Viral Video: কাঁচা বাদাম গানে উদ্দাম নৃত্য আমেরিকার ডান্সিং ড্যাডের, দেখুন ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 31, 2022 | 10:31 PM

আমেরিকার সেই রিকি পন্ড যিনি ডান্সিং ড্যাড নামেই খ্যাত, তিনিও এবার কাঁচা বাদাম গানে নাচলেন। সেই ভিডিয়োটি ব্যাপক ভাইরাল হয়েছে।

Viral Video: কাঁচা বাদাম গানে উদ্দাম নৃত্য আমেরিকার ডান্সিং ড্যাডের, দেখুন ভাইরাল ভিডিয়ো
রিকি পন্ড ও ভুবন বাদ্যকর।

Follow Us

দেশের গণ্ডি টপকে বিদেশের মানুষজনের মনে পাকাপাকি জায়গা করে নিচ্ছেন বীরভূমের ভুবন বাদ্যকর। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন তাঁর কাঁচা বাদাম (Kacha Badam) গানে নেচে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। ভাইরাল ড্যান্সিং ড্যাডের (Dancing Dad) কথা মনে আছে? বিভিন্ন সময়ে তাঁকে বিভিন্ন গানে নাচতে দেখা যায়। আর তার মধ্যে বেশির ভাগই থাকে ভারতের কোনও এক জনপ্রিয় গান। আমেরিকার সেই রিকি পন্ড যিনি ডান্সিং ড্যাড নামেই খ্যাত, তিনিও এবার কাঁচা বাদাম গানে নাচলেন। সেই ভিডিয়োটি ব্যাপক ভাইরাল (Viral Video) হয়েছে।


ভিডিয়ো শুরু হতেই তাঁকে ফ্রেমে দেখা যাচ্ছে, ইনডোর সেটিংয়েই। রিকি পন্ডের কিছু নিজস্ব হুক স্টেপ রয়েছে। সেই সব স্টেপ তিনি কাঁচা বাদাম গানেও কাজে লাগালেন। শুধু তাই নয়। এই নাচের সঙ্গে তাঁর সেই স্বভাবসিদ্ধ হাসিও ফুটে উঠতে দেখা গেল। তাঁর সেই নাচের স্টেপগুলি দিয়ে কাঁচা বাদাম গানটি যেন আরও একবার ভাইরাল হল।

ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখছেন, “কাঁচা বাদাম। কী ভাবে আমি করলাম? এই গানে নাচার জন্য অনেক অনুরোধ এসেছে।” এই ভিডিয়ো পোস্টের সঙ্গেই বাংলাদেশের ইউটিউবার নাজ়মু রেচ্যাটকে ট্যাগ করে দিয়েছেন ডান্সিং ড্যাড রিকি পন্ড। বাংলাদেশের এই নাজ়মু রেচ্যাট প্রথম বার কাঁচা বাদাম গানটির রিমিক্স করেছিলেন।

দু-তিন দিন আগেই কাঁচা বাদাম নাচের ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন রিকি পন্ড। আর এর মধ্যেই সেই ভিডিয়ো ভিউ প্রায় ১০ লাখ হতে চলেছে।বহু মানুষ ডান্সিং ড্যাডের প্রশংসা করে কমেন্টও করেছেন। আর এই নম্বরগুলি বেড়েই চলেছে।

একজন ইনস্টাগ্রাম ইউজার লিখলেন, “আপনি অসাধারণ একজন পারফর্মার।” সেই সঙ্গে তিনি কিছু হাততালির ইমোজিও যোগ করে দিয়েছেন। আর একজন ইউজার লিখলেন, “আপনার এই ভাইব আমার খুবই পছন্দের।” এছাড়াও অনেকে অনেক কমেন্টই করেছেন। কেউ বললেন, “সুপার কিউট”। কেউ আবার নানা ধরনের ইমোজি দিয়ে ডান্সিং ড্যাডের উত্তেজনার মাত্রা বাড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন: Viral Video: বরফে বিশালাকার সাপের ভাস্কর্য তৈরি করলেন শিল্পী, প্রথম দেখায় ভয় লাগবেই!

আরও পড়ুন: Room Service Robots: রুম সার্ভিস থেকে খাবার ডেলিভারি, শীতকালীন অলিম্পিক্সে অতিথি আপ্যায়নের দায়িত্বে রোবট-বাহিনী

আরও পড়ুন: Thapki Pyar Ki 2 Viral Scene: উল্টে যাওয়া থালার সিঁদুর কার মাথায় পড়বে? ‘থাপকি পেয়ার কি টু’ সিরিয়ালের এই ঠেলাঠেলির দৃশ্য দেখে নেটাগরিকরা হতভম্ব!

Next Article