Viral Video: কানে ফোন, সুইমিং পুলে পা হড়কে যেতেও পড়লেন না জলে… এখানেই টুইস্ট
Latest Viral Video: সোশ্য়াল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তা দেখলে আপনার হাসি থামবে না।
Viral Video Today: সকাল বেলা ঘুম থেকে উঠে থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত, বহু মানুষই স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও কল্পনা করতে পারেন না। রাস্তায় হাঁটতে হাঁটতেও ফোন ঘাঁটেন অনেকে। বর্তমান সময়ে ফোনের প্রতি আসক্তির কারণে একের পর এক দুর্ঘটনার খবরও শোনা যায়। তবুও মানুষ একটুও সতর্ক হয় না। তবে সোশ্য়াল মিডিয়ায় (Social Media) এমন একটি ভিডিয়ো ভাইরাল (Viral) হয়েছে,যা দেখলে আপনার হাসি থামবে না। যেখানে একটি লোক ফোনে কথা বলতে বলতে সুইমিং পুলের (Swimming Pool) ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আর তখনই তাঁর একটি পা পিছলে গিয়ে জলে পড়ে। কিন্তু তিনি যেভাবে নিজেকে সামলান। তা না দেখলে বুঝতে পারবেন না।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন ব্যক্তি সুইমিং পুলের ধারে কথা বলছেন, এই সময় হঠাৎ তাঁর একটি পা পিছলে গিয়ে সুইমিং পুলের জলে পড়ে। ভিডিয়োটি দেখার সময় এক মুহূর্তেও জন্য় হলেও আপনার মনে হবে, উনি জলে পড়ে যাবেন। কিন্তু না তিনি নিজেকে সামলে নেন। সোজা একটি হাতে ভর দিয়ে পুলের ধারে বসে পড়বেন। আর সব থেকে অবাক করা ব্য়াপার হল, তখনও তিনি কান থেকে ফোন নামাবেন না। আবার জলে পা ডুবিয়ে বসে পড়েন। পা থেকে ঝুতো খুলে ফেলেন। তাকে দেখে মনে হবে, তিনি একটুও আঘাত পাননি।
Crisis management! ? pic.twitter.com/r0Wn7tFGF1
— Shocking Videos (@ShockingClip) March 23, 2023
এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে @ShockingClip নামের একটি অ্যাকাউন্ট থেকে। যা এখনও পর্যন্ত 2.90 লক্ষেরও বেশি ভিউ হয়েছে। শেয়ার করে ক্য়াপশনে লেখা হয়েছে, “ক্রাইসিস ম্য়ানেজমেন্ট”। ভিডিয়োটি শেয়ার করার পর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “ওনার ভাগ্য় ভাল ছিল। নাহলে ফোন সমেত জলে পড়ে যেতেন।”