Viral: এটা মাছ না কুমির! ধানবাদের পুকুরে দেখা দিল এক অন্য প্রাণী

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 26, 2021 | 2:14 PM

ঝাড়খন্ডের ধানবাদে মাছ ধরার জালে ধরা পড়ল এক অন্য প্রাণী। যে প্রাণীর শরীর সম্পূর্ণ কুমিরের মতো, কিন্তু আদতে সেটি মাছের মতো।

Viral: এটা মাছ না কুমির! ধানবাদের পুকুরে দেখা দিল এক অন্য প্রাণী

Follow Us

ঝাড়খন্ডের ধানবাদে মাছ ধরার জালে ধরা পড়ল এক অন্য প্রাণী। যে প্রাণীর শরীর সম্পূর্ণ কুমিরের মতো, কিন্তু আদতে সেটি মাছের মতো। রবিবার সকালে গ্রামের লোকজন যথারীতি মাছ ধরছিল। এ জন্য জেলেরা জালও বিছিয়ে ছিল। স্থানীয় লোকেরা জানিয়েছেন যে, জালে একটি বড় মাছ ধরা পড়ে এবং সেই সময় জালটা বেশ নড়াচড়া করতে লাগে। পরে জেলেরা জালটা টেনে বের করলে, সবাই হতভম্ব হয়ে যায়।

গোবিন্দপুর ব্লকের অমরপুর পঞ্চায়েতের আমলাতান্ড গ্রামে ঘটনাটি ঘটেছে মাছ ধরার জালে এরকম বিস্ময়কর মাছের মতো প্রাণী ধরা পড়লে সবাই যে চমকে উঠবে এটাই স্বাভাবিক। মাছটি ধরা পড়া মাত্রই জেলেরা তা জাল টেনে বার করে। তখন তারা লক্ষ্য করে যে প্রাণীটির মাথা কুমিরের মত কিন্তু প্রাণীটির শরীর মাছের মত। এমন পরিস্থিতিতে যাচাই করার জন্য জেলেরা প্রাণীটির মুখে একটি কাঠের টুকরো রাখে। নিমেষের মধ্যে সেই শক্ত কাঠের টুকরোকেও খেয়ে নেয় প্রাণীটি। এটা দেখে অনেকেই প্রাণ বাঁচাতে পিছু পা হয়ে যান।

এক জেলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, “যথারীতি, আমরা আমাদের গ্রামে অবস্থিত পুকুরে মাছ ধরছিলাম। সেদিন, আমি আমার জালে এই কুমির মাছটি খুঁজে পেয়েছি। আমরা এই প্রাণীটি দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমরা তৎক্ষণাৎ এটি একটি বালতিতে রেখে আমাদের বাড়ি চলে আসি।” গ্রামবাসীরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাছটিকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।

মাছের সদৃশ এই প্রাণীটিকে দেখতে আশপাশের গ্রামের লোকজনেরাও ভিড় জমায়। চারদিকে এই প্রাণীটিকে নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। এই কারণেই সব জায়গা থেকে লোকজন আসছে প্রাণীটিকে দেখতে। বর্তমানে মাছটি শুধু জেলেদের কাছেই রয়েছে।  জেলেদের বক্তব্য এমন মাছ আগে কখনো দেখেননি তাঁরা। না, অন্য কোথাও এর কথা শুনেছেন। তবে এই মাছ সম্পর্কে এখন সংশ্লিষ্ট বিভাগই কিছু বলতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

তবে জানা গিয়েছে, এই কুমির আকৃতির মাছটি পুকুরের প্রায় প্রতিটি মাছকে হত্যা করতে পারে এবং এর ফলে জীববৈচিত্র্যের ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। এই প্রাণীটি ছোট মাছ, কাঁকড়া, কচ্ছপ, পাখি এবং ছোট স্তন্যপায়ী প্রাণী খেয়ে থাকে। কুমির আকৃতির মাছগুলির ক্ষুর যুক্ত তীক্ষ্ণ দাঁত রয়েছে এবং এটি ১০ ফুট লম্বা এবং ৩৫০ পাউন্ড পর্যন্ত এর ওজন হতে পারে।

আরও পড়ুন: বিমানবন্দরে নিরাপত্তারক্ষীকে স্যালুট, বাচ্চা ছেলের আচরণে মুগ্ধ নেট দুনিয়া

আরও পড়ুন: এবার ‘মানি কে মাগে হিতে’-এর গানে সুর মেলাল এক বাচ্চা মেয়ে, হাতে টেডি বিয়ার নিয়েই নেটপাড়া মাতালো সে…

আরও পড়ুন: মাঠের বাইরে এ কোন রূপে মহিলা ক্রিকেট দলের এই সদস্যরা? দেখুন ভাইরাল ভিডিয়োয়

Next Article