Mamata Banerjee: ‘এসপি-র অপদার্থতার জন্য খুন TMC নেতা’, পুলিশকে তিরস্কার মমতার

| Edited By: | Updated on: Jan 02, 2025 | 7:22 PM

Mamata Banerjee: মালদহে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। সেই প্রসঙ্গ তুলে পুলিশকে তিরস্কার করলেন মমতা। একইসঙ্গে জমি দখল নিয়েও এদিন বার্তা দিলেন তিনি।

Mamata Banerjee: 'এসপি-র অপদার্থতার জন্য খুন TMC নেতা', পুলিশকে তিরস্কার মমতার
সাংবাদিকদের মুখোমুখি মমতাImage Credit source: Facebook

জমি দখলের অভিযোগ উঠে আসে রাজ্যের প্রায় সর্বত্র। সেই ঘটনা যেন আর না ঘটে, জমি দখল করে যাতে কেউ পার না পেয়ে যায়, সেই বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে আইপিএস ও অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে মালদহে তৃণমূল নেতাকে গুলি করার ঘটনায় পুলিশকে তিরস্কার মমতার।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 Jan 2025 02:51 PM (IST)

    স্বাস্থ্য সচিবকে একের পর এক প্রশ্ন মমতার

    • ‘মেডিক্যালে এখনও রেফারেল হচ্ছে কেন?’ মমতার প্রশ্নের উত্তরে স্বাস্থ্য সচিব জানালেন, ‘আগে ৭ শতাংশ হচ্ছিল, এখন কমে ৩ শতাংশ হচ্ছে।’ মমতা বললেন, ‘৩ শতাংশ হচ্ছে কেন? যারা করছে, তাদের বল, কাজ করতে হবে না, বাড়ি গিয়ে ঘুমোক।’
    • ভুয়ো চিকিৎসা করিয়েছে স্বাস্থ্য সাথীর নামে। কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জানতে চাইলেন মমতা। সচিব জানিয়েছেন, বেশ কিছু নার্সিং হোম ও কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
    • সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে মনিটরিং হয় কি না, জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কাজ হচ্ছে নাকি গল্প হচ্ছে?’
  • 02 Jan 2025 02:38 PM (IST)

    পুলিশকে বার্তা মমতার

    ‘কিছু আইসি যা খুশি তাই করছে। দুবরাজপুর, সিউড়ি, মহম্মদবাজারের আইসিকে বললেন, তোমরা কী ভাব, আমি কিছু জানি না। আমি সব খবর রাখি। আমি রেয়াত করব না।’ এসপি-কে সাতদিন সময় দিলেন মমতা।

  • 02 Jan 2025 02:30 PM (IST)

    কাগজে দেখলাম, প্রাথমিক স্তরে সেমিস্টার চালু হচ্ছে: মমতা

    • কাগজে দেখলাম, প্রাথমিক স্তরে সেমিস্টার চালু হচ্ছে। মুখ্য সচিবও জানতেন না।
    • পলিসি তৈরি করার আগে কেন জানানো হল না, তা নিয়ে ব্রাত্য বসুকে কড়া ভর্ৎসনা মমতার।
    • ব্রাত্য জানালেন, মমতা নির্দেশ দিলে, তবেই নির্দেশিকা জারি হবে। মমতা সাফ বললেন, ‘ওটা হবে না।’
    • মমতা বলেন, ‘আমি চাই শিশুদের ভার কমাতে। কাঁধের ব্যাগ কমাতে। ওইটুকু বাচ্চারা।’
    • ওয়ানের বাচ্চা সেমিস্টার দেবে? কলেজে যা হয়, স্কুলে তা হয় না। যা চলছে, তাই চলবে। পরিষ্কার বললেন মমতা।
    • শিক্ষার ব্যাপারে কোনও পলিসি নিলে, সংবাদমাধ্যমে জানানোর আগে আমাদের জানান।
  • 02 Jan 2025 02:22 PM (IST)

