Optical Illusion: এই ছবিতে জঙ্গলের মাঝেই রয়েছে একটি হরিণ, খুঁজে পেলেন তাকে?

Viral Optical Illusion: এখানে একটি বনের দৃশ্য দেখতে পাচ্ছেন। এক্কেবারে সকালবেলার দৃশ্য, যখন সূর্য উঠছে। জঙ্গলের সর্বত্র গাছপালা নিশ্চয়ই আপনার নজরে আসছে। আর কিছু কি দেখতে পাচ্ছেন এই ছবি থেকে? তাহলে বলে রাখি, গাছপালার মধ্যেই এখানে একটা হরিণও রয়েছে। আপনার কাজ হল সেই হরিণটাকেই খুঁজে বের করা।

Optical Illusion: এই ছবিতে জঙ্গলের মাঝেই রয়েছে একটি হরিণ, খুঁজে পেলেন তাকে?
হরিণটা কোথায় বলুন তো?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 6:48 PM

Latest Optical Illusion: সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক ধরনের ছবি দেখতে পাই। ইদানিংকালে সব রকমের ছবি বাদ দিয়ে ইন্টারনেটে অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি নিয়ে বেশি চর্চা চলছে। এগুলি আসলে ছবির থেকেও বেশি ধাঁধা। একটাছবি তো থাকেই। আর সেই ছবি তৈরি করা হয় আপনার চোখকে ফাঁকি দেওয়ার জন্য। কিছু একটা লুকিয়ে থাকে ছবিতে, অথবা ছবিতে আপনার চোখের সামনেই এমন কিছু রয়েছে, যা আপনি খুঁজে পাচ্ছেন না। সেরকমই একটা আকর্ষণীয় ছবির ধাঁধা আপনাদের জন্য নিয়ে এসেছি।

চোখকে ফাঁকি দেওয়ার এই খেলাটা বাস্তবে পুরোটাই বিভ্রমের। ছবিতে এই অনন্য মাত্রা যোগ করেন সেই ছবির নির্মাতা। এই ধরনের ছবিতে সবকিছু চোখের সামনে থাকার পরও তা মানুষের চোখে পড়ে না। এরকম ছবির ধাঁধা আমরা প্রায় প্রতিদিনই একপ্রকার নিয়ম করে আপনাদের জন্য নিয়ে আসি। ফের সেরকমই একটা ছবি আবারও এসে গিয়েছে।

এই যে ছবিটা আপনি এখানে দেখছেন, এখানে একটি বনের দৃশ্য দেখতে পাচ্ছেন। এক্কেবারে সকালবেলার দৃশ্য, যখন সূর্য উঠছে। জঙ্গলের সর্বত্র গাছপালা নিশ্চয়ই আপনার নজরে আসছে। আর কিছু কি দেখতে পাচ্ছেন এই ছবি থেকে? তাহলে বলে রাখি, গাছপালার মধ্যেই এখানে একটা হরিণও রয়েছে। আপনার কাজ হল সেই হরিণটাকেই খুঁজে বের করা।

বিশ্বাস করুন, হরিণটি কিন্তু আপনার চোখের সামনেই রয়েছে। খালি সেটি আপনার নজরে আসছে না। আর কিন্তু সময় দেওয়া যাবে না। তবে চিন্তার কোনও কারণ নেই। শুধু আপনি কেন। কেবল 5% মানুষই এই ছবি থেকে হরিণটিকে খুঁজে পেয়েছেন। আপনি যদি এখনও খুঁজে না পান, তাহলে নিচের ছবিটি একবার ভাল করে দেখুন।

Deer Optical Illusion