফেলে সপাটে চড় কষিয়েছেন বরকে। এই দৃশ্য দেখে হতবাক নেটিজ়েনরা।
মালাবদলের সময় বরকে সটান দুটো চড় কষিয়েছেন কনে, দেখুন ভিডিয়ো
यूपी के हमीरपुर जिले में एक दुल्हन ने जयमाला के दौरान सांवले दूल्हे को देखते ही थप्पड़ जड़ दिए, ? pic.twitter.com/ZcFEIHfAWB
— Ch. krishan Bhati (@ChKrishanBhati3) April 18, 2022
শোনা যাচ্ছে এই কাণ্ড ঘটেছে উত্তরপ্রদেশে। মঞ্চের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকা কনে যে এমন কাণ্ড করতে পারেন সেটা সত্যিই বোঝার উপায় ছিল না। পরনে ভারী লেহেঙ্গা। সঙ্গে মানানসই গয়না। একঝলক দেখে তো মনে হচ্ছে স্বেচ্ছাতেই বিয়েতে রাজি হয়েছেন। কিন্তু তাহলে তিনি কেন এমন ক্ষেপে গেলেন, সেই ব্যাখ্যা পাওয়া যায়নি। আর সকলের সামনে বরকেই বা কেন বিরাশি সিক্কার চড় কষিয়েছেন সেটাও স্পষ্ট নয়। তবে বিয়ের কনের এ হেন আচরণে স্তম্ভিত সকলে। এমনকি ওভাবে যে চড় খেতে হবে সেটা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি স্বয়ং বর। আর তাই কনের হাতে চড় খাওয়ার পর কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছেন তিনি। কিন্তু এই কনে হঠাৎ কেন এত রেগে গেলেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। যদিও এর সদুত্তর পাওয়া যায়নি।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। সেখানে এই ভিডিয়ো দেখে নেটিজ়েনদের অনেকেই হেসে গড়িয়েছেন। অনেকেই আবার ওই কনের এমন আচরণের তীব্র নিন্দায় সরব হয়েছেন। নেটিজ়েনদের অনেকেই বলেছেন, যে সমস্যাই হোক না কেন এভাবে মারপিট করা উচিত নয়। আবার অনেকে বলেছেন হয়তো সত্যিই কোনও কারণে বিরক্ত হয়ে গিয়ে সবার সামনেই বিয়ের আসরে বরকে চড় কষিয়েছেন।
আরও পড়ুন- Viral Video: লঞ্চ থেকে একলাফে নদীতে রয়্যাল বেঙ্গল টাইগার, সাঁতরে ঢুকল জঙ্গলে, দেখুন ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন- Viral Video: ড্রোন দিয়ে মাছ ধরছেন বহুতলের বাসিন্দা! অবাক করা কাণ্ড দেখুন ভাইরাল ভিডিয়োতে