Viral Video: সবচেয়ে বিপজ্জনক চাকরি কী জানেন? বুকে দম থাকলে একবারই দেখুন
Latest Viral Video: 23 নভেম্বর শেয়ার করা এই ভিডিয়োটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত অনেকে অনেক কমেন্টও করেছে ভিডিয়োয়। 10 লাখের বেশি ভিউ পেয়েছে। এক ব্যক্তি লিখেছেন, "যারা খাবার জোগায় তাদের কেনই বা এই চিতাবাঘগুলি ক্ষতি করবে?" আরও এক ব্যক্তি লিখেছেন, "ভিডিয়োটি দেখেই ভয়ঙ্কর লাগছে।"
কোনও কাজই সহজ নয়। কিন্তু তবুও কিছু কিছু মানুষ এমন সব পেশার সঙ্গে যুক্ত থাকে, যা সত্যিই কঠিন। শুধু কঠিন বললে হয়তো ভুল বলা হবে। খুব খুব কঠিন। এক একটা দিন বেঁচে থাকাই হয়তো তাদের কাছে বিলাসিতার সমান। পৃথিবীতে এমন অনেক কাজ আছে, যার জন্য জীবনের ঝুঁকি নেওয়া বা ঝুঁকি নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখার পরে আপনি এটি আরও ভালভাবে বুঝতে পারবেন। ভাইরাল ভিডিয়োটি X-এ পোস্ট করা হয়েছে @TheFigen_ নামের একটি অ্যাকাউন্টের মাধ্যমে। 38 সেকেন্ডের ক্লিপটিতে, আপনি দেখতে পাবেন, যে দুইজন লোক এক সঙ্গে চিতাবাঘদের খাওয়াচ্ছে। দেখে মনে হচ্ছে দুজনই যেন কোনও জাতীয় উদ্যানের কর্মচারী। ভাইরাল হওয়া ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, দুই ব্যক্তি একটি অদ্ভুত রকম গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর সামনে রয়েছে এক পাল চিতাবাঘ। গাড়ি থেকে একটি একটি কমে মাংস বের করছে, আর তাদেরকে খেতে দেওয়া হচ্ছে। কিন্তু মাংসের টুকরোগুলো পেয়ে চিতাবাঘগুলি এমন আচরণ করছিল, যা দেখে আপনি শিউরে উঠতে বাধ্য। এই কাজ যে সত্যিই চ্যালেঞ্জিং তাতে কোনও সন্দেহ নেই। কারণ চিতা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং দ্রুততম প্রাণী। সেক্ষেত্রে তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খেতে দেওয়া ভয়ানক ব্যাপার।
Yeh sahi tareeka hai gol gappe khane ka 🥰 pic.twitter.com/5MMg7DimDy
— desi mojito 🇮🇳 (@desimojito) November 23, 2023
23 নভেম্বর শেয়ার করা এই ভিডিয়োটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত অনেকে অনেক কমেন্টও করেছে ভিডিয়োয়। 10 লাখের বেশি ভিউ পেয়েছে। এক ব্যক্তি লিখেছেন, “যারা খাবার জোগায় তাদের কেনই বা এই চিতাবাঘগুলি ক্ষতি করবে?” আরও এক ব্যক্তি লিখেছেন, “ভিডিয়োটি দেখেই ভয়ঙ্কর লাগছে।”