Optical Illusion: A নাকি B, এই মুখটি কোন জেব্রার বলুন তো? নেটিজ়েনদের মধ্যে তীব্র ধন্দ, আপনি পারবেন?

Optical Illusion Today: আসলে এই ছবিতে জেব্রা দুটো থাকলেও মুখ দেখা যাচ্ছে একটারই। সেই কারণেই অনেকে বিভ্রান্ত, এই মুখটি আসলে কার। জটিল ধাঁধাটি থেকে আপনাকেই খুঁজে বের করতে হবে, এই মাথাটি আসলে কোন জেব্রার। সোশ্য়াল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে, A নাকি B, এই মুখটা আসলে কোন জেব্রার।

Optical Illusion: A নাকি B, এই মুখটি কোন জেব্রার বলুন তো? নেটিজ়েনদের মধ্যে তীব্র ধন্দ, আপনি পারবেন?
কোন জেব্রার মাথা বলুন তো এটা?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2023 | 7:18 PM

Latest Optical Illusion: এই ইন্টারনেট ইদানিং চিত্তাকর্ষক অপটিক্যাল ইলিউশনে ভরপুর। আর আট থেকে আশি সকলেই সেই ছবির ধাঁধাগুলির সমাধানে মগ্ন। এমনই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় একপ্রকার নিয়ম করে ভাইরাল হয় প্রতিদিন। এই ধরনের ছবিগুলিতে আপনি দেখেন এক, তার উত্তর খুঁজতে ভাবেন আর এক, কিন্তু শেষ পর্যন্ত তা থেকে বেরোয় অন্য কিছু। তবে যেভাবেই হোক না কেন, অপটিক্যাল ইলিউশনের এই ছবিগুলি কৌতূহলী মনকে মোহিত করতে কোনও কসরতই বাকি রাখে না।

সেরকমই একটা ছবি ফের আপনাদের সামনে এসে গিয়েছে। ছবিটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রীতিমতো ঝড় তুলছে। ছবিতে দুটি জেব্রাকে দেখা যাচ্ছে। সে দেখা যাচ্ছে ঠিকই। কিন্তু দুটি জেব্রাই এমন ভাবে সহাবস্থান করছে, তা দেখে আপনার মনে ধন্দের অবকাশ হতে পারে। কিন্তু কেন এমনটা হতে যাবে?

আসলে এই ছবিতে জেব্রা দুটো থাকলেও মুখ দেখা যাচ্ছে একটারই। সেই কারণেই অনেকে বিভ্রান্ত, এই মুখটি আসলে কার। জটিল ধাঁধাটি থেকে আপনাকেই খুঁজে বের করতে হবে, এই মাথাটি আসলে কোন জেব্রার। সোশ্য়াল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে, A নাকি B, এই মুখটা আসলে কোন জেব্রার। এই অপটিক্যাল ইলিউশনের রহস্য উদঘাটনের চেষ্টায় নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করেছেন।

একজন লিখলেন, ‘এখানে আসলে B এর রং জেব্রার মাথার সঙ্গে মিলে যাচ্ছে, সেখান থেকেই মনে হচ্ছে এটি B জেব্রার মাথা।’ দ্বিতীয় জন যোগ করে বললেন, ‘না, এটা কোনও দিক থেকে B এর নয়। ছবিটা একবার দেখলেই পরিষ্কার হয়ে যাচ্ছে, মাথাটি আসলে A জেব্রার।’ তৃতীয় ব্যক্তির বক্তব্য, ‘খুবই বিভ্রান্তিকর। কোনও ভাবেই বোঝা সম্ভব নয়, এই মাথাটি আসলে কার।’ চতুর্থ জন পরিষ্কার করে বললেন, ‘অনেক চেষ্টা করলাম কোনও কাজ হল না। খুব কঠিন একটা ছবি।’