    পরিবহনমন্ত্রীকে ভর্ৎসনা মমতার

    • ‘ট্রান্সপোর্ট দফতর সাইলেন্ট দফতর হয়ে গিয়েছে। মন্ত্রী এবং সচিব নিজে কখনও ভিজিট করেছেন?’
    • ‘কলকাতা ঘুরে দেখো কোথায কোথায় বাস থাকছে না। মানুষ দাঁড়িয়ে থাকে। বিশেষ করে হাসপাতাল এবং আইটি সেক্টরগুলিতে দেখ।’
    • ‘কিছু বলে কোনও কথা হয় না। তুমি একজন মন্ত্রী। তোমার এটা বোঝা উচিত।’
    • দ্বিতীয় হুগলি ব্রিজের প্রচুর মানুষ দাঁড়িয়ে থাকে। কোন একটা ব্যবস্থা করা যায় না? কোনও দিন বড় ঘটনা ঘটে যাবে। নজর দিন।
    • মা ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছে সন্ধ্যার পর। পুলিশের একটাই কাজ বন্ধ করে দেওয়া।
  • 02 Jan 2025 02:18 PM (IST)

    আলু উঠতে দেরি আছে, বললেন মমতা

    • সবাই বলবে কোল্ড স্টোরেজ খালি করে দিন। নতুন আলু উঠবে। নতুন আলু উঠতে উঠতে ফেব্রুয়ারি হয়ে যায়।
    • বাংলার চাষ করা আলু আগে বিক্রি হবে, তারপর লাগলে পঞ্জাবের আলু নেওয়া হবে।
    • স্টোরেজে রেখে, পরে দাম বাড়িয়ে বাজারে বিক্রি করে। কোথায় এভাবে মজুত আছে, দেখে নিন। তারপর সুফল বাংলায় ছেড়ে দিন।
  • 02 Jan 2025 02:04 PM (IST)

    ‘পুলিশের মধ্যে লবি চলে’, কড়া পর্যবেক্ষণ মমতার

    • ডিএম জেলায় গিয়ে নিজের মতো লোক নেন। এসপি নিজের মতো দল তৈরি করেন।
    • কাঁচা গ্রামের রাস্তায় তাঁদের নেতৃত্বে অস্ত্রের আমদানি হচ্ছে। কোথায় গেল নাকা চেকিং?
    • এটা বললাম বলে সাধারণ মানুষকে বিরক্ত করবেন না। কারও কাছে কিছু নিয়ে ছেড়ে দেবেন না। খবর কিন্তু আমাদের কাছে আসে । কোনও এসপি যদি মনে করে, একটা চোখ যদি থাকে কাজে, আর একটা যদি থাকে অন্য জায়গায়, তাহলে এসপি হতে হবে না।
    • কোথায় বিডিও ভাল কাজ করছে, কোথায় বিএলআরও টাকা নিয়ে জমি দিচ্ছে, তা দেখতে হবে ডিএম-দের।
    • সৎ পুলিশ অফিসারদের দিকে তোমরা নজর দাওয়া না। লবি চলে। বন্ধু বলে প্রোমোশন দিতে হয়। কাজের লোক না হলে, কোনও লবি চলবে না।
  • 02 Jan 2025 01:58 PM (IST)

    A-B-C-D দাওয়াই দিলেন মমতা

    • মার্চের মধ্যে সব প্রজেক্টের কাজ শেষ করতে হবে। আর্থিক বছর শেষ হওয়ার আগে কাজ করতে হবে। তাই বলে দ্রুত খরচ করার জন্য কেই নিজের কাজে টাকা খরচ করবেন না। কাজে গতি আনুন।
    • মার্চের মধ্যে সব প্রজেক্টের কাজ শেষ করতে হবে। আর্থিক বছর শেষ হওয়ার আগে কাজ করতে হবে। তাই বলে দ্রুত খরচ করার জন্য কেই নিজের কাজে টাকা খরচ করবেন না। কাজে গতি আনুন।

      এ মানে ‘অ্যাভয়েড’, বি মানে ‘ব্লক’। সি মানে ‘কনফিউশন ক্রিয়েট’, ডি মানে ‘ডেসট্রাকশন’। এই এবিসিডি বন্ধ করুন। এ মানে অ্যাকটিভ হন, বি মানে বোল্ড হন, সি মানে ক্রিয়েটিভ হব, ডি মানে ডেভেলপমেন্ট করুন, ই মানে এনার্জি রাখুন, এফ ফিনান্স ঠিক রাখুন, জি মানে গভর্নমেন্টটা মানুষের, সেটা মনে রাখতে হবে।

