Viral Video: প্রেমিকার মুখে শুকনো ফুচকা, নিজের মুখে থাকা টকজল খাইয়ে দিল প্রেমিক!

Latest Viral Video: একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে এক যুগলকে ফুচকা খেতে দেখা যাচ্ছে। আর মেয়েটি একটি শুকনো ফুচকা নিয়ে মুখে ভরে দিতেই ছেলেটি তার মুখের টকজলটি তার মুখে দিয়ে দেয়। তাদের ফুচকা খাওয়ার এমন আচরণ দেখে অধিকাংশ নেটিজেন কটাক্ষ করেছেন। এমনকি ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রচুর ভাইরাল হয়েছে।

Viral Video: প্রেমিকার মুখে শুকনো ফুচকা, নিজের মুখে থাকা টকজল খাইয়ে দিল প্রেমিক!
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2023 | 4:12 PM

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য মানুষ এখন অনেক কিছুই করছে। কিন্তু সেই সবের মধ্যে এমন কিছু ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখলে হতবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। তারউপরে কিছু কিছু যুগল পাবলিক প্লেসে এমন সব কাণ্ড করে, তা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে এক যুগলকে ফুচকা খেতে দেখা যাচ্ছে। আর মেয়েটি একটি শুকনো ফুচকা নিয়ে মুখে ভরে দিতেই ছেলেটি তার মুখের টকজলটি তার মুখে দিয়ে দেয়। তাদের ফুচকা খাওয়ার এমন আচরণ দেখে অধিকাংশ নেটিজেন কটাক্ষ করেছেন। এমনকি ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রচুর ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক যুগল ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন। মেয়েটি প্রথমে একটি শুকনো ফুচকা মুখে রাখে। এর পরে, ছেলেটি বিক্রেতার কাছে জল চেয়ে নেয়। তারপরে সেই টকজল নিজের মুখে নিয়ে, মেয়েটির মুখে দিয়ে দেয়। এমনকি দোকানদারও দম্পতির এই আচরণ একেবারেই পছন্দ করেন না। এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 5 লাখের বেশি ভিউ পেয়েছে। প্রচুর সংখ্যক মানুষ ভিডিয়োটিতে কমেন্ট করেছেন। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করা হয়েছে।

এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “ইন্টারনেটের যুগে একটু লাইক আর শেয়ারের জন্য মানুষ এখন কত কিছুই না করছে।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “মানুষ ভাইরাল হওয়ার জন্য যে কোনও কিছু করতে পারে। ভিডিয়োটি দেখে আমার ফুচকা খাওয়ার ইচ্ছেই চলে গেল।”