টিভির পর্দায় দেখা স্টান্ট বাস্তব জীবনে করার চেষ্টা প্রথম নয়। সেই চেষ্টায় মারাত্মক বিপদের মুখে পড়ার ঘটনাও প্রথম না। এমন অনেক উদাহরণ আছে যেখানে দেখা গেছে যে এরকম সিনেমার পর্দায় দেখানো স্টান্ট করতে গিয়ে প্রাণহানিও হয়েছে অনেকের। তাও, আমাদের উদাহরণ থেকে শিক্ষা নেওয়া পুরোপুরি হয়ে ওঠেনি। বারবার একই রকমের দুর্ঘটনার দৃশ্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের চোখে আসছে। সাম্প্রতিক এমনই এক ভয়ঙ্কর দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
অ্যাকশন-প্যাকড মুভি আমাদের আনন্দদায়ক অভিজ্ঞতা দেয়। আমরা সকলেই বাইকে দেখানো স্টান্টগুলি চেষ্টা করতে চাই। অনেকেই হুইলি করে থাকি। এমনকি এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে লাফও দিতে চাই। কিন্তু আমরা ভুলে যাই যে এই সমস্ত দৃশ্য পেশাদারদের তত্ত্বাবধানে এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই করা হয়। সেখানে রিস্কটাও আগে থেকে পরিকল্পিত থাকে যার ফলে নিরাপত্তার পরিমাণটাও অনেকটাই বেশি হয়।
ভিডিয়োটি দেখুন:
#BeSafe?
ऐसा मत करना????Hero की Heropanti nikal gayi ???@ipskabra @arunbothra @ipsvijrk pic.twitter.com/fHZ2mo7Rgb
— Rupin Sharma IPS (@rupin1992) October 27, 2021
কিছু লোক মজা করার জন্য এই দৃশ্যগুলি চেষ্টা করে। সাধারণ রাস্তায় এই স্টান্টগুলি করে দেখতে চায় অনেকেই। সেখানে না থাকে নিরাপত্তা, না থাকে কোনওরকমের পরিকল্পনা। সুতরাং, একটু এদিক ওদিক হলেই মারাত্মক বিপদ। এমনই কিছু ঘটেছিল যখন একজন ব্যক্তি ব্যস্ত রাস্তায় বাইকের সামনের চাকা তুলে বাইকটি চালানোর চেষ্টা করেছিলেন। কিছুক্ষণ পরে যখন সে সামনের চাকাটি নামায় তখন বাইকের উপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলে। তারপর সামনের একটি ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা হয়।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভিডিয়োটি শেয়ার করেছিল। আইপিএস রুপিন শর্মা মানুষকে এই ধরনের স্টান্ট না করার পরামর্শ দিয়েছেন। অযথা জীবনকে বিপদে না ফেলার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?