  • 02 Jan 2025 01:51 PM (IST)

    ‘BSF লোক ঢোকাচ্ছে, খবর আছে’

    অনুপ্রবেশ নিয়ে বার্তা দিলেন মমতা। যা বললেন তিনি…

    • অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন। লোক ঢোকাচ্ছে বিএসএফ। আপনারা প্রতিবাদ করছেন না।
    • বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে লোক ঢোকাচ্ছে। আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। আপনাদের দিক থেকে কোনও প্রতিবাদ হয়নি কেন।
    • ডিজি রাজীব কুমারকে নির্দেশ, কোন কোন জায়গা দিয়ে লোক ঢোকানো হচ্ছে, তা খতিয়ে দেখতে হবে।
    • কেউ যদি মনে করে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে তৃণমূলের বদনাম করব, তা চলবে না। তৃণমূলের সেই ক্ষমতা নেই। তৃণমূলের ঘাড়ে বিএসএফের দায় চাপানো হচ্ছে। কোনটা ন্যায়, কোনটা অন্যায় দেখুন।
    • পুলিশ বর্ডার গার্ড করে না। কিন্তু পুলিশের কাছে খবর থাকে, ডিএম-এসপিদের কাছেও খবর থাকে। তারা দায়িত্ব পালন করে না।
    • যারা চিকিৎসা করতে আসছে তাদের কথা বলছি না। জঙ্গি ঢুকিযে খুন করে দিয়ে চলে ‍যাচ্ছে অনেকে। কেন্দ্র ব্লু প্রিন্ট তৈরি করে এই কাজ করছে। আমরা তা বরদাস্ত করব না। কড়া জবাব দেব।
  • 02 Jan 2025 01:43 PM (IST)

    এসপি-র অপদার্থতার জন্য খুন হলেন তৃণমূল নেতা: মমতা

    • মালদহের বিডিও-র উদ্দেশে মমতা বলেন, “মালদহে আজ খুন হয়ে গেল আমাদের পুরসভার একজন প্রতিনিধি। এসপি-র অপদার্থতার জন্য। আগেও অনেকবার হামলা হয়েছে।”
    • বিডিও-কে মমতা বললেন, “বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন, তাহলে জেলার উন্নয়ন হবে না।”
  • 02 Jan 2025 01:40 PM (IST)

    ‘অর্থ দফতর যেন আলিমুদ্দিন স্ট্রিট!’ সচিবকে বার্তা মমতার

    • অর্থ দফতরের সচিব প্রভাত মিশ্র খুব ভাল মানুষ। কিন্তু তোমার দফতরে অনেক বামপন্থী লোক আছে। এটা আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে। বেশিরভাগ লোকই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে। দরকার হলে নতুন লোক নিয়ে এসে কাজ করাও।
    • আমি নিজে গিয়ে দেখে এসেছি। নাহলে বলতাম না। ফাইলের পর ফাইল জমেছে। এটা মিটিং-মিছিল করার জায়গা নয়।
    • প্রতিটি দফতরের অধীনে সোসাইটি এবং ডেভেলপমেন্ট বোর্ড আছে। তাদের অনেক ফিক্সড ডিপোজিট আছে। কেউ জানে না কত ফিক্সড ডিপোজিট আছে। বিস্তারিত তথ‍্য ১৫ দিনের মধ্যে আমায় মুখ্যসচিবের মধ‍্যে পাঠাতে হবে
  • 02 Jan 2025 01:35 PM (IST)

    ‘কো-অপারেটিভে হিসাব বহির্ভূত টাকা আছে’, খতিয়ে দেখার নির্দেশ মমতার

    • ‘কো-অপারেটিভে অনেক বেহিসেবি টাকা আছে। অন্যের নামে টাকা রাখা আছে। সবটা খতিয়ে দেখে, হিসাব বহির্ভূত টাকা সরকারে ট্রেজারিতে পাঠাতে হবে।’ নির্দেশ মমতার।
    • মুখ্যমন্ত্রী উল্লেখ করলেন, জনধন যোজনার নামেও অনেকে অ্যাকাউন্ট খুলেছিলেন। সেই অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অ্যাকাউন্ট হোল্ডার বেঁচে আছে কি না, সেটা দেখে সিজ করার নির্দেশ।
    • ২ মাস সময় দিলেন মমতা। মার্চে আর্থিক বছর শেষ হওয়ার আগে কাজ শেষ করার নির্দেশ।
  • 02 Jan 2025 01:29 PM (IST)

    বাম জমানাকে নিশানা মমতার

    • ২০০৬ সালের জমির টাকা আমাকে আজ দিতে হচ্ছে।
    • কোর্ট সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। আমি ২০০৬ সালের জমির টাকা কেন দেব। আমার সময়ে জমি নেওয়া হলে, সেই টাকা আমি দেব।
    • একে তো লোনের বোঝা। নিজেরা জমি কিনে এনজয় করে গিয়েছে। সেই টাকা আমাকে দিতে হচ্ছে। এদের মুখে আবার বড় বড় কথা।
    • যে জমি আমি কিনব, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেব। ভবিষ্যতে আমার জন্য যেন কাউকে সাফার করতে না হয়।
    • সরকারি জমি দখলমুক্ত করতে ৬ মাসের ডেডলাইন দিলেন মমতা।
  • 02 Jan 2025 01:26 PM (IST)

    পুলিশকে যতই বলা হোক, পুলিশ কিছুতেই এটা করে না: মমতা

    • জমি দখলের বিষয়টি খতিয়ে দেখার জন্য কমিটির নেতৃত্বে থাকবেন নন্দিনী চক্রবর্তী।
    • প্রতিটি দফতরের জন্য অ্যাপ তৈরি করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
    • পুলিশকে যতই বলা হোক, পুলিশ কিছুতেই এটা করে না। তিন বছর পর পর পুলিশ ট্রান্সফার হয়ে যায়। তাই দায় নেয় না। আজ বলে দেওয়া হচ্ছে, তার সময়ে কোনও অবৈধ কাজ করা হলে, সে যেখানেই থাকুক, তাকে দেখা হবে।
  • 02 Jan 2025 01:20 PM (IST)

    ‘দরকার হলেও আমাকেও ব্ল্যাকলিস্ট কর’

    • জমি দখল নিয়ে বার্তা দিয়ে মমতা বলেন, “বেআইনি ভাবে জমি দখল বরদাস্ত করব না। নতুন করে দখল হলে, পুলিশ সুপার থেকে শুরু করে আইসি, কাউকে ছাড়া হবে না। ৬ মাস সময় দিলাম। আমরা পেনাল্টি ইমপোজ করে আইনি ব্যবস্থা করতে পারে।”
    • মমতার বক্তব্য, কোনও নেতা তাবেদারি করলে আমি ছাড়ব না। যে বেআইনিভাবে নির্মাণ তৈরি করেছে, তাঁকে ব্ল্যাক লিস্ট কর। কোন দল দেখবে না। আমি করলে, আমাকেও করবে। আগের কোনও অবসরপ্রাপ্ত অফিসার করে গিয়ে থাকলে, তাদের পেনশনেও প্রভাব পড়বে।”
  • 02 Jan 2025 01:17 PM (IST)

    পুলিশের গাফিলতি আছে, মালদহের ঘটনায় তিরস্কার মমতার

    • মালদহে কাউন্সির তথা তৃণমূলের জেলা সভাপতি বাবলা সরকারকে লক্ষ্য করা হয়েছে। সেই ঘটনায় পুলিশকে তিরস্কার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
    • মমতা বলেন, “বাবলা সরকারকে খুন করা হয়েছে। পুলিশের গাফিলতি আছে।প্রথম থেকে আমার সঙ্গে ছিল। আগে ওঁর সিকিউরিটি ছিল। পরে তুলে নেওয়া হয়েছিল। ফিরহাদ আর সাবিনাকে পাঠাচ্ছি।”

Published On - Jan 02,2025 1:14 PM

Follow Us: