Optical Illusion: ছবিতে কোন কোন সংখ্যা রয়েছে বলুন তো? নম্বরের এই খেলায় দ্বিধাবিভক্ত নেটিজ়েনরা

Optical Illusion Today: এ এক অদ্ভুত ছবি। এখানে কালো এবং সাদা ডোরা কাটা দাগে ভরা একটি বৃত্ত দেখা যাচ্ছে। আর তার মধ্যেই লুকিয়ে রয়েছে সংখ্যাগুলি। প্রাথমিক ভাবে ছবিটা দেখে আপনার মনে হতে পারে, বৃত্তটি হয়তো ঘুরছে। আদতে কিন্তু তা নয়।

Optical Illusion: ছবিতে কোন কোন সংখ্যা রয়েছে বলুন তো? নম্বরের এই খেলায় দ্বিধাবিভক্ত নেটিজ়েনরা
বলুন তো, কোন কোন সংখ্যা রয়েছে এখানে?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2023 | 6:44 PM

Latest Optical Illusion: আপনার পর্যবেক্ষণ দক্ষতাকে চ্যালেঞ্জ জানাতে পারে অপটিক্যাল ইলিউশন। সেই সঙ্গেই বাস্তব সম্পর্কে আমাদের উপলব্ধিকেও চ্যালেঞ্জ জানায়, কৌতূহল সৃষ্টি করে। তাই, তো আজকাল সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইলিউশনগুলি এত জনপ্রিয় হচ্ছে। আট থেকে আশি সকলকে দীর্ঘ সময় ধরে মগ্ন করে রাখছে এই ছবিগুলি। আপনি দেখছেন এক, ভাবছেন আর এক, কিন্তু আদতে দেখা যাচ্ছে তা অন্য কিছু। সেরকমই একটা ছবি আপনার জন্য আমরা নিয়ে এসেছি। এই ছবিতে রয়েছে কিছু সংখ্যা, যা অনেকেই ধরতে পারছেন না। আপনি চ্যালেঞ্জটা নেবেন নাকি?

টুইটারে Benonwine নামক একটি পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়েছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, “আপনি কি এখানে কোনও সংখ্যা দেখতে পাচ্ছেন? যদি তাই হয়, তাহলে কোন সংখ্যা?” এ এক অদ্ভুত ছবি। এখানে কালো এবং সাদা ডোরা কাটা দাগে ভরা একটি বৃত্ত দেখা যাচ্ছে। আর তার মধ্যেই লুকিয়ে রয়েছে সংখ্যাগুলি। প্রাথমিক ভাবে ছবিটা দেখে আপনার মনে হতে পারে, বৃত্তটি হয়তো ঘুরছে। আদতে কিন্তু তা নয়। এই বৃত্ত মোটেই চলমান নয়, এটি স্থির রয়েছে। মজাদার বিষয়টি হল, এখানে মানুষ বিভিন্ন সংখ্যা দেখতে পাচ্ছেন।

আপনি কোন কোন সংখ্যা দেখতে পাচ্ছেন এই ছবিতে? উত্তরে টুইটার ব্যবহারকারী বিভিন্ন সংখ্যার কথা বলেছেন। কেউ লিখছেন, ‘15283’। কেউ কেউ আবার বলেছেন, ‘528’ বা ‘3452839’। আপনিও কি এই তিনটে সংখ্যার মধ্যেই যে কোনও একটি দেখতে পেলেন, নাকি অন্য কিছু দেখেছেন?

ছবিতে একজন টুইটার ব্যবহারকারী লিখলেন, “আমি তো অন্য কিছুই দেখছিলাম। তবে পিছন থেকে স্ক্রোল না করলে নম্বরগুলি আমার কাছে দৃশ্যমান হত না।” দ্বিতীয়জনের বক্তব্য, “আমি তো অনেক নম্বরই দেখেছি এই ছবিতে। প্রথমে দেখলাম শুধু 528, তারপরে 45283 আমার কাছে বেশি দৃশ্যমান হল। তারপরে আবার 3452839। কিন্তু সঠিকটা বলতে পারব না। তবে, এর প্রথমে যে 3 এবং শেষে যে 9 রয়েছে, সেটা পরিষ্কার।” তৃতীয় জন সবথেকে মজাদার উত্তর দিয়েছেন। তাঁর দাবি, “আপনি আমার পিন নম্বর কী করে জানলেন বলুন তো!”