Viral Video: রাস্তার উপর রাস্তা! বাংলার মহিলার হাতে আঁকা 3D ছবি দেখে হতবাক গোটা দুনিয়া

Viral Video Today: ওই মহিলা পশ্চিমবঙ্গের কোনও গ্রামের। সেই গ্রামেরই এক স্কুলে তিনি পড়ান। 3D শিল্পের প্রতি তিনি যথেষ্ট অনুরাগী। নিজের স্কুলেও প্রায়শই এই ধরনের আর্ট তৈরি করেন। অনেক শিশুই তাঁর কাছে প্রশিক্ষণ নেয়। ভিডিয়োতে তাঁকে দেখা গিয়েছে, গ্রামের রাস্তাতেই তিনি এই আর্টওয়ার্কটি তৈরি করেছেন।

Viral Video: রাস্তার উপর রাস্তা! বাংলার মহিলার হাতে আঁকা 3D ছবি দেখে হতবাক গোটা দুনিয়া
অসামান্য আর্ট!
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2023 | 9:19 PM

Latest Viral Video: গ্রাম কি শহরকে টক্কর দিতে পারে? বছরের পর বছর ধরে চলতে আসা এ প্রশ্নের উত্তর আজও অধরা। এক-একটা কাজে কখনও গ্রাম শহরকে টেক্কা দিচ্ছে, পরক্ষণেই পাল্টা আর একটা কাজে শহর গ্রামকে কয়েক গোল দিয়ে বসছে। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে, গ্রামের প্রতিভা বিশ্ব দরবারে তুলে ধরার প্ল্যাটফর্ম সেরকম ভাবে এত দিন ছিল না। কিন্তু সোশ্যাল মিডিয়া সেই অভাবটাও দূর করে দিয়েছে। সেই কারণেই তো বীরভূমের প্রত্যন্ত গ্রামের ভুবন বাদ্যকরের গান পৌঁছে গিয়েছে ভিনদেশে। সেরকমই এক প্রতিভা এ বাংলারই কোনও এক গ্রাম থেকে উঠে এসে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এমনই হাতের কাজ তাঁর, যা দেখে বাংলার মানুষ তো বটেনই, বিশ্বের মানুষও অবাক হয়ে যাচ্ছেন। রাস্তাতেই তিনি তৈরি করলেন আশ্চর্যজনক সব চিত্রকর্ম।

টুইটারে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @TansuYegen নামক একটি হ্যান্ডেল থেকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্ট্রিট আর্ট’। ভিডিয়োতে দেখা গিয়েছে, কয়লা এবং চকের সাহায্যে মহিলা রাস্তায় একটি দুর্দান্ত 3D ছবি আঁকছেন। সে ছবি যে খুব ছোট, তা-ও নয়। প্রায় 10 ফুট লম্বা এবং 8 ফুট চওড়া এই চিত্রকর্ম।

ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, ওই মহিলা পশ্চিমবঙ্গের কোনও গ্রামের। সেই গ্রামেরই এক স্কুলে তিনি পড়ান। 3D শিল্পের প্রতি তিনি যথেষ্ট অনুরাগী। নিজের স্কুলেও প্রায়শই এই ধরনের আর্ট তৈরি করেন। অনেক শিশুই তাঁর কাছে প্রশিক্ষণ নেয়। ভিডিয়োতে তাঁকে দেখা গিয়েছে, গ্রামের রাস্তাতেই তিনি এই আর্টওয়ার্কটি তৈরি করেছেন। 3D ছবিটা এতটাই জীবন্ত করেছেন, যা দেখে গ্রামের মানুষজন তো বটেই, সঙ্গে নেটপাড়ার লোকজনও অবাক হয়ে গিয়েছেন।

কয়েক দিন আগেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল। প্রায় 10 লাখেরও বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। 11 হাজারের বেশি লাইক এবং 1500-রও বেশি রিটুইট করা হয়েছে ভিডিয়োতে। মহিলার দক্ষতা দেখে মানুষ অবাক। কমেন্ট সেকশনে মানুষজন তাঁদের বিস্ময় প্রকাশ করেছেন। কেউ মহিলার ঠিকানা জানতে চেয়েছেন। কেউ আবার মহিলার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন। কেউ কেউ আবার তাঁর কাছে এই ধরনের 3D পেইন্টিংও শিখতে চেয়েছেন।