আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়ে গেছে। কোয়ালিফাইং পর্ব শেষে এবার শুরু মূলপর্বের খেলা। সুপার ১২ পর্যায়ের খেলা শুরু হয়ে গেছে শনিবার থেকে। আর আজ টি টোয়েন্টি বিশ্বকাপে মেগা ম্যাচে ভারতের মুখোমুখি পাকিস্তান। ধনশ্রী ভর্মা ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী। যুজবেন্দ্র চাহাল টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ১৫ জনের দলে সুযোগ পাননি। কিন্তু তিনিও ভারতীয় ক্রিকেট দলের একজন দুরন্ত ফ্যান। তাই ভারতের বিশ্বকাপ অভিযানের শুভেচ্ছা জানাতেই এই নাচের ভিডিয়ো।
ভারতীয় ক্রিকেট দলের দাপুটে স্পিনার যুজবেন্দ্র চাহালকে এবার নির্বাচকরা টি টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখেননি। তাঁর বদলে সুযোগ পেয়েছেন রাহুল চাহার। কিন্তু ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেই ধনশ্রী ভাইরাল ভিডিয়ো বুঝিয়ে দিয়েছে সব কিছুর উর্ধ্বে দেশের জন্য ভালবাসা। নিজের ক্রিকেট দলের জন্য ভালবাসা সিলেকশনের চেয়ে অনেকাংশে এগিয়ে সব সময়।
ভিডিয়োটি দেখুন:
ধনশ্রী ভর্মা ভারতীয় দলের নতুন জার্সিতে নাচের যে ভিডিও করেছেন তা এখন ভাইরাল ভিডিয়ো। ধনশ্রী ভর্মা ইনস্টাগ্রামে নিজের অফিসিয়াল হ্যান্ডেল থেকে এই ভিডিয়ো শেয়ার করেছেন। তিনি ‘ঘুমাকে গেম দেখা’ গানের সঙ্গে নেচেছেন। এই ভিডিয়ো ইতিমধ্যেই ইনস্টগ্রামে কয়েক লক্ষ মানুষ এই দেখে নিয়েছেন। বহু মানুষ এই ভিডিয়ো দেখার পাশাপাশি তা শেয়ারও করেছেন। ফলে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিয়ো।
যুজবেন্দ্র চাহাল স্ত্রী ধনশ্রীর করা ভিডিয়োতে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়াকে উদ্বুদ্ধ করার এই ডান্স ভিডিয়োতে লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করেছেন।
আরও পড়ুন: Viral Video: ৬ মিটারের বেশি লম্বা সাপ! সরানোর জন্য আনা হয়েছে ক্রেন, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: Viral Video: ভাইরাল নাচকে ঘিরে সমালোচনায় তোলপাড় নেটপাড়া! শেষমেশ মুখ খুললেন ইউ এনের এক সদস্য…
আরও পড়ুন: Viral Video: মাঠের বাইরে এ কোন রূপে মহিলা ক্রিকেট দলের এই সদস্যরা? দেখুন ভাইরাল ভিডিয়োয়