Viral Video: প্রাক্তন প্রেমিকের সঙ্গে দুই মহিলাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল মহিলা! রাস্তাতেই দুই মহিলার মারধর…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Oct 27, 2021 | 3:17 PM

সাংবাদিকদের সঙ্গে কথা হওয়ার সময় পুলিশ পরিদর্শক ধীরজ শুক্লা বলেন, গাড়িতে থাকা মহিলা ১০ অক্টোবর রাবিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি রবিনের বিরুদ্ধে প্রেমের অজুহাতে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন।

Viral Video: প্রাক্তন প্রেমিকের সঙ্গে দুই মহিলাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল মহিলা! রাস্তাতেই দুই মহিলার মারধর...

Follow Us

লখনৌয়ে এক বারের সামনে ঘটলএকটি উদ্ভট ঘটনা। সোমবার রাতে বারবিরওয়া স্কোয়ারের কাছে স্কাই হিল্টন হোটেলের একটি বারের বাইরে একজন ব্যক্তির প্রাক্তন এবং বর্তমান বান্ধবীদের মধ্যে গুরুতর মারপিট বেঁধে যায়। প্রাক্তন প্রেমিকার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ওই ব্যক্তির প্রাক্তন বান্ধবী তাঁর বর্তমান বান্ধবীর বিরুদ্ধে লাঞ্ছনার মামলা দায়ের করেছেন। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

সোমবার রাতে হোটেলের বাইরে গাড়ি থামিয়ে রবিন নামের ওই ব্যক্তিও একই সময়ে হোটেলে আসেন। তার সঙ্গে দু’জন মেয়ে ছিল। গাড়িতে থাকা মেয়েটি রবিনের সঙ্গে থাকা মেয়েদের গালিগালাজ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তারা মারামারি শুরু করে। পুলিশ জানায়, গাড়িতে থাকা অন্য মেয়েটি রবিনের প্রাক্তন কলিগ ছিলেন।

ভিডিয়োটি দেখুন:

সাংবাদিকদের সঙ্গে কথা হওয়ার সময় পুলিশ পরিদর্শক ধীরজ শুক্লা বলেন, গাড়িতে থাকা মহিলা ১০ অক্টোবর রাবিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি রবিনের বিরুদ্ধে প্রেমের অজুহাতে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। একটি বারের বাইরে এই ঘটনা ঘটার পর পুলিশ ইতিমধ্যেই এই মামলার তদন্ত করছিল।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার পর থেকেই নানা রকমের খোরাকের মন্তব্য আসছে। ভিডিয়োতে দেখা যায় যে চুল ধরে টানাটানি করার পর এক মহিলা রাস্তায় প্রায় অজ্ঞান হয়েই পড়ে যান। যদিও কিছুক্ষণ পর তিনি আবার উঠে দাঁড়িয়ে কথা কাটাকাটি শুরু করে দিয়েছিলেন। এই ঘটনা শেষ পর্যন্ত লোকাল মানুষজনের হস্তক্ষেপে থামে।

আরও পড়ুন: Viral Video: মাস্ক না পরায় বসতে দেওয়া হল না রেস্তোরাঁয়, গালাগাল করার জন্য মুখে সপাটে ঘুষি!

আরও পড়ুন: বিমানবন্দরে নিরাপত্তারক্ষীকে স্যালুট, বাচ্চা ছেলের আচরণে মুগ্ধ নেট দুনিয়া

আরও পড়ুন: এবার ‘মানি কে মাগে হিতে’-এর গানে সুর মেলাল এক বাচ্চা মেয়ে, হাতে টেডি বিয়ার নিয়েই নেটপাড়া মাতালো সে…

Next Article