AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Optical Illusion: এই ছবিতে কী কী দেখতে পাচ্ছেন আপনি? ভাল করে দেখুন তো…

Viral Picture: অপটিকাল ইলিউশনের ক্ষেত্রে ছবিতে আপনি যা যা দেখতে পান তার উপরেই আপনার ব্যক্তিত্ব অনেকটা নির্ভর করে।

Optical Illusion: এই ছবিতে কী কী দেখতে পাচ্ছেন আপনি? ভাল করে দেখুন তো...
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 6:28 PM
Share

অপটিকাল ইলিউশন অর্থাৎ যে ছবি দেখে চোখে ধাঁধাঁ লেগে যায় সেই ছবি সব সময়েই খুব আকর্ষণীয়। সোশ্যাল মিডিয়ায় অপটিকাল ইলিউশনের ছবি ভাইরাল হওয়া এখন ট্রেন্ড। সম্প্রতি এমন ছবি প্রকাশ্যে এসেছে যেখানে অনেকগুলো মানুষের মুখ দেখা যাবে। ‘দ্য মাইন্ডস জার্নাল’- এর তরফে এই ছবি শেয়ার করা হয়েছে। একঝলকে দেখলে মনে হতে পারে এটি একটিই ছবি। কিন্তু আসলে বিষয়টি তা নয়। বরং এক ছবিতেই লুকিয়ে রয়েছে অনেক ছবি। আর এই ছবি প্রথম দেখায় আপনার নজরে যা আসবে সেটা আপনার ব্যক্তিত্বের ব্যাপারে অনেক কিছুই জানিয়ে দেবে। এবার তাহলে দেখে নেওয়া যাক যে এই ছবিতে কী কী লুকিয়ে রয়েছে।

বৃদ্ধ যুগল বা ওল্ড কাপল- এই ছবিতে প্রথমেই যদি আপনার নজরে আসে এক বৃদ্ধ দম্পতি তাহলে বুঝতে হবে যে আপনু জীবনের বড় ছবি দেখতে অভ্যস্ত। পাখির চোখ দিয়ে জীবনকে দেখতে পছন্দ করেন আপনি। অর্থাৎ নিজের লক্ষমাত্রায় স্থির থেকে জীবনকে বড় আকারে দেখতে পারেন। কোনও ক্ষুদ্রতাই আপনাকে আটকাতে পারবে না। এই ছবিতে সবচেয়ে বড় অংশ আপনার চেখে প্রথমে এলে বুঝতে হবে যে আপনি সহজ মনের মানুষ। যেকোনও বিষয় নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে আপনার। পরিকল্পনার ক্ষেত্রেও আপনি বেশ দক্ষ। ছোটোখাটো ব্যাপারে মাথা ঘামানো পছন্দ করেন না আপনি। ছবির ক্ষেত্রে বাঁদিকে বৃদ্ধা এবং ডানদিকে এক বৃদ্ধকে দেখা যাবে।

তিনজন মানুষ- এক্ষেত্রে সামনের অংশে দু’জন এবং পিছন দিকে একজনকে দেখতে পাবেন তিনি। সামনের অংশে রয়েছেন এক পুরুষ এবং মহিলা। আর পিছনের অংশে রয়েছেন এক মহিলা। এই ছবি নিখুঁত ভাবে দেখতে পেলে বোঝা যাবে যিনি ছবি দেখছেন তিনি যেকোনও বিষয়ে এতটাই খুঁটিনাটি লক্ষ্য করেন যা হয়তো আছে বলেও জানেন না বাকিরা। অর্থাৎ যেকোনও ব্যাপার খুব খুঁটিয়ে লক্ষ্য করার অভ্যাস থাকবে আপনার। আপনার নজর এড়িয়ে যাবে এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম। এই ছবিতে যদি আপনার নজরে তিনজন মানুষ দেখতে পান তাহলে বোঝা যাবে আপনি এমন একজন মানুষ যিনি যেকোনও বিষয় পরিকল্পনা করার ক্ষেত্রে একদম নিখুঁত ভাবে কাজ করেন। যেকোনও খুঁটিনাটি নখদর্পণে রাখা আপনার অভ্যাস বলে ধরে নেওয়া যাবে। এর অর্থ হল আপনি এমন একজন মানুষ যাঁর অভ্যাস যেকোনও কাজ নিখুঁত ভাবে করা এবং সমস্ত বিষয়ের খুঁটিনাটি নজরে রাখা।

আরও পড়ুন- Viral Video: খাটিয়ায় শুয়ে অন্তঃসত্ত্বা, কাঁধে বয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছেন সেনা জওয়ান

আরও পড়ুন- Viral Video: সেয়ানে সেয়ানে টক্কর! ভয়ঙ্কর সাপকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলল ছোট্ট একটা ইঁদুর

আরও পড়ুন- Viral: এক কাপ কফির এই ছবিটি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়, সত্যিটা জানলে আপনিও চমকে যাবেন!