Viral Video: গরম তেলে ওরিও বিস্কুট ভেজে তৈরি হল ফ্রায়েড রাইস, চেখে দেখবেন নাকি?

Viral Video Today: ওরিও বিস্কুট দিয়ে ফ্রায়েড রাইস তৈরি হবে, এমনটা আগে দেখেছিলেন কখনও? কখনও ভেবেছিলেন, এমনটাও হতে পারে? ঠিক তেমনটাই কিন্তু হল। একটি রেস্তোরাঁয় দেখা গেল ফ্রায়েড রাইস তৈরি হল ওরিও বিস্কুট (Oreo Biscuit) দিয়ে।

Viral Video: গরম তেলে ওরিও বিস্কুট ভেজে তৈরি হল ফ্রায়েড রাইস, চেখে দেখবেন নাকি?
শেষে কি না ওরিও ফ্রায়েড রাইস!
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2023 | 8:38 PM

Latest Viral Video: এই বিশ্বে মানুষ যে কী-কী খেতে পারেন আর সেই খাবার তৈরি করতে যে কী-কী উপকরণ লাগতে পারে, তা সত্যিই আমাদের ধারণার বাইরে। অনেক উদ্ভট রান্নাই দেখেছি, যা আমাদের নজর কাড়ে, ভ্রকুঞ্চিত করে। কিন্তু তা বলে ওরিও বিস্কুট দিয়ে ফ্রায়েড রাইস তৈরি হবে, এমনটা আগে দেখেছিলেন কখনও? কখনও ভেবেছিলেন, এমনটাও হতে পারে? ঠিক তেমনটাই কিন্তু হল। একটি রেস্তোরাঁয় দেখা গেল ফ্রায়েড রাইস তৈরি হল ওরিও বিস্কুট (Oreo Biscuit) দিয়ে। প্রথমে ওই রেস্তোরাঁর কর্মী বিস্কুটগুলিকে ভেঙে সেগুলিকে তেলে ভাজলেন। তারপরই তার উপরে দিয়ে দিলেন সাদা ভাত। তাতে কিছু সবজিও দিলেন। তারপরই তৈরি হল ওরিও ফ্রায়েড রাইস (Fried Rice)।

ইনস্টাগ্রামে aaGam pAKSHUlu নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি দেখার পরে লোকজন অবাক হয়ে গিয়েছেন। এভাবে যে ওরিও দিয়েও ফ্রায়েড রাইস বানানো যায়, তা কল্পনাতীত ছিল অনেকের কাছেই। তা কী ভাবে তৈরি হল সেই ওরিও ফ্রায়েড রাইস। প্রথমে কড়াইতে তেল দিয়ে ওরিও বিস্কুটগুলি ভেঙে সেগুলিকে ভেজে নিলেন ওই রাঁধুনি। তারপর তাতে সাদা ভাত, গাজরের কয়েকটা টুকরো দিয়ে দেওয়া হল। ও বাবা! মুহূর্তে দেখা গেল, ওই ফ্রায়েড রাইস কালো বর্ণ ধারণ করল।

গত ফেব্রুয়ারি মাসে ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল। নতুন করে আবার ভাইরাল হয়েছে ভিডিয়োটি। কয়েক হাজার মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। লোকজন হাঁ হয়ে এই ভিডিয়ো দেখেছেন। অনেকে আবার জানতে চেয়েছেন, কেমন হয়েছে এই ওরিও ফ্রায়েড রাইসের স্বাদ।

ভিডিয়োটি দেখার পরে কেউ বলেছেন, “আমি একবার চেখে দেখতে চাই।” আর একজন যোগ করে বলছেন, “ইসস! আমি কখনও এই ধরনের এক্সপেরিমেন্ট করেই দেখতে চাই না, যা দেখেই আমার ঘেন্না ধরে গেল।” ভিডিয়োটি দেখে মনে হচ্ছে, তা যেন দক্ষিণ ভারতের কোনও এক প্রান্তের। যদিও সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।