Viral Video: মায়েরা এমনই, হস্তির দুগ্ধ পান করছে একরত্তি ! ভিডিয়ো দেখে কুর্নিশ নেটিজে়নদের

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jan 31, 2022 | 4:01 AM

সন্তানের খিদে পেলে কোন মা-ই বা চুপ করে থাকতে পারেন। তেমনই এই হাতিটিও...

Follow Us

মায়েদের মধ্যে কোনও ফারাক হয় না। মা-মাত্রই স্নেহময়ী, মমতাময়ী- এই রূপেই তাঁদের দেখা মেলে। ‘মা’ শব্দটির ব্যাপ্তি বিশাল। মানুষ হোক বা পশু… সকলেই কিন্তু নিজের মাতৃসত্ত্বা বুঝিয়ে দিতে কোনও রকম খামতি রাখেন না। সম্প্রতি আসামের এই ঘটনা যেন আমাদের মনুষত্ব্য বোধকে আরও বেশি নাড়া দিয়ে যায়। আসামের গোলাঘাট জেলার বাসিন্দা ৩ বছরের ছোট্ট মেয়ে হর্ষিতা বোরা। হাতিরা তার পরম প্রিয় বন্ধু। হাতিদের সঙ্গেই খেলাতে থাকে মগ্ন। দিনের প্রায় বেশিরভাগ সময তাকে দেখা যায় হাতিদের সঙ্গেই। আবার তাদের আদর করে বিনু বলে ডাকে সে।

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, খেলা করতে করতে হঠাৎই হাতির দুধ পান করছে ওই খুদে। প্রিয় বন্ধুসম সন্তানের খিদে পেয়েছে তা বুঝতে পেরেই এমন মাতৃসত্ত্বা দেখিয়েছে বিনু, এমনটা কিন্তু মনে করছেন অনেকেই। এহেন ঘচনায় স্তম্ভিত নেটদুনিয়া। বন্য পশু হাতি পোষ মানে, কিন্তু এমন আচরণও যে করতে পারে তা কিন্তু সকলের ধারণার বাইরে। ওই বিডিয়ো পোস্ট ইতেই তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মাতৃসত্ত্বার এমন বহিঃপ্রকাশ দেখে মুখের ভাষা হারিয়েছেন সকলেই। বাচ্চা খিদের পেটে থাকলে কোনও মায়েরই বা ভাল লাগে।


তখন তাঁরা নিজেরা খিদে চেপে রেখেই অন্ন তুলে দেন সন্তানের মুখে। বিনুও তাই। সন্তানের খিদে দেখে নিজে আর স্থির থাকতে পারেনি। উজাড় করে দিয়েছে নিজেকে। হোক না সে মনুষ্য সন্তান! এমন ঘটনার নজির বোধহয় সোশ্যাল মিডিয়ায় এই প্রথম।

আরও পড়ুন: Viral Video: বরফে বিশালাকার সাপের ভাস্কর্য তৈরি করলেন শিল্পী, প্রথম দেখায় ভয় লাগবেই!

আরও পড়ুন: Room Service Robots: রুম সার্ভিস থেকে খাবার ডেলিভারি, শীতকালীন অলিম্পিক্সে অতিথি আপ্যায়নের দায়িত্বে রোবট-বাহিনী

মায়েদের মধ্যে কোনও ফারাক হয় না। মা-মাত্রই স্নেহময়ী, মমতাময়ী- এই রূপেই তাঁদের দেখা মেলে। ‘মা’ শব্দটির ব্যাপ্তি বিশাল। মানুষ হোক বা পশু… সকলেই কিন্তু নিজের মাতৃসত্ত্বা বুঝিয়ে দিতে কোনও রকম খামতি রাখেন না। সম্প্রতি আসামের এই ঘটনা যেন আমাদের মনুষত্ব্য বোধকে আরও বেশি নাড়া দিয়ে যায়। আসামের গোলাঘাট জেলার বাসিন্দা ৩ বছরের ছোট্ট মেয়ে হর্ষিতা বোরা। হাতিরা তার পরম প্রিয় বন্ধু। হাতিদের সঙ্গেই খেলাতে থাকে মগ্ন। দিনের প্রায় বেশিরভাগ সময তাকে দেখা যায় হাতিদের সঙ্গেই। আবার তাদের আদর করে বিনু বলে ডাকে সে।

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, খেলা করতে করতে হঠাৎই হাতির দুধ পান করছে ওই খুদে। প্রিয় বন্ধুসম সন্তানের খিদে পেয়েছে তা বুঝতে পেরেই এমন মাতৃসত্ত্বা দেখিয়েছে বিনু, এমনটা কিন্তু মনে করছেন অনেকেই। এহেন ঘচনায় স্তম্ভিত নেটদুনিয়া। বন্য পশু হাতি পোষ মানে, কিন্তু এমন আচরণও যে করতে পারে তা কিন্তু সকলের ধারণার বাইরে। ওই বিডিয়ো পোস্ট ইতেই তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মাতৃসত্ত্বার এমন বহিঃপ্রকাশ দেখে মুখের ভাষা হারিয়েছেন সকলেই। বাচ্চা খিদের পেটে থাকলে কোনও মায়েরই বা ভাল লাগে।


তখন তাঁরা নিজেরা খিদে চেপে রেখেই অন্ন তুলে দেন সন্তানের মুখে। বিনুও তাই। সন্তানের খিদে দেখে নিজে আর স্থির থাকতে পারেনি। উজাড় করে দিয়েছে নিজেকে। হোক না সে মনুষ্য সন্তান! এমন ঘটনার নজির বোধহয় সোশ্যাল মিডিয়ায় এই প্রথম।

আরও পড়ুন: Viral Video: বরফে বিশালাকার সাপের ভাস্কর্য তৈরি করলেন শিল্পী, প্রথম দেখায় ভয় লাগবেই!

আরও পড়ুন: Room Service Robots: রুম সার্ভিস থেকে খাবার ডেলিভারি, শীতকালীন অলিম্পিক্সে অতিথি আপ্যায়নের দায়িত্বে রোবট-বাহিনী

Next Article