Viral Video: দিল্লিতে গাছের পাতায় দেওয়া হচ্ছে দই ফুচকা, ভিডিয়ো দেখে অবাক নেট দুনিয়া!

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Oct 26, 2021 | 3:27 PM

এই ফুচকা দেখতেই অত্যন্ত মুখরোচক। অনেকেই এটাকে দই ফুচকার একটা ধরণ বলে সম্বোধন করেছে। নেটিজেনদের মধ্যে এই পাতার থালায় ফুচকা দেওয়ার ব্যাপারটা বেশ নতুন মনে হয়েছে।

Viral Video: দিল্লিতে গাছের পাতায় দেওয়া হচ্ছে দই ফুচকা, ভিডিয়ো দেখে অবাক নেট দুনিয়া!

Follow Us

পাতার থালায় ফুচকা খাওয়া ব্যাপারটা জাতীয় ক্ষেত্রে অতটা স্বাভাবিক নয় যতটা আমরা বাঙালিরা মনে করি। দিল্লির রাস্তায় ফুচকা, চাটের রকমারি দোকানের ছড়াছড়ি। প্রচুর মানুষ সেই খাবার খাওয়ার ভিড় করেন। কিন্তু দিল্লিতে যদি পাতায় করে ফুচকা দেওয়া হয় তাতে সত্যিই তো চমকে যাওয়ারই ব্যাপার। দিল্লির চাঁদনি চক এলাকার একজন রাস্তার খাবার বিক্রেতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কারণ তিনি একটি পাতায় অনন্য স্টাইলে ফুচকা পরিবেশন করছিলেন।

ভিডিয়োটি দেখুন:

ফুড ব্লগার অর্জুন চৌহান রাস্তার খাবার বিক্রেতার একটি ছোট ক্লিপ পোস্ট করেছেন। যাকে চাঁদনি চকের পদম চাট কর্নারে ফুচকা তৈরি করতে দেখা গেছে। ভিডিয়োটি ২ মিলিয়নেরও বেশি ভিউ পেয়ে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। কারণ বিক্রেতা একটি পাতার প্লেটে খাবার পরিবেশন করার পরে নেটিজেনরা বেশ কৌতূহলী হয়ে উঠেছে।

শুরুতে, তিনি ছানা এবং আলু ভর্তা দিয়ে ফুচকাগুলি পূর্ণ করেন। তারপরে সেগুলিকে দইয়ে ডুবিয়ে দেন। এরপর, তিনি পাতার থালায় ফুচকা পরিবেশন করার আগে চাটনি, এবং মশলা দিয়ে সাজান।

এই ফুচকা দেখতেই অত্যন্ত মুখরোচক। অনেকেই এটাকে দই ফুচকার একটা ধরণ বলে সম্বোধন করেছে। নেটিজেনদের মধ্যে এই পাতার থালায় ফুচকা দেওয়ার ব্যাপারটা বেশ নতুন মনে হয়েছে। যদিও, আমাদের এখানেও একসঙ্গে ৫-৬ টা ফুচকা পাতার থালায় দেওয়া হয় না।

আরও পড়ুন: বিমানবন্দরে নিরাপত্তারক্ষীকে স্যালুট, বাচ্চা ছেলের আচরণে মুগ্ধ নেট দুনিয়া

আরও পড়ুন: এবার ‘মানি কে মাগে হিতে’-এর গানে সুর মেলাল এক বাচ্চা মেয়ে, হাতে টেডি বিয়ার নিয়েই নেটপাড়া মাতালো সে…

আরও পড়ুন: মাঠের বাইরে এ কোন রূপে মহিলা ক্রিকেট দলের এই সদস্যরা? দেখুন ভাইরাল ভিডিয়োয়

Next Article