Viral Video: চলতি মেট্রোর গেট খুলে ঝাঁপ যুবকের, দুর্বল হৃদয়ের মানুষ ভিডিয়ো দেখবেন না…

Latest Viral Video: ভিডিয়োটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত 44 লাখের বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "আশা করি এই ব্যক্তি এমন ভুল আর করবেন না"।

Viral Video: চলতি মেট্রোর গেট খুলে ঝাঁপ যুবকের, দুর্বল হৃদয়ের মানুষ ভিডিয়ো দেখবেন না...
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2023 | 4:55 PM

Viral Video Today: সোশ্য়াল মিডিয়ায় বর্তমানে কত কী-ই না ভাইরাল হয়। এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। শুধুই তাই নয়, ভাইরাল হওয়ার জন্যও মানুষ কত কিছু করছে। বর্তমানে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে আপনি শিউরে উঠবেন। যারা ট্রেনে যাত্রা করেন, তাদের অনেকেই নিশ্চয়ই প্রতিদিন দেখেন ভিড় ট্রেনের দরজা দিয়ে লোকে ঝুলছে। কখনও আবার পা রাখার জায়গা না থাকা সত্ত্বেও লোকে কোনও মতে ট্রেনে ওঠার জন্য দৌড়ায়। যদিও এমন ব্যবস্থা মোট্রোর ক্ষেত্রে নেই। সঠিক সময়ে মেট্রো স্টেশনে আসে, লোক উঠে যাওয়ার পরেই সেই মেট্রোর গেট বন্ধ হয়। তারপরেই মেট্রোটি স্টেশন থেকে বেরোয়। কিন্তু এত কিছুর পরেও যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে একটি লোক চলন্ত মেট্রোর দরজা খুলে মেট্রো থেকে স্টেশনে লাফ দেন। তারপরে তার পরিনতি যা হয়, তা দেখে আপনি চমকে উঠবেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ব্যক্তিটি প্রথমে মেট্রো গেটের উপরে একটি বোতাম ব্যবহার করে গেট খোলার চেষ্টা করেছিলেন। গেট খুলতেই সে কিছু না ভেবে মেট্রো থেকে লাফ দিল। মেট্রোর গতি অত্যন্ত বেশি হওয়ায় লাফ দিতেই প্ল্যাটফর্মে মুখ থুবড়ে পড়েন ওই ব্যক্তি। পুরো ঘটনাটি মেট্রোতে বসে থাকা এক ব্যক্তি তার মোবাইলে ধারণ করেছেন। ভিডিয়োটি দেখে অনুমান করা হচ্ছে যে, লোকটি হয় ভুল মেট্রোতে উঠেছিল। আবার এমনও হতে পারে যে, তিনি যে স্টেশনে নামতে চেয়েছিল, সেটি থেকে মেট্রো বেরিয়ে যাচ্ছিল। তাই এমন কাজ করেছেন।

ভিডিয়োটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত 44 লাখের বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “আশা করি এই ব্যক্তি এমন ভুল আর করবেন না”। আরেক ব্যবহারকারী লিখেছেন, “মানুষের কাছে জীবনের কোনও দামই নেই